মেঘাচ্ছন আকাশ আজও দক্ষিণবঙ্গে | কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের অনেক জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির (Thunderstorm) পূর্বাভাস জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর | সারাদিন মেঘাচ্ছন্ন থাকবে আকাশ। রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে বলে জানিয়েছে হওয়া অফিস |
কোথায়, কেমন থাকছে আবহাওয়া?
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টা এই আবহাওয়া বজায় থাকবে। কলকাতা ছাড়াও দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূম জেলায় বৃষ্টির পূর্বাভাস (Heavy rainfall) রয়েছে। তবে বৃষ্টি হলেও অবশ্য গরম খুব একটা কমার সম্ভাবনা নেই। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। অন্য দিকে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ ৯৪ শতাংশ ও সর্বনিম্ন পরিমাণ ৬৫ শতাংশ।
উত্তর -পশ্চিম মধ্যপ্রদেশ এবং তৎসংলগ্ন পূর্ব রাজস্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। উত্তরাখণ্ড, বিহার, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উপকূলীয় কর্ণাটক, কোঙ্কন এবং গোয়ার কিছু অংশ, সিকিম, আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশের কিছু অংশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে |
আরও পড়ুন - Latest Weather Forecast - আগামীকাল থেকে কমছে বৃষ্টির পরিমাণ, রাজ্য পুনরায় তাপপ্রবাহ
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঘূর্ণাবর্ত ও মৌসুমি অক্ষরেখার কারণে চলতি সপ্তাহে বুধবার থেকে চলছে বৃষ্টি। ইতিমধ্যেই হাওড়ার উদয়নারায়ণপুর, আমতা, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, হুগলির খানাকুলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এখনো জল নামেনি অনেক জায়গায় | কারোর বসত বাড়িতে জল তো কোথাও রাস্তায় হাঁটুজলে নাকাল সাধারণ মানুষরা | অনেক বাসিন্দাকে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে হয়েছে। তবে স্বস্তির খবর এটাই যে, ওইসব এলাকায় আর নতুন করে বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর হওয়া অফিস |
আরও পড়ুন - Monsoon Update- সকাল থেকেই রাজ্যে শুরু হয়েছে বৃষ্টিপাত, কেমন থাকবে সারাদিনের আবহাওয়া