সুখবর, ‘এক দেশ এক রেশন কার্ড’ যোজনায় আরও পাঁচ রাজ্য, আপনার রাজ্য আছে কিনা দেখুন

অন্য রাজ্যে গিয়ে রেশন নিতে না পারার সমস্যায় পড়তে হবে না৷ কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ উদ্যোগ এক দেশ এক রেশন কার্ড৷ এই যোজনার উদ্দেশ্যই হল এর ভিত্তিতে অন্য রাজ্যে গিয়েও নিজের রেশন কার্ড দেখিয়ে রেশন নেওয়া সম্ভবপর হবে৷ কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ান শুক্রবার জানান, এই যোজনাতে আরও পাঁচ রাজ্যকে তালিকাভুক্ত করা হয়েছে৷

KJ Staff
KJ Staff

চাকরির জন্য অনেককেই এক রাজ্য থেকে অন্য রাজ্যে স্থানান্তরিত হতে হয়৷ সেক্ষেত্রে সবসময় জীবনযাত্রা মসৃণ গতিতে চলে না৷ অন্য রাজ্যে গিয়ে যে সব সমস্যার মধ্যে দিয়ে ব্যক্তিকে যেতে হয়, তার মধ্যে অন্যতম সমস্যা রেশন ব্যবস্থা৷ কিন্তু এই সুবিধা থেকে যাতে কেউ বঞ্চিত না হয়, তার জন্য কেন্দ্রীয় সরকার উদ্যোগ নিয়েছে ‘এক দেশ, এক রেশন কার্ড’-এর৷ এই যোজনার উদ্দেশ্যই হল এর ভিত্তিতে অন্য রাজ্যে গিয়েও নিজের রেশন কার্ড দেখিয়ে রেশন নেওয়া সম্ভবপর হবে৷

কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ান শুক্রবার জানান, এই যোজনাতে আরও পাঁচ রাজ্যকে তালিকাভুক্ত করা হয়েছে৷ এই পাঁচটি রাজ্য নিয়ে মোট ১৭ টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ৬০ কোটি মানুষ এই সুবিধা ভোগ করতে পারবেন৷ ১ লা জুন থেকে সমগ্র দেশবাসীকে এই যোজনার আওতাভুক্ত করার প্রচেষ্টা চলছে৷

রামবিলাস পাসোয়ান একটি ট্যুইট করে জানান, বিহার, উত্তরপ্রদেশ, পঞ্জাব, হিমাচল প্রদেশ, দমন এবং দিউ- মোট পাঁচ রাজ্যকে এক দেশ এক রেশন কার্ড যোজনার অন্তর্ভুক্ত করা হল৷ এর আগে ১২ টি রাজ্য এই তালিকায় ছিল৷ শুক্রবার উপরোক্ত পাঁচটি রাজ্য যুক্ত হয়ে সেই তালিকা আরও কিছুটা দীর্ঘ হল৷ আগের ১২টি রাজ্যের তালিকায় ছিল- ত্রিপুরা, ঝাড়খণ্ড, হরিয়ানা, তেলেঙ্গানা, অন্ধপ্রদেশ, কর্ণাটক, কেরল, মধ্যপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র, গোয়া এবং রাজস্থান৷ এক দেশ এক রেশন কার্ডের মাধ্যমে কোনও ব্যক্তি এইসব রাজ্যের যে কোনও স্থান থেকে ৫০ শতাংশ রেশন নিতে পারবেন৷ এই যোজনা অনুযায়ী পুরনো রেশন কার্ডগুলিও বৈধ বলে গণ্য করা হবে৷

প্রসঙ্গত, এর আগে, ভর্তুকিযুক্ত খাদ্যশস্যের অধিকার এবং সরকারি প্রকল্পের অধিকার পেতে প্রবাসী শ্রমিক, নাগরিকদের অধিকার সংরক্ষণের বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্ট কেন্দ্রকে ভেবে দেখতে বলে। এক দেশ এক রেশন কার্ড-এর মাধ্যমে লকডাউন পিরিয়ড হোক বা অন্য সময়, ভিন্ন রাজ্যে গিয়েও রেশনের সুবিধা ভোগ করতে পারবেন প্রত্যেকে৷ আর এই সুবিধা শুধু ১৭টি রাজ্য নয়, যাতে সমগ্র দেশব্যাপী প্রচলন করা যায় সেই বিষয়েও চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানা গিয়েছে৷

বর্ষা চ্যাটার্জি

Published On: 02 May 2020, 11:36 PM English Summary: Five more States Included in One Nation One Ration Card List

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters