Livestock Management – ছাগলের গলগণ্ড রোগের চিকিৎসা এবং বর্ষায় ছাগলের পরিচর্যা পদ্ধতি

বর্ষার (Monsoon 2021) আগমনে পশুপালকদের (Animal Husbandry) কয়েকটি প্রয়োজনীয় বিষয় মাথায় রাখা উচিত এবং সেই অনুযায়ী কাজ করা উচিত৷ সেগুলি কী কী, এই প্রতিবেদনে তাই আলোচনা করা হবে৷ বৃষ্টির এই মরশুমে যাদের ছাগল রয়েছে তাদের কয়েকটি পদক্ষেপ গ্রহণ করতে হবে৷ কারণ এই সময়ে ছাগলপালকদের বেশ কয়েকটি সমস্যার সম্মুখীন হতে হয়৷

স্বপ্নম সেন
স্বপ্নম সেন
Goat farming
Goat Farm (Image Credit - Google)

প্রাণীপালন এক লাভজনক ব্যবসা। কৃষিকাজের পাশাপাশি পশুপালনও কৃষকদের আয়ের বড় উত্স হয়ে দাঁড়িয়েছে। যদি আপনিও কৃষিকাজের সাথে পশুপালন করার কথা ভাবছেন, তবে আপনি ছাগল পালন শুরু করতে পারেন।

বর্ষার (Monsoon 2021) আগমনে পশুপালকদের (Animal Husbandry) কয়েকটি প্রয়োজনীয় বিষয় মাথায় রাখা উচিত এবং সেই অনুযায়ী কাজ করা উচিত৷ সেগুলি কী কী, এই প্রতিবেদনে তাই আলোচনা করা হবে৷ বৃষ্টির এই মরশুমে যাদের ছাগল রয়েছে তাদের কয়েকটি পদক্ষেপ গ্রহণ করতে হবে৷ কারণ এই সময়ে ছাগলপালকদের বেশ কয়েকটি সমস্যার সম্মুখীন হতে হয়৷

ছাগলের রোগ (Goat Disease), খাদ্যদ্রব্য, যত্ন এমনই বিভিন্ন বিষয়ে বহু সাবধানতা অবলম্বন করতে হয়৷ চলুন এসব বিষয়ে কিছু আলোকপাত করা যাক৷

বর্ষাকালে (Monsoon 2021) ছাগলের পেটে বিভিন্ন ধরণের সমস্যা প্রায়শই হয়ে থাকে৷ বিশেষ করে ডায়েরিয়ার সমস্যা৷ এতে ছাগল দুর্বল হয়ে পড়ে৷ বেশিরভাগ সময় খাবার থেকে এই ডায়েরিয়া হয়ে থাকে ছাগলের৷ বৃষ্টিতে চারা বা ঘাসে থাকা কৃমি এর পিছনে অন্যতম একটি কারণ৷ তাই পশুপালকদের এসময় খুব সাবধান থাকলে হবে ছাগলদের খাবার দেওয়ার বিষয়ে৷

প্রায় চারমাস অন্তর পশুপালকেরা (Animal Husbandry) পেটের অসুখের জন্য ওষুধ দিতে পারেন, তবে নিমপাতার চারাও খাওয়ানো প্রয়োজন৷ ছাগলের বাচ্চা থাকলে তাকেও এসময় বাইরে বের হতে না দিয়ে তাদের খাবার সেখানেই এনে দিতে হবে৷ না হলে এরা সহজেই অসুখের কবলে পড়ে যেতে পারে৷

ছাগল পালনে সবচেয়ে বড় সুবিধা হ'ল বাজার এর জন্য স্থানীয়ভাবে উপলব্ধ হয়। ছাগল পালন সর্বদা গ্রামীণ অঞ্চলের মানুষের জন্য উপকারী হিসাবে বিবেচিত হয়েছে। এটি একটি ছোট প্রাণী, তাই রক্ষণাবেক্ষণের ব্যয়ও খুব কম। বিশেষ বিষয়টি হ'ল যে কোন পরিস্থিতিতে সহজেই এর খাবারের ব্যবস্থা করা যায়। তবে অনেক সময় ছাগল গলগণ্ড রোগে আক্রান্ত হয়।

পাসটিউরেলা মালটোসিডা নামক একটি ব্যাকটিরিয়ায় সংক্রমণের ফলে এই রোগ হয়। অক্টোবরে বা কখনও কখনও ডিসেম্বর-জানুয়ারিতে হঠাৎ বৃষ্টিপাতের কারণে এই রোগ হতে পারে।

গলগণ্ড রোগের লক্ষণ (Symptoms Of this disease) -

  • গায়ে জ্বর

  • চোখ – নাক থেকে জল পড়া

  • খাদ্য জল না খাওয়া

  • ঝিমিয়ে যাওয়া

  • চোখ লাল হয়ে থাকা

  • শ্বাস প্রশ্বাসের গতি বৃদ্ধি

  • খুব বেশি পরিমাণে লালা ঝরা

  • জিহ্বার লালভাব

  • গলা এবং ঘাড়ে ফোলাভাব

  • ঘড়ঘড় আওয়াজ করা

  • এ ছাড়া ছাগলের রক্ত-মলও হতে পারে। সংক্রমণ বেশী হলে ছাগল ২ থেকে ৩ দিনের মধ্যে মারাও যায়।

গলগন্ড রোগের চিকিত্সা - 

রোগ প্রতিরোধের জন্য প্রথমেই ছাগলকে ভ্যাকসিন দেওয়া উচিত। এটি একটি যুক্তিসঙ্গত সমাধান। এই রোগের চিকিত্সা করা খুব কঠিন, তাই সময়মত ডাক্তারের পরামর্শ নিতে হবে।

আরও পড়ুন - Profitable Cow Breed - কৃষকরা আয় বাড়াতে কোন জাতের গরু পালন করবেন, জানুন গরুর অধিক উৎপাদনশীল প্রজাতি সম্পর্কে

টিকাপ্রদান (Vaccination) –

ভাইরাসজনিত রোগ যেমন পিপিআর, গোটপক্স, ক্ষুরা রোগ ইত্যাদি এবং ব্যাকটেরিয়া জনিত রোগ যেমন – এনথ্রাক্স, ব্রুসেলোসিস ইত্যাদি খুবই মারাত্মক বলে এগুলির বিরুদ্ধে যথাযথ টিকা প্রদান করা আবশ্যিক। যে সকল ছাগীকে পূর্বে পিপিআর, গোটপক্স, একথাইমা, ব্রুসেলোসিস ইত্যাদি টিকা দেওয়া হয় নি, তাদেরকে গর্ভের পঞ্চম মাসে উক্ত ভ্যাকসিনগুলি দিতে হবে। বাচ্চার বয়স যখন ৫ মাস, তখন তাকে পিপিআর ভ্যাকসিন ও অন্যান্য প্রয়োজনীয় ভ্যাকসিন দিতে হবে।

আরও পড়ুন - Mixed Fish Farming - কোন কোন মাছের মিশ্রচাষ আপনাকে দেবে দ্বিগুণ লাভ, জেনে নিন কি বলছেন মৎস্য বিশেষজ্ঞ সুমন কুমার সাহু

Published On: 27 July 2021, 03:38 PM English Summary: Livestock Management & Treatment of goat in the rainy season

Like this article?

Hey! I am স্বপ্নম সেন . Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters