কৃষিজাগরন ডেস্কঃ দেশের বিভিন্ন রাজ্যে উৎপাদিত কৃষি পণ্য এখন সারা বিশ্বে স্থান পাচ্ছে। এই পর্বে, মণিপুরের জিআই ট্যাগ আনারসও বিদেশী বাজারে ব্যাপক আলোড়ন সৃষ্টি করছে। সম্প্রতি দুবাইতে মণিপুর আনারসের চাহিদার পরিপ্রেক্ষিতে লুলু হাইপার মার্কেটে মণিপুরের জিআই ট্যাগ আনারসের একটি প্রদর্শনীর আয়োজন করা হয়।
কৃষি মন্ত্রক সুত্রে ,২০২১-২২ সালে, ভারত বিদেশে ৭৬৬৫.৪২ মেট্রিক টন আনারস রপ্তানি করেছে। এই মোট রপ্তানির মূল্য প্রায় ৪.৮৫ মিলিয়ন মার্কিন ডলার । বর্তমানে দুবাই, নেপাল, কাতার, আমেরিকা, ভুটান, বেলজিয়াম, ইরান, বাহরাইন, ওমান, মালদ্বীপের মতো দেশেও মণিপুরের এই আনারসের চাহিদা দ্রুত বেড়েছে।
আরও পড়ুনঃবাম্পার লাভের জন্য আদা চাষ শুরু করুন , ২৫ লাখ পর্যন্ত আয় করুন
আনারস চাষ মণিপুর সহ উত্তর-পূর্বের অনেক রাজ্যের কৃষকদের জন্য ভালো আয়ের উৎস। এ কারণে আনারসের রপ্তানি বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে। এতে কৃষকদের আয়ও যথেষ্ট বাড়তে পারে বলে মনে করছেন কৃষি বিশেষজ্ঞরা।
বর্তমানে সর্বত্রই আনারসের চাষ হচ্ছে। তবে সাধারণত এর বেলে দোআঁশ মাটি বা বেলে দোআঁশ জমি ভালো বলে বিবেচিত হয়। এ জন্য মাটির পি.এইচ. মান ৫ থেকে ৬ এর মধ্যে হওয়া উচিত। অন্যদিকে, যেসব এলাকায় আর্দ্রতা সহ মাঝারি উষ্ণ আবহাওয়া থাকে, সেখানে পুরো বারো মাস চাষ করা যায়, অন্যথায় বছরে দুবার চাষ করা যায়।
আরও পড়ুনঃ এবার FICCI-এর সাথে গাটছড়া বাঁধতে চলেছে কৃষি মন্ত্রক
নানা কারণে বাজারে আনারসের চাহিদা অনেক বেশি। বাজারে এ ফল বিক্রি হয় প্রায় দেড়শ থেকে দুইশ টাকা কেজিতে। এমতাবস্থায় কৃষক প্রতি হেক্টরে ৩০ টন আনারস উৎপাদন করেন তাহলে তিনি লাখ লাখ টাকা লাভ করতে পারবেন।
Share your comments