ধানে লাভ কম ,তাই কলা চাষে আগ্রহ বাড়ছে বাংলাদেশের কৃষকদের

বাংলাদেশের কৃষকরা দিন দিন কলা চাষের দিকে  ঝুঁকছেন। ধান চাষে তেমন লাভ হচ্ছে না।কারন ধান চাষের আয় ব্যয় এক হয়ে যাচ্ছে

KJ Staff
KJ Staff
কলা চাষ

কৃষিজাগরণ ডেস্কঃ বাংলাদেশের কৃষকরা দিন দিন কলা চাষের দিকে  ঝুঁকছেন। ধান চাষে তেমন লাভ হচ্ছে না।কারন ধান চাষের আয় ব্যয় এক হয়ে যাচ্ছে।কিন্তু চাষীরা কলা চাষ করে ভালো লাভ করতে পারছেন সেই কারনে চাষীরা কলা চাষের দিকে অধিক ঝুকছেন। বর্তমানে বগুড়ার বিভিন্ন বাজারে কলার ডজন ৪০-৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।

বগুড়া জেলার শিবগঞ্জ এবং গাবতলি কলা চাষের জন্য বিখ্যাত।মাটি বেলে দোআঁশ মাটি কলা চাষের জন্য বেশ উপযুক্ত।এই জেলায় বেশির ভাগ অঞ্চলের মাটি বেলে দোআঁশ।দেশজুড়ে এই জেলার মোকামতলা কলার হাটের বেশ সুনাম রয়েছে। এই জেলায় অনুপম, সাগর, সবরি, বিচিকলা, চিনি চাম্পাসহ বিভিন্ন নামের কলা চাষ হয়ে থাকে। কলা বিক্রির জন্য জেলার মহাস্থানগড়, রহবল ও মোকামতলায় পাইকারি কলার হাট বসে থাকে। যেখান থেকে ট্রাকে করে কলা ঢাকা, সিলেট, চট্টগ্রামে বিক্রি হয়ে থাকে। বর্তমানে জেলায় কলার ব্যাপক ফলন বাজারদর ভালো পাওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে।

আরও পড়ুনঃ বোরো ধানে সার প্রয়োগ করবেন কিভাবে? জেনে নিন বিস্তারিত

মিডিয়া সুত্রে খবর, চলতি মৌসুমে জেলায় ১ হাজার ১০০ হেক্টর জমিতে কলা চাষ হয়েছে। হেক্টর প্রতি ১৯ টন উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হলেও এবছর ভালো ফলন হওয়ায় প্রায় ২১ টণ উৎপাদনের সম্ভাবনা দেখা দিয়েছে।

এক কলা চাষী বলেন, আমি আমার ২০ শতাংশ জমিতে কলার চাষ করেছি। বৈশাখ মাসে কলার চারা রোপন করেছি। এখন গাছে মোচা আসা শুরু করেছে। আশা করছি কলা চাষে লাভবান হতে পারবো।

আরও পড়ুনঃ বাজরার উৎপাদনে ভারতের অর্জন

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশে ৪০-৫০ জাতের কলার চাষ হয়। এর মধ্যে অমৃত সাগর, সবরি, কবরি, চাঁপা, মেহের সাগর, কাবুলি, বিচিকলা ও আনাজি কলা সবচেয়ে বেশি চাষ হয়। বর্তমানে বারিকলা-১, বারিকলা-২, বারিকলা-৩ ও বারিকলা-৪ নামের চারটি উচ্চ ফলনশীল কলার জাত উদ্ভাবন করা হয়েছে। বিভিন্ন ফসল থেকে কলা চাষ লাভজনক হওয়ায়

Published On: 03 January 2023, 05:28 PM English Summary: The profit in rice is low, so the farmers of Bangladesh are increasing their interest in banana cultivation

Like this article?

Hey! I am KJ Staff . Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters