শস্য সুরক্ষায় জৈব নিয়ন্ত্রণের ভূমিকা

বায়োপেস্টিসাইড (Bio pesticide) বলতে আমরা বুঝি কিছু কিছু জৈব কীটনাশক পদার্থকে যা উদ্ভিদজাত এবং জীবাণুজাত হতে পারে এবং এ

KJ Staff
KJ Staff

ডঃ অরুণাভ বিশ্বাস
প্রাক্তন সুগম – কৃষি অধিকর্তা (শস্য সুরক্ষা)

রাজ্য কৃষি বিভাগপশ্চিমবঙ্গ সরকার

বায়োপেস্টিসাইড (Bio pesticide) বলতে আমরা বুঝি কিছু কিছু জৈব কীটনাশক পদার্থকে যা উদ্ভিদজাত এবং জীবাণুজাত হতে পারে এবং এই সমস্ত পদার্থ জৈবিক উপায়ে গাছের রোগ ও পোকা নিয়ন্ত্রণ করে। এই জৈবিক পদ্ধতিতে ‘ ব্যাকটেরিয়া’ ঘটিত জীবাণুছত্রাক ঘটিত জীবাণুভাইরাস ঘটিত জীবাণু ও উদ্ভিদজাত পদার্থ যেমন নীমব্যবহৃত হয়। Bio মানে জৈব। জৈব উপায়ে কীত-রোগ নিয়ন্ত্রণ করার জন্য এই সমস্ত পদার্থকে দুটি ভাগে ভাগ করা যায়। যেমন-

(মাইক্রোবায়াল কীটনাশক জীবাণুর মাধ্যমে রোগ পোকা নিয়ন্ত্রণ)

এই ধরণের জৈব কীটনাশক পদার্থে যে যে জীবাণুকে কাজে লাগানো হয়তারা হলো ব্যাকটেরিয়াছত্রাকভাইরাস,প্রোটোজোয়ানেমাটোড বা তাদের derivative( ) যা শস্যের রোগ ও পোকা নিয়ন্ত্রণ করতে সক্ষম।

(বোটানিক্যাল কীটনাশক ভেষজ উদ্ভিদজাত পদার্থের মাধ্যমে রোগ পোকা নিয়ন্ত্রণ)

এই জৈব কীটনাশক পদার্থগুলি সাধারণতঃ উদ্ভিদজাত হয় যার মাধ্যমে বিভিন্ন শস্যের রোগ ও কীটশত্রু নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহৃত হয়।

বায়োপেস্টিসাইডের বর্তমান অবস্থাঃ

বাজারে অনেক বায়োপেস্টিসাইড বা জৈব কীটনাশক পদার্থ পাওয়া যায় যা সহজেই কৃষকেরা পেতে পারে। সর্বশেষ তথ্য অনুযায়ীসারা বিশ্বে ১৭৫ টি রেজিস্টার্ড (নিবেদিতজৈব কীটনাশক পদার্থ ঘটিত সক্রিয় উপাদান রয়েছে এবং তার উপর ভিত্তি করে ৭০০ টির বেশী পণ্য বর্তমান। ভারতে মাত্র ১২ টি নিবন্ধিত বায়োপেস্টিসাইড রয়েছে যার মধ্যে পাঁচটি হলো ব্যাকটেরিয়া ঘটিত (৪ টি ব্যাসিলাস প্রজাতি এবং ১টি সিউডোমোনাস ফ্লুরোসেন্স), তিনটি

ছত্রাক ঘটিত দুটি ট্রাইকোডার্মা এবং ১ টি বিউভেরিয়া প্রজাতি), দুটি ভাইরাস ঘটিত প্রজাতি হেলিকোভার্দা ও স্পোডপ্টেরাএবং দুটি ভেষজজাত যেমন নীম এবং সিমবোপোগন (cymbopogon)]। বায়োপেস্টিসাইড হিসেবে এই সমস্ত উদ্ভিদজাত ও জীবাণু ঘটিত কীটনাশকদের গুরুত্ব অপরিসীম।

মাইক্রোবায়াল (জীবাণুঘটিতকীটনাশক পদার্থঃ

ব্যাকটেরিয়া ঘটিত-

.১ ব্যাসিলাস থুরিনজিয়েনসিস(Bacillus Thuringiensis) (BT)

ব্যাসিলাস থুরিনজিয়েনসিস কায়স্টাকি উপপ্রজাতিবাণিজ্যিকভাবে সবচেয়ে সফলজৈব কীটনাশক পদার্থ।লেপিডোপ্টেরা (Lepidopteran) গোষ্ঠীর কীট নিয়ন্ত্রণে যেমনতুলোর বোলওয়ার্মক্যাস্টরের সেমিলুপার,তামাকের ক্যাটারপিলার(ল্যাদাপোকা), কারির হীরকপৃষ্ঠ মথধানের কাণ্ড ছিদ্রকারী পোকা এবং বিভিন্ন শস্যেরHeliothis amigera) ভীষণ কার্য্যকরী। স্প্রে করার জন্য অনুমোদিত মাত্রা হ’ল প্রতি লিটার জলে ১ থেকে ১.৫ মিলি মেশানো। এর প্রয়োগ বিকেলের দিকে এবং ঠান্ডা আভাওয়ায় খুব কাজ দেয়।

.২ ব্যাসিলাস পপিলি ( Bacillus Popilliae)

এই জীবাণু Chafer grub এর লার্ভাতে এক ধরণের রোগ তৈরী করেশরীরের fluid এর মধ্যে টার্বিডিটি তৈরি করা)। তুলোর মাটি বাহিত রোগ নিয়ন্ত্রনে ব্যাসিলাস সাবটিলিস খুবই কার্য্যকরী।

.৩ সিউডোমোনাস ফ্লুরোসেন্স (Pseudomonus Fluoroscens)

এটি একটি মূল্যবান Biofungicide বা জৈবিক ছত্রাকনাশক। বিভিন্ন কৃষিজাত বা উদ্যানজাত ফসলের রোগজীবাণু যেমন পিথিয়ামফিউজারিয়ামরাইজোকটোনিয়া সোলানিসফ্লেরোসিয়াম রলফসিবট্রাইটিস সিনেরিয়া ইত্যাদি নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়ট্যালক পাউডারে মিশ্রিত করে

একে বাণিজ্যিক ভাবে ব্যবহার করা হয়। প্রতি কেজি বীজে ৪ গ্রাম করে মিশিয়ে (Seed treatment) প্রয়োগ করা হয়,যদি মাটিতে প্রয়োগ করতে হয় তবে তা হেক্টর প্রতি ২-৩ কেজি (সঙ্গে জৈব সার থাকা দরকারবীজ বোনার আগে ব্যবহার করতে হবে। বীজবাহিতমাটিবাহিত রোগের ক্ষেত্রে প্রতি লিটারে ১০ গ্রাম করে পাতায় স্প্রে করা যেতে পারে,এতে Rice blast, গোড়া পচা/শেকড় পচাব্রাউন স্পট ইত্যাদি নিয়ন্ত্রণ করা যায়।

ছত্রাক ঘটিত জীবাণু

বিগত কয়েক বছরে বেশ কিছু entomopathogenic ছত্রাকের সন্ধান পাওয়া গিয়েছে যার মাধ্যমে উদ্ভিদের ক্ষতিকর ছত্রাক আমরা নিয়ন্ত্রণ করতে পারি।

ট্রাইকোডার্মা স্পিসিস

ট্রাইকোডার্মা হ’ল কৃষিতে এক উল্লেখযোগ্য মাটিতে বসবাসকারী জীবাণু। ট্রাইকোডার্মা প্রজাতি মাটিতে এবং শেকড়ের পারিপার্শ্বিক পরিমণ্ডলে যেখানে জৈব পদার্থের পরিমাণ বেশীসেখানে স্বাধীনভাবে থাকে। ট্রাইকোডার্মার ৩৫ টি প্রজাতির মধ্যে বিশেষভাবে স্বীকৃত হল ট্রাইকোডার্মা ভিরিডি (Trichoderma Viride), ট্রাইকোডার্মা হারজিয়েনাম (Trichoderma Harzianum), ট্রাইকোডার্মা ভিরেন্স (Trichoderma Virens) খুবই উল্লেখযোগ্য যা ছত্রাকনাশক জইব-পেস্টিসাইড (Biopesticide) হিসেবে পরিচিত।

তুলোলঙ্কাবাদামকলাইমুগছোলা ইত্যাদির শস্যে রাইজোকটনিয়াপাইথিয়ামস্ক্লেরোটিনাস্কেটেরোটিয়াম,ফিউজেরিয়ামম্যাক্রোফমিনাবট্রাইটিস প্রভৃতি জীবাণুর জন্য ড্যাম্পিং অফ(গোড়া পচা), রুট রট শেকড় পচা),উইল্ট(ঢলে পড়া), গ্রে মোল্ডশিথ ব্লাইটওয়েব ব্লাইট নামক যে সব রোগ হয়তাকে নিয়ন্ত্রণ করার জন্য ট্রাইকোডার্মা প্রজাতিকে কখনও বীজশোধককখনও মাটিতে প্রয়োগকখনও স্প্রে করার জন্য সুপারিশ করা হ’য়ে থাকে। সাধারণতঃ এই সব বায়ো-ফাঙ্গিসাইড বাজারে ট্যাল্ক পাউডারে মিশ্রিত কনিডিয়া ও মাইসেলিয়াম ফ্র্যাগমেন্ট(x১০CFU/প্রতি গ্রাম ট্রাইকোডার্মা প্রজাতিপদার্থ হিসেবে পাওয়া


যায়। বীজ শোধনের সুপারিশ করা মাত্রা হ’ল প্রতি কিলো বীজে ৪ গ্রামমাটিতে প্রতি হেক্টরে ২-৩ কিলোগ্রাম(জৈব পদার্থ সহ) (বীজ বোনার আগেপ্রয়োগ করতে হয়।

অ্যাসপারজিলাস নাইজার (Aspergillus niger)

এই ছত্রাকটি শস্যের বিভিন্ন অপকারী ছত্রাক জীবাণুকে নিয়ন্ত্রণ করতে পারে এবং উল্লেখযোগ্য বায়োপেস্টিসাইড হিসেবে বিবেচিত হয়ে থাকে। ধানভুট্টাযবডালশস্যতৈলবীজকলাআঁখনানারকমের ফল ও সব্জিটিউবার ফসলঅর্নামেন্টাল গাছগোখাদ্য ও তন্তু জাতীয় ফসলে বিভিন্ন জীবাণু (Fusarium, Pythium, Macrophomina, Sclerotinia ইত্যাদিযে সব রোগ যেমন- Wilt, root rot,damping off) নিয়ে আসেতাদের নিয়ন্ত্রণ করতে অ্যাসপারজিলাস নাইজার অত্যন্ত সক্রিয় বায়োপেস্টিসাইড। ধানের sheath blight( ) দমন করার জন্য অ্যাসপারজিলাস নাইজার AN27 জীবাণু প্রতি কিলোগ্রাম বীজে ৮ গ্রাম হিসেবে প্রয়োগের জন্য সুপারিশ করা হয়ে থাকে।

অ্যাম্পিলোমাইসিস কুইসকোয়ালিস (Ampelomyces quisqualis)

একরালঙ্কাটোমাটোআঙুরআলু ইত্যাদি ফসলে যে milded রোগ দেখা যায় (Brasilomyces, Erysiphe, Leveillule, Micresphaera, Phyllactinia প্রভৃতি জীবাণুর দ্বারাতা ঠিক করতে এই ধরণের জৈব ছত্রাকনাশক পদার্থ (ট্যালক পাউডার মিশ্রিত ১x১০CFS/প্রতি গ্রাম স্পোরপ্রতি লিটার জলে ৫ গ্রাম মিশিয়ে স্প্রে করা যেতে পারে।

মেটারহিজিয়াম অ্যানিসপ্লাই ( Metarrhizium anisopliae)

এটি এক ধরণের কীটদমনকারী ছত্রাক যা বিভিন্ন শস্যকীট তাতে মাটির কীটশোষক পোকাচিরুনী পোকা,ছিদ্রকারী পোকা ইত্যাদি দমন করতে কার্য্যকরী। এই জৈব – পেস্টিসাইড বাজারে ট্যাল্ক পাউডারে ছত্রাকের স্পোর/মাইসেলিয়াল ফ্র্যাগমেন্ট(@x১০ CFU/প্রতি গ্রাম M.anisopliae) পাওয়া যায়। এই কীটনাশক ছত্রাক জীবাণুকে প্রতি লিটার জলে ৫ গ্রাম হিসেবে অর্থাৎ হেক্টর প্রতি ২.৫ কিলোগ্রামবিকেলের দিকে স্প্রে করার সুপারিশ আছে।

বিউভেরিয়া ব্যাসিয়ানা (Beauveria bassiana)

যেহেতু এই জীবাণু entomopathogenic ছত্রাকএকে তাই শস্য সুরক্ষার জন্য জৈব কীট নিয়ন্ত্রক হিসেবে ব্যবহার করা হয়।

নমুরিয়া রিলেই (Nemuraea Rileyi)

বাদামশারগামছোলার প্রভৃতি শস্যে যখন ল্যাদাপোকা (Helicoverpa amigera), পাতা ছিদ্রকারী পোকা(Spodoptera litura) বিরুদ্ধে নমুরিয়া রিলেই entomopathogenic ছত্রাক হিসেবে ভালো রকমের জৈব নিয়ন্ত্রক পদার্থ।

ভার্টিসিলিয়াম লেকানী (Verticillium lecanii)

জাবপোকাসাদামাছিথ্রিপসচোষী পোকা ইত্যাদি কীটের বিরুদ্ধে ভার্টিসিলিয়াম লেকানী হল কার্য্যকরী বায়োপেস্টিসাইড।

পেসিলোমাইসেস লিলাসিনাস (Paecilomyces Lilacinus)

এই ছত্রাকটি নামাটিসাইড(Nematicide) বা কৃমিনাশক হিসেবে কার্য্যকরী। বহু কৃমির (যেমন root-knot ইত্যাদির)ডিমজুভেনাইলইয়ং ন্যাডাল্টস মেরে এই ছত্রাকের মাধ্যমে কৃমি নিয়ন্ত্রণ করা যায়।

ভাইরাল জীবাণু

ব্যাকুলোভাইরাস (Baculoviruses)

ব্যাকুলোরাইডি পরিবারে থাকা জীবাণু ভাইরাস একাধিক গুরুত্বপূর্ণ ফসলের কীটপতঙ্গ সংক্রমিত ও ধ্বংস করতে পারে। তারা তুলাচালও সব্জি চাষের লেপাইড্রাপরাল কীটপতঙ্গের বিরুদ্ধে বিশেষভাবে কার্য্যকর।

প্রোটোজোয়া ( Protozoa)

অধিকাংশ প্রজাতির এন্টোমপ্যাথিক প্রোটোজোয়া তাদের হেক্টর আক্রান্ত করে দুর্বল করে দেয়কিন্তু হত্যা করে না। এই কারণে Biocontrol এজেন্ট হিসেবে এই প্রাণীর গুরুত্ব আছে। Grasshopper কে নিয়ন্ত্রণ করার জন্য Nosema Locustae বাণিজ্যিক ভাবে উৎপাদন করে বাজারজাত করা হয়েছে।

প্যারাসাইটিক নেমাটোড ( Parasitic nematodes)

সাধারণভাবে মর্মিথিড নেমাটোড বিভিন্ন ধরণের পোকামাকড়কে সংক্রমিত করার জন্য পরিচিত। Memis, Agamermis, Hexameris, Geomeris ইত্যাদি ৪০ টি প্রজাতির পোকা মাকড়ের সাথে যুক্ত এবং বেশীরভাগই লেপিডোপরিয়ালকে আক্রান্ত করে।

বোটানিক্যাল কীটনাশক ( Botanical Pesticide)

নীমঃ

সমস্ত ভেষজজাত ( Botanical) কীটনাশকের মধ্যে নীম ( Azadirachta indica) নিয়ে ব্যপক গবেষণা হয়েছে এবং দেখা গিয়েছে যে এই উদ্ভিদজাত পদার্থ ফসলের বহু কীট ও রোগ দমন করতে পারে। ভারতে বহু শতাব্দী ধরে নীম গাছের পাতাবীজকার্নেল বিভিন্ন ফসলের কীটশত্রু ও রোগ দমন করতে কার্য্যকরী ভূমিকা গ্রহণ করেছে।

নীমের মধ্যে বহু রাসায়নিক রয়েছে তার মধ্যে

Published On: 17 March 2018, 04:30 AM English Summary: Role of Organic Control in Crop Protection

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters