পেয়ারা চাষ করে দারুন সফলতা পেয়েছেন দিনাজপুরের এক কৃষক। ঐ কৃষক ৬ বিঘা জমি খাজনায় নিয়ে বারোমাসি থাই পেয়ারা চাষ করে সফল হয়েছেন। সফল ঐ কৃষকের নাম সাইদুল ।সাইদুল জেলার উত্তরে নবাবগঞ্জের হরিপুর এলাকার বাসিন্দা।
সাইদুল আগে ফল বিক্রেতার কাজ করত। কিন্তু এক বন্ধুর পরামর্শে তিনি ৬ বিঘা জমি লিজে নিয়ে বারোমাসি থাই পেয়ারার ১২০০ টি চারা রোপণ করেন । এখন প্রতিদিন বেশ কয়েক জন শ্রমিক এই বাগানে পরিচর্যা করে থাকে। এই বাগানের বিশেষত্ব হল সাইদুল গাছের পোকামাকর নিয়ন্ত্রনে কোনো রকম কীটনাশক ব্য়বহার করেন না। তিনি জমিতে জৈব সার ব্য়বহার করেন।
আরও পড়ুনঃ ভারতের শীর্ষ ৫ টি শস্য উৎপাদনকারী রাজ্য
একান্ত সাক্ষাতকারে সাইদুল বলেন, আমি একজন ক্ষুদ্র ফল ব্যবসায়ী ছিলাম। বিভিন্ন বাগান থেকে ফল ক্রয় করে বাজারে বিক্রি করে চলত আমার সংসার। তবে আমার বন্ধুর পরামর্শে ৬ বিঘা জমি লিজ নিয়ে আমি একটা পেয়ারার বাগান করেছি।
বর্তমানে সাইদুলের বাগানে অনেকের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। সাইদুল এই বাগান করতে ৫ লাখ টাকা খরচ করেছে। সাইদুল এখন প্রতিদিন গড়ে ১৫ থেকে ২০ মণ পেয়ারা বিক্রি করছে। এখনও পর্যন্ত তিনি দুই লাখ টাকার বেশি পেয়ারা বিক্রি করেছে । সাইদুল আশা করছে, প্রতি বছর সে ৫ থেকে ৬ লাখ টাকার পেয়ারা বিক্রি করবে।
আরও পড়ুনঃ পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে বিলুপ্ত প্রায় সামুদ্রিক কচ্ছপ
নবাবগঞ্জ উপজেলা এক কৃষি অফিসার জানান, উপজেলাটি বরেন্দ্র এলাকায় হওয়ায় অনেক জমি পড়ে থাকত। ইতোমধ্যে এসব জমিতে বিদেশি ফল চাষে পরমার্শ দিয়ে যাচ্ছি। এই উপজেলায় ৬ হেক্টর জমিতে পেয়ারার বাগান রয়েছে।
Share your comments