লিচু চাষীদের জন্য রইল বিশেষ কিছু টিপস, ভালো ফলন এবং ক্ষতি এড়াতে মেনে চলুন এই পরামর্শ গুলি

ফলের মধ্যে অন্যতম জনপ্রিয় এবং সুস্বাদু ফল হল লিচু ফল। কমবেশি সকলেরই খুব পছন্দের ফল লিচু। ভারতে প্রায় ৯২ হাজার হেক্টর জমিতে লিচুর চাষ হয়। বিহারে সবচেয়ে বেশি লিচু চাষ হয়। আর এখন চলছে ডিসেম্বর মাস। জানুয়ারি মাস থেকেই শুরু হবে লিচুর চাষ। তাই প্রস্তুতি শুরু করুন আজ থেকেই। লিচু চাষ কিভাবে করলে ফলন ভাল মানের হবে সেই নিয়ে রইল কিছু টিপস। এই টিপস গুলি মেনে চললেই ভালো ফলন হবে।

Rupali Das
Rupali Das

ফলের মধ্যে অন্যতম জনপ্রিয় এবং সুস্বাদু ফল হল লিচু ফল। কমবেশি সকলেরই খুব পছন্দের ফল লিচু। ভারতে প্রায় 92 হাজার হেক্টর জমিতে লিচুর চাষ হয়। বিহারে সবচেয়ে বেশি লিচু চাষ হয়। আর এখন চলছে ডিসেম্বর মাস। জানুয়ারি মাস থেকেই শুরু হবে লিচুর চাষ। তাই প্রস্তুতি শুরু করুন আজ থেকেই। লিচু চাষ কিভাবে করলে ফলন ভাল মানের হবে সেই নিয়ে রইল কিছু টিপস। এই টিপস গুলি মেনে চললেই ভালো ফলন হবে।

আরও পড়ুনঃ  ট্রেনে করে বাংলাদেশে যাবে রাজস্থানের বিখ্যাত কিন্নু

ভালো ফলনের জন্য শুরুতে কৃষকরা খুব হালকা ভাবে কুড়াল, বাগান পরিষ্কার করতে পারেন। তবে একেবারেই সেচ দেবেন না, না হলে ক্ষতি হতে পারে। লিচু বাগান মাইট দ্বারা আক্রান্ত ডাল কেটে এক জায়গায় সংগ্রহ করে পুড়িয়ে ফেলারও পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। লিচু রোপণ করার পর তিনমাস পর্যন্ত কোনও রকম ভাবে সেচ দেওয়া যাবে না। পাশাপাশি সেই বাগানে  কোনও আন্তঃশস্য লাগান যাবে না। লিচুতে (প্রজাতি অনুসারে), ফুল আসার ৩০ দিন আগে, প্রতি লিটার জিঙ্ক সালফেটের 2 গ্রাম দ্রবণ তৈরি করে গাছে প্রথম স্প্রে করতে হবে। দ্বিতীয় স্প্রে ফুল আসার ১৫-২০ দিন পর। ফুল আসার সময় গাছে কোনো প্রকার কীটনাশক ওষুধ স্প্রে করবেন না। লিচুর বাগানে ফুল আসার সময় পর্যাপ্ত সংখ্যক মৌমাছির বাক্স রাখতে হবে, এতে পরাগায়ন খুব ভালো হয় এবং ফল কম পড়ে। ফলের মানও ভালো হয়।

আরও পড়ুনঃ   “কৃষক মানেই দ্ররিদ্র” পাল্টাতে হবে এই ধারণা! আয় দ্বিগুণ করার লক্ষ্যে কাজ করছে সরকার- কেন্দ্রীয় মন্ত্রী

ফল আসার এক সপ্তাহ পর, প্রতি ৩ লিটার পানিতে প্ল্যানোফিক্স ১ মিলি স্প্রে করুন। এতে ফল ঝরে পড়া রোধ করা যেতে পারে। ফল ধরার ১৫ দিন পর প্রতি লিটার পানিতে ৫ গ্রাম হারে বোরাক্সের দ্রবণ তৈরি করুন এবং ১৫ দিনের ব্যবধানে দুই বা তিনটি স্প্রে করুন। এই প্রক্রিয়ার ফলে ফল ঝরে পড়া কমে যায়। ফল মিষ্টি হয়  এবং ফলের আকার ও রঙের উন্নতি হয়। ভালো ফলনের জন্য এই উপায় গুলি মেনে চলতে পারেন। তবে এগুলোর সঙ্গে সঙ্গে আরও  বৈজ্ঞানিক পরামর্শ মেনে চলুন তাহলে ফলন হবে ভালো।

Published On: 30 December 2021, 11:52 AM English Summary: Here are some special tips for litchi growers, follow these tips to avoid good yield and loss.

Like this article?

Hey! I am Rupali Das. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters