Azolla Cultivation - অ্যাজোলা কীভাবে চাষ করবেন কৃষকবন্ধুরা? জেনে নিন এই প্রাণীখাদ্য চাষের উপায়

অ্যাজোলা হল একপ্রকার জলজ ফার্ন যা বদ্ধ জলাশয়ে অবাধে বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। অ্যাজোলা অ্যানাবিনা নামক একটি নীলাভ সবুজ শৈবাল এর সাথে একসাথে বেড়ে ওঠে। এই শৈবালটি আবহাওয়ার নাইট্রোজেনকে নিজের মধ্যে আবদ্ধ করতে পারে এবং এর ফলে অ্যাজোলাও নাইট্রোজেন সমৃদ্ধ হয়ে ওঠে।

স্বপ্নম সেন
স্বপ্নম সেন
Azolla farming
Azolla (Image Credit - Google)

অ্যাজোলা হল একপ্রকার জলজ ফার্ন যা বদ্ধ জলাশয়ে অবাধে বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। অ্যাজোলা অ্যানাবিনা নামক একটি নীলাভ সবুজ শৈবাল এর সাথে একসাথে বেড়ে ওঠে। এই শৈবালটি আবহাওয়ার নাইট্রোজেনকে নিজের মধ্যে আবদ্ধ করতে পারে এবং এর ফলে অ্যাজোলাও নাইট্রোজেন সমৃদ্ধ হয়ে ওঠে।

অ্যাজোলা উচ্চ প্রোটিন সমৃদ্ধ একটি খাদ্য যার মধ্যে সবরকম প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড থাকে। এছাড়াও এটি লৌহ, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, ম্যাঙ্গানিজ ইত্যাদি খনিজ এবং পর্যাপ্ত পরিমানে ভিটামিন এ ও ভিটামিন বি ১২ সমৃদ্ধ।

অ্যাজোলা চাষের উপযোগিতা (Usefulness of Azolla Cultivation) -

  • খোলা অবস্থায় বা আবদ্ধ অবস্থায় দুই ভাবেই চাষ করা যায়।

  • সারা বছরই সবুজ খাদ্য হিসেবে চাষ করা যায়।

  • অ্যাজোলা চাষের খরচ খুবই সামান্য এবং সহজে সংগ্রহ করা যায়।

  • বৃদ্ধির হার অন্যান্য সবুজ ঘাসের থেকে অনেক বেশি (১৫ দিন)।

  • অ্যাজোলা গরু, মোষ, ছাগল, ভেড়া, শূকর বা মুরগী নির্বিশেষে সকল প্রকার প্রাণীকে খাওয়ানো যায়।

  • প্রাণীদের খুব কম খরচে সবুজ খাদ্য দেওয়া যেতে পারে।

  • কাঁচা বা শুকিয়ে উভয় ভাবেই খাওয়ানো যেতে পারে।

  • অ্যাজোলা উচ্চ প্রোটিন (২৫-৩৫%), বিভিন্ন খনিজ লবণ (১০-১৫%) ও অ্যামিনো অ্যাসিড (৭-১০%) সমৃদ্ধ।

  • আ্যাজোলার মধ্যে ক্ষতিকারক বা বিষাক্ত কোন পদার্থ নেই।

  • অ্যাজোলা সহজপাচ্য এবং দুধ উৎপাদন বাড়াতে (১৫-২০%) সহায়তা করে।

অ্যাজোলা চাষের পদ্ধতি (Azolla cultivation method) –

  • একটি ৬ ফুট x ৪ ফুট x ১/২ ফুট সাইজের একটি গর্ত কেটে নিতে হবে, যার চারিদিকের উচ্চতা থাকবে একদম সমান। এছাড়া কতকগুলি ইট কে পরপর সাজিয়ে মাটির উপরেই একটি গর্ত বানিয়ে নেওয়া যায়।

  • এই সাইজের থেকে দুইদিকে ২ ফুট বেশি মাপের একটি প্লাস্টিক শিট বা পলিথিন টারপলিন নিতে হবে, যেটিকে ওই গর্তের উপরে ভালভাবে লাগিয়ে দিতে হবে ও গর্তের বাইরের চারিদিক ভালভাবে মাটি দিয়ে বা ইট দিয়ে চেপে দিতে হবে, যাতে ওই শিট এক জায়গায় থাকে।

  • এরপর ওই প্লাস্টিক শিটের মধ্যে কিছুটা (২-৩ কেজি) সারযুক্ত ঝুরঝুরে পরিষ্কার মাটি সমান ভাবে ছড়িয়ে দিতে হবে। এর সঙ্গে ৫০০ গ্রাম গোবর সার ও ২০ গ্রাম সুপার ফসফেট মিশ্রিত ৫ লিটার জল ওই প্লাস্টিক শিটের মধ্যে ছড়িয়ে দিতে হবে।

  • এর পরে আরোও জল ঢেলে জলের উচ্চতা মোটামুটি ১০ সেমি করতে হবে এবং তারপর ৫০০ গ্রাম অ্যাজোলা ঐ জলে ছেড়ে দিতে হবে।

  • অ্যাজোলা খুব দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং প্রতিদিন ৫০০-৬০০ গ্রাম অ্যাজোলা প্রতিদিন সংগ্রহ করা যাবে।

  • অ্যাজোলার ভালো উৎপাদনের জন্য প্রতি দুই সপ্তাহ অন্তর ১৫ গ্রাম সুপার ফসফেট ও ২০০ গ্রাম গোবর সার ওই জলে মিশিয়ে দিন।

  • বৃষ্টির জল থেকে বাঁচাতে গর্তের উপরে ছাউনির ব্যবস্থা করা যেতে পারে বা গাছের ছায়ার নিচেও করা যেতে পারে, তবে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে গাছের পাতা যেন ওই জলে বেশি না পরে।

অ্যাজোলা খাওয়ানোর পদ্ধতি (Azolla feeding method) –

  • অ্যাজোলা কাঁচা অবস্থায় সদ্য তুলে বা শুকিয়েও খাওয়ানো যেতে পারে। অ্যাজোলা ছাঁকনির সাহায্যে একটি প্লাস্টিকের পাত্রে সংগ্রহ করে নিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে যাতে ওই অ্যাজোলা থেকে গোবরের গন্ধ চলে যায় ও অন্যান্য অশুদ্ধি ধুয়ে যায়।

  • যদি কিছু অপরিণত অ্যাজোলা উঠে আসে, সেগুলিকে পুনরায় চাষের গর্তে ফেলে দিতে হবে।

  • অ্যাজোলা যেহেতু প্রাণীদের চিরাচরিত খাদ্যাভ্যাসের মধ্যে পরে না তাই প্রথমেই আজোলা সম্পূর্ণ ভাবে কোন প্রাণীকে খেতে দেওয়া উচিৎ নয়।

  • মুরগীর ক্ষেত্রে দৈনন্দিন যে খাবার দেওয়া হয়, তার সাথে অর্ধেক হারে সতেজ অ্যাজোলা মিশিয়ে দেওয়া প্রয়োজন। এইভাবে ৭-১০ দিন খাওয়ানোর পর মুরগিকে সতেজ অ্যাজোলা খাওয়ানো যেতে পারে।

  • গরু, মহিষ বা ছাগলের ক্ষেত্রে প্রথমে এদেরকে দানা খাদ্যের সাথে অর্ধেক হারে মিশিয়ে খাওয়াতে হবে। এই ভাবে ১৫ দিন পর্যন্ত খাওয়ানোর পরে অভ্যাস হয়ে গেলে সতেজ অ্যাজোলা দৈনন্দিন খাবারের সাথে বিকল্প খাদ্য হিসেবে খাওয়ানো যেতে পারে।

  • অ্যাজোলা যদি শুকিয়ে খাওয়াতে হয় সেক্ষেত্রে প্রতি কিলো অ্যাজোলা থেকে ১০০ গ্রামের কম শুকনো অ্যাজোলা পাওয়া যায়, তাই শুকনো অ্যাজোলা খাওয়ানো অপেক্ষাকৃত খরচ সাপেক্ষ হয়ে পড়ে।

আরও পড়ুন - Increase Fish Production - মাছের ফলন কম হচ্ছে? ফলন বৃদ্ধিতে সমাধান জানালেন সিনিয়র সায়েন্টিস্ট ড. প্রতাপ কুমার মুখোপাধ্যায়

মনে রাখবেন, অ্যাজোলা যেহেতু বিকল্প সবুজ খাদ্য হিসেবে খাওয়ানো হয়, তাই এর পরিমাণ সবুজ খাদ্যের সমান ওজন বা পরিমাণে খাওয়ানো যেতে পারে। তবে যেহেতু প্রোটিনের পরিমাণ এতে বেশি থাকে, তাই সেক্ষেত্রে দৈনন্দিন খাদ্যে দানাখাদ্যের পরিমাণ কিছুটা কম করা যেতে পারে।

আরও পড়ুন - Increase Fish Production - মাছের উৎপাদন বৃদ্ধির জন্য মাছ চাষীরা পুকুরে প্রয়োগ করুন ভাসা খাবার

Published On: 17 July 2021, 03:40 PM English Summary: How to cultivate Azolla? Know how to farming this animal food

Like this article?

Hey! I am স্বপ্নম সেন . Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters