পশ্চিমবঙ্গ থেকে ধীরে ধীরে উধাও হচ্ছে শীত। এক ধাক্কায় কলকাতার তাপমাত্রা বৃদ্ধি পেল প্রায় তিন ডিগ্রি।দিনের পারদ ২৬.১ থেকে বেড়ে হল ২৮.৬ ডিগ্রি। রাতের তাপমাত্রা ১৮.৬ থেকে বেড়ে ২১.৮ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্প ৯২ থেকে ৪৬ শতাংশ। সপ্তাহান্তে তাপমাত্রা কিছুটা নামার সম্ভাবনা রয়েছে। তবে ১৫ ডিগ্রি সেলসিয়াস এর নীচে নামার অর্থাৎ জাঁকিয়ে শীত ফেরার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
তা হলে তার আগেই কি রাজ্য থেকে পাকাপাকি ভাবে উধাও হতে চলেছে শীত? ঠান্ডাকে বিদায় জানিয়ে রাজ্য প্রবেশ করতে চলেছে বসন্ত? অন্তত তেমনটাই ইঙ্গিত মিলছে হাওয়া অফিসের পূর্বাভাস থেকে।
আরও পড়ুনঃ আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া,বৃষ্টি হবে?
আজ কলকাতার আবহাওয়া কেমন থাকবে ?
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকবে না।যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি।আর সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৬ ডিগ্রিতে ঠেকেছে।যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি বেশি। তবে মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমবে।
আরও পড়ুনঃ ফের বৃষ্টির চোখরাঙানি এই চার জেলায়, হালকা ভিজতে পারে কলকাতা
গত দু’দিন ধরেই রাজ্যে ঊর্ধ্বমুখী পারদ। মঙ্গলবারও তার ব্যত্যয় হয়নি। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী কয়েক দিনেও রাজ্যে তাপমাত্রায় বিশেষ কোনও হেরফের থাকবে না। তাপমাত্রা কমারও কোনও পূর্বাভাস নেই।
আবহাওয়ার পূর্বাভাসে অনুযায়ী, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আজ বৃষ্টির সম্ভাবনা নেই। আগামীকালও সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। বর্তমানে উত্তরের হাওয়া একেবারেই সক্রিয় নয়, পাশাপাশি ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প। দুই এর জেরে লাগাতার বাড়ছে গরম। যদিও পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহের শেষে কিছুটা কমতে পারে রাতের তাপমাত্রা।
Share your comments