আবহাওয়া খবর
Weather Update: Innings of heavy rain across the state! Warning issued in 10 districts
Weather Update: রাজ্য জুড়ে প্রবল ঝড় বৃষ্টির ইনিংস! সতর্কতা জারি ১০ জেলায়
ঝড়ের দাপট কমলেও আগামী কয়েকদিন বঙ্গে চলবে বৃষ্টির তাণ্ডব।
Weather Update: রাজ্য জুড়ে প্রবল ঝড় বৃষ্টির ইনিংস! সতর্কতা জারি ১০ জেলায়
ঝড়ের দাপট কমলেও আগামী কয়েকদিন বঙ্গে চলবে বৃষ্টির তাণ্ডব। দুই বঙ্গেই ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে হাওয়া অফিস। ইতিমধ্যেই উত্তরবঙ্গের একাধিক জায়গা প্রকৃতির খেলায় বিধ্বস্ত হয়েছে। হাওয়া অফিসের তথ্য অনুযায়ী আগামী দু দিন দুই বঙ্গেই জারি থাকবে বৃষ্টি সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।
আগামীকাল রাজ্যের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যে সব জেলায় বৃষ্টির সতর্কতা রয়েছে সেগুলি হল বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর।
এদিকে উত্তরবঙ্গে আগামী তিনদিন ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে। ইতিমধ্যেই দার্জিলিঙে শিল পড়ে সারা রাস্তা হয়েছে সাদা।
VIDEO
শিলিগুড়িতে চলছে বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়া। ঝড় বৃষ্টির কারণে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বিদ্যুৎ পরিষেবা ব্যাহত।
হাওয়া অফিসের সুত্রের খবর বঙ্গোপসাগরে দুটি বিপরীত ঘূর্ণাবর্তের মিলনের সংঘাতে এই পরিস্থিতি হয়েছে।
আপাতত বঙ্গের আকাশ পরিষ্কার থাকবে না বলেই ইঙ্গিত হাওয়া অফিসের। আগামী ৪ দিন একই পরিস্থিতি থাকবে।
আপাতত বঙ্গের আকাশ পরিষ্কার থাকবে না বলেই ইঙ্গিত হাওয়া অফিসের। আগামী ৪ দিন একই পরিস্থিতি থাকবে। উইকএন্ডে প্রকৃতি আরও গম্ভীর হবে দিঘায়। শনিবার থেকে শুরু করে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির সঙ্কা মেদিনীপুর জেলায়।
আরও পড়ুনঃ Kalbaishakhi তাণ্ডব করবে কালবৈশাখী! বইবে ঝড়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা
কৃষি-সাংবাদিকতায় আপনার
প্রিয় পৃষ্ঠপোষক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতাকে এগিয়ে নিয়ে যাওয়ার অনুপ্রেরণা। মানসম্পন্ন কৃষি সাংবাদিকতা সরবরাহ করা এবং গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং লোকদের কাছে পৌঁছানোর জন্য আমাদের আপনার সমর্থন দরকার।
প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।
এখনই অবদান রাখুন
Published On: 18 March 2023, 04:45 PM
English Summary: Weather Update: Innings of heavy rain across the state! Warning issued in 10 districts
Share your comments