Weather Update: রাজ্য জুড়ে প্রবল ঝড় বৃষ্টির ইনিংস! সতর্কতা জারি ১০ জেলায়
ঝড়ের দাপট কমলেও আগামী কয়েকদিন বঙ্গে চলবে বৃষ্টির তাণ্ডব। দুই বঙ্গেই ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে হাওয়া অফিস। ইতিমধ্যেই উত্তরবঙ্গের একাধিক জায়গা প্রকৃতির খেলায় বিধ্বস্ত হয়েছে। হাওয়া অফিসের তথ্য অনুযায়ী আগামী দু দিন দুই বঙ্গেই জারি থাকবে বৃষ্টি সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।
আগামীকাল রাজ্যের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যে সব জেলায় বৃষ্টির সতর্কতা রয়েছে সেগুলি হল বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর।
শিলিগুড়িতে চলছে বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়া। ঝড় বৃষ্টির কারণে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বিদ্যুৎ পরিষেবা ব্যাহত।হাওয়া অফিসের সুত্রের খবর বঙ্গোপসাগরে দুটি বিপরীত ঘূর্ণাবর্তের মিলনের সংঘাতে এই পরিস্থিতি হয়েছে।আপাতত বঙ্গের আকাশ পরিষ্কার থাকবে না বলেই ইঙ্গিত হাওয়া অফিসের। আগামী ৪ দিন একই পরিস্থিতি থাকবে।
Share your comments