মাছ চাষীর নতুন পুকুরে ক্ষতির হাত থেকে রক্ষার্থে রিলায়েন্স ফাউন্ডেশনের পরামর্শ

যেকোনো কৃষি-বিষয়ক সমস্যাতে রিলায়েন্স ফাউন্ডেশনের নিঃশুল্ক সহায়তা নম্বর ১৮০০-৪১৯-৮৮০০-তে ফোন করুন

KJ Staff
KJ Staff
অরুপ কান্তি পাত্র

অরুপ কান্তি পাত্র, বাঁকুড়া জেলার তালডাংরা ব্লকের নাচনকন্দা গ্রামের একজন মাছ চাষী। অরুপবাবুর ৪টি পুকুরে মাছ চাষ করে থাকেন, আগের বছর তিনি ৫ বিঘার(১.৬৬ একর) নতুন পুকুর খনন করেন এবং তাতে মাছ ছাড়েন কিন্তু কোনো এক কারনে মাছের বৃদ্ধি হচ্ছিল না।

সেই সময় রিলায়েন্স ফাউনন্ডেশন এক প্রতিনিধির সাথে তার দেখা হয় এবং তিনি চটজলদি একটি অডিও কনফারেন্স-এর আয়োজন করেন এবং অরুনবাবু তাতে অংশগ্রহন করেন এবং বিশেষজ্ঞ স্যারকে তার সমস্যার কথা জানান। উক্ত অনুষ্ঠানে রিলায়েন্স ফাউন্ডেশনের বিশেষজ্ঞ স্যার বলেন উপযুক্ত পরিমানে জৈব সার প্রয়োগ করতে এবং তার মধ্যে বেশী পরিমাণে গোবর সার দিতে বলেন কারন গোবর সার পুকুরের জলধারন ক্ষমতা বৃদ্ধি করে ও মাছের খাবার তৈরি করে। এর পর তিনি রিলায়েন্স ফাউন্ডেশনের পরামর্শমত কাজ করেন ও মাছের ফলন ভালো হয় এবং ক্ষতির হাত থেকে রক্ষা পান ও ২০ হাজার টাকার মতো লাভ পান।

পরবর্তীকালে অরুপবাবু রিলায়েন্স ফাউন্ডেশনের নিঃশুল্ক সহায়তা নম্বর ১৮০০-৪১৯-৮৮০০ তে ফোন করে ধন্যবাদ জানান।

Published On: 01 February 2019, 05:37 PM English Summary: Reliance foundation 5

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters