বর্ষার (Monsoon 2020) আগমনে পশুপালকদের (Animal Husbandry) কয়েকটি প্রয়োজনীয় বিষয় মাথায় রাখা উচিত এবং সেই অনুযায়ী কাজ করা উচিত৷ সেগুলি কী কী, এই প্রতিবেদনে তাইই আলোচনা করা হবে৷ বৃষ্টির এই মরশুমে যাদের ছাগল রয়েছে তাদের কয়েকটি পদক্ষেপ গ্রহণ করতে হবে৷ কারণ এই সময়ে ছাগলপালকদের বেশ কয়েকটি সমস্যার সম্মুখীন হতে হয়৷
ছাগলের রোগ (Goat Safety), খাদ্যদ্রব্য, যত্ন এমনই বিভিন্ন বিষয়ে বহু সাবধানতা অবলম্বন করতে হয়৷ চলুন এসব বিষয়ে কিছু আলোকপাত করা যাক৷ বর্ষাকালে (Monsoon 2020) ছাগলের পেটে বিভিন্ন ধরণের সমস্যা প্রায়শই হয়ে থাকে৷ বিশেষ করে ডায়েরিয়ার সমস্যা৷ এতে ছাগল দুর্বল হয়ে পড়ে৷
বেশিরভাগ সময় খাবার থেকে এই ডায়েরিয়া হয়ে থাকে ছাগলের৷ বৃষ্টিতে চারা বা ঘাসে থাকা কৃমি এর পিছনে অন্যতম একটি কারণ৷ তাই পশুপালকদের এসময় খুব সাবধান থাকলে হবে ছাগলদের খাবার দেওয়ার বিষয়ে৷
প্রায় চারমাস অন্তর পশুপালকেরা (Animal Husbandry) পেটের ওষুখের জন্য ওষুধ দিতে পারেন, তবে নিমপাতার চারাও খাওয়ানো প্রয়োজন৷ ছাগলের বাচ্চা থাকলে তাকেও এসময় বাইরে বের হতে না দিয়ে তাদের খাবার সেখানেই এনে দিতে হবে৷ না হলে এরা সহজেই অসুখের কবলে পড়ে যেতে পারে৷
বর্ষাকালে ছাগলের খাবার এবং পানীয় জলের জন্য পৃথক পাত্রে দিন৷ জল, খাবার পরিষ্কার থাকলে আপনার ছাগলেরও পেটের সমস্যা সহজে হবে না৷ সে নিরাপদ থাকবে৷ মনে রাখবেন পানীয় জল যেন সর্বদা পরিষ্কার এবং টাটকা হয়৷ সপ্তাহে একবার নিমপাতা খেতে দিতে হবে৷ বর্ষাকাল শুরু হওয়ার আগেই ছাগলের টীকা (vaccination in goats) দেওয়ার কাজটি যাতে সম্পন্ন হয়ে যায় তা পশুপালকদের চেষ্টা করতে হবে৷
এর পাশাপাশি নিমোনিয়া যাতে না হয় সেদিকেও নজর দিতে হবে৷ কারণ এই মরশুমে নিমোনিয়া হওয়ার সম্ভাবনা থাকে৷ তাই ছাগলের থাকার স্থানটি পরিষ্কার রাখতে হবে সবসময়৷ যাতে সেখানে জল না জমে যায় তাও দেখতে হবে৷ বর্ষায় (Monsoon 2020) যদি ছোট থেকে বড় বিভিন্ন বিষয়ে খেয়াল না রাখা হয় তাতে পশুর প্রাণহানিও হতে পারে৷ তাই পশুপালকদের একটু বেশিই যত্নশীল হতে হবে এই সময়৷
বর্ষা চ্যাটার্জি
Share your comments