জানতেন এই গাছ ঔষধি গুণে ভরপুর?

এ গাছের বাঁকানো পুষ্পদণ্ডে ফুটে থাকে সাদা সাদা ফুল। হাতির দাঁতের মতো শুভ্র এই ফুল। গাছটি আগাছার সঙ্গে এখানে সেখানে

Saikat Majumder
Saikat Majumder
হাতিশুঁড় গাছ

রাস্তার ধারে তার জন্ম,তাই হয়ত লোক চক্ষুর আড়ালে থেকে যায়। আড়ালে থাকে বলে হয়ত আমরা এর গুনাগুন সম্পর্কে অবগত নই। এর ফুল গুলি দেখতে ঠিক যেন হাতির দাতের মত । নামটা শুনতে একটু অন্য়রকম। গাছের নাম হাতিশুঁড়। পুরনো বাড়ির দেয়াল ঘেঁষে কিংবা রাস্তার ধারে অন্য আগাছার মাঝে এই গাছ দেখা যায়।

এ গাছের বাঁকানো পুষ্পদণ্ডে ফুটে থাকে সাদা সাদা ফুল। হাতির দাঁতের মতো শুভ্র এই ফুল। গাছটি আগাছার সঙ্গে এখানে সেখানে জন্মায় তাই সাধারণের দৃষ্টি এড়িয়ে যায়। মোটামুটি এক দেড় ফুট লম্বা হয় এই গাছ । এর সংস্কৃত নাম শ্রীহস্তিনী।

আরও পড়ুনঃ Banana disease management: কিভাবে পোকার হাত থেকে কলা গাছ বাঁচাবেন? পড়ুন নিবন্ধটি

এর বৈজ্ঞানিক নাম Heliotropium indicum এবং ইংরেজিতে ‘Indian heliotrope’ বলে। হাতিশুঁড়ি, হাতিশুণ্ডি, হস্তীশুণ্ডী, শ্রীহস্তিনী, মহাশুণ্ডী ইত্যাদি স্থানীয় নামেও পরিচিত। হাতিশুঁড় Boraginaceae পরিবারের অর্ন্তভুক্ত। সারা বছরই ফুল ফোটে তবে বর্ষাকালে বেশি ফুটতে দেখা যায়।

গর্ভাশয় চারখন্ডিত। ফল ও বীজ ছোট। এই উদ্ভিদে ইনডিসিন, পাইরোলিজিডিন এলকালয়েড্স ও হেলিওট্রিন নামক নানারকম জৈব উপদান পাওয়া যায়। পাতা খসখসে, একের বিপরীত অন্য পাতাটির অবস্থান। ডালের নিচের দিকের পাতা বড়, পত্রবৃন্ত লম্বা। বড় পাতাগুলো দেখতে বর্শার ফলার মতো। পাতাগুলো আঙুল দিয়ে ঘষলে গন্ধ পাওয়া যায়।

আরও পড়ুনঃ 

যে সব কাজে হাতিশুর খুব ভাল ফল দেয়

  • পোকা মাকড় কামড়ালে বা শরিরের কোন স্থানে জ্বালাপোড়া করলে এই গাছের পাতা বেটে লাগালে দ্রুত কাজ দেয়।

  • যদি পরে গিয়ে বা আঘাত লাগা ফোলায় এই গাছের পাতা বেটে অল্প গরম গরম করে লাগালে,ব্য়াথা ফোলা দ্রুত উপশম হয় ।  

  • উরু ও তলপেটের মাঝখানে, কুচকির ডান ও বাম দিকে যেকোনো দিক ফুলে গেলে এ গাছের পাতা বেটে হালকা গরম করে ব্য়থার স্থানে লাগালে ফোলা ও ব্যথা কমে যায়।

  • একজিমা থেকে মুক্তি পেতে হাতিশুড় গাছের পাতা থেতলে আক্রান্ত স্থানে দিলে কিছুদিন ব্যবহারে একজিমা সেরে যাবে।

  • দেহে ছত্রাকজনিত সংক্রমণে লাল চাকা চাকা দাগ নিরাময়ে এর পাতার রস ব্যবহার করা হয়।

  • দাঁতের মাড়ি ফোলা রোগে আক্রান্ত ব্যক্তি হাতিশুরের মূল চিবালে মাড়ি ফোলা কমে যায়।

  • ব্রন হলে বা এর দাগ হয়ে গেলে হাতিশুঁড় গাছের পাতা ও তার কচি ডাল থেঁতো করে দুপুরে গোসল করতে যাবার ১ঘন্টা আগে ব্রণের ওপর প্রলেপ দিলে ব্রণ সারে এবং নতুন করে আর ব্রণ হয় না।

আরও পড়ুনঃ Tobacco Cultivation: জেনে নিন তামাক চাষের সম্পূর্ণ পদ্ধতি ও পরিচর্যা

Published On: 06 April 2022, 03:17 PM English Summary: Did you know that this plant is full of medicinal properties?

Like this article?

Hey! I am Saikat Majumder. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters