আগাছানাশক ব্যবহার করে ক্যানসারে আক্রান্ত বহু মার্কিন কৃষক

আগাছানাশক, ব্যবহার, ক্যানসার, কৃষক, মার্কিন

KJ Staff
KJ Staff
pes

কৃষিকাজে আগাছানাশক ব্যবহার করে মারণরোগ ক্যানসারে আক্রান্ত হয়ে মামলা করেছিলেন এক মার্কিন কৃষক। ক্যালিফোর্নিয়া আদালত গত ১০ অগস্ট আগাছানাশকটির প্রস্তুতকারী সংস্থা মনসান্টো কোম্পানীকে ২৮ কোটি ৯০ লক্ষ ডলার ক্ষতিপূরণ দিতে আদেশ দিয়েছে। মনসান্টো কোম্পানীর এই আগাছানাশকটির নাম গ্লাইফসেট। আদালত ঐ কোম্পানীকে এও বলেছে যে রাউন্ডআপ ও রেঞ্জারপ্রো নামক কেমিক্যাল প্রোডাক্টগুলিতে থাকা গ্লাইফসেট যে ক্যানসারের ঝুঁকি বহন করে তা জেনেও কেন মনসান্টো কোম্পানী ক্রেতাদের সতর্ক করেনি। তবুও বিচারক ভুল বুঝেছেন এই দাবি নিয়ে কোম্পানী উচ্চ আদালতে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে। জানা গেছে আমেরিকার প্রায় ৫০০০ কৃষক একই অভিযোগে আমেরিকার বিভিন্ন জায়গায় আদালতের দারস্থ হয়েছেন।

cancer

প্রসঙ্গত উল্লেখ্য ২০১৫ সালে World Health Organization –এর এজেন্সির রিপোর্টে বলা হয়েছে গ্লাইফসেট মানবদেহে ক্যানসারের ঝুঁকি তৈরি করতে পারে। তাই তামাক-সিগারেটের মতো এই প্রোডাক্টগুলির গায়েও সতর্ক বার্তা লিখে দেওয়া উচিত যাতে কৃষকরা সতর্কতার সঙ্গে এই প্রোডাক্টগুলি ব্যবহার করেন ও বিপদমুক্ত থাকেন । ইউরোপেও গ্লাইফোসেট নিয়ে আইনি লড়াই চলছে। ফ্রান্স গ্লাইফোসেট নিষিদ্ধ করার জন্য লড়াই চালাচ্ছে। তবে ইউরোপীয় ইউনিয়ন  আরো ৫বছরের জন্য লাইসেন্স দিয়েছে এই কোম্পানীকে।

- রুনা নাথ

Published On: 17 August 2018, 04:38 AM English Summary: pes cancer

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters