স্পাইসেস বোর্ড অফ ইন্ডিয়া নিয়োগ 2022-18ই জানুয়ারী ওয়াক-ইন ইন্টারভিউ, রইল বিস্তারিত

যারা সরকারি চাকরির খোঁজ করছেন তাঁদের জন্য সুখবর। সম্প্রতি স্পাইসেস বোর্ড অফ ইন্ডিয়া বিভিন্ন পদের জন্য নিয়োগপত্র প্রকাশ করেছে। এটি একটি দুর্দান্ত সুযোগ কারণ এই চাকরির নির্বাচন প্রক্রিয়া হবে শুধুমাত্র একটি ওয়াক-ইন-ইন্টারভিউ এর মাধ্যমে। যে সব পদে নিয়োগ হবে সেগুলি হল ট্রেনি অ্যানালিস্ট (রসায়ন), ট্রেনি অ্যানালিস্ট( মাইক্রোবায়োলজি), ট্রেনি স্যাম্পেল রেসিপ্ট ডেস্ক( SRD)। মোট শূন্যপদের সংখ্যা 46টি।

Rupali Das
Rupali Das
স্পাইসেস বোর্ড অফ ইন্ডিয়া নিয়োগ 2022

যারা সরকারি চাকরির খোঁজ করছেন তাঁদের জন্য সুখবর। সম্প্রতি স্পাইসেস বোর্ড অফ ইন্ডিয়া বিভিন্ন পদের জন্য নিয়োগপত্র প্রকাশ করেছে। এটি একটি দুর্দান্ত সুযোগ কারণ এই চাকরির নির্বাচন প্রক্রিয়া হবে শুধুমাত্র একটি ওয়াক-ইন-ইন্টারভিউ এর মাধ্যমে। যে সব পদে নিয়োগ হবে সেগুলি হল ট্রেনি অ্যানালিস্ট (রসায়ন), ট্রেনি অ্যানালিস্ট( মাইক্রোবায়োলজি),  ট্রেনি স্যাম্পেল রেসিপ্ট ডেস্ক( SRD)। মোট শূন্যপদের সংখ্যা 46টি।

স্পাইসেস বোর্ড অফ ইন্ডিয়া নিয়োগ 2022: শিক্ষাগত  যোগ্যতা 

প্রার্থীদের একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে স্নাতক বা সমতুল্য ডিগ্রি থাকতে হবে। শূন্যপদ অনুযায়ী নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা  নিম্নে দেওয়া হল: - 

ট্রেনি অ্যানালিস্ট (রসায়ন) স্বীকৃত  বিশ্ববিদ্যালয়/ইনস্টিটিউট  থেকে রসায়নে স্নাতক ডিগ্রি  । 

ট্রেনি অ্যানালিস্ট( মাইক্রোবায়োলজি)স্বীকৃত  বিশ্ববিদ্যালয়/ইনস্টিটিউট  থেকে মাইক্রোবায়োলজিতে স্নাতক ডিগ্রি  । 

ট্রেনি স্যাম্পেল রেসিপ্ট ডেস্ক( SRD): কম্পিউটারে দক্ষ সহ স্বীকৃত  বিশ্ববিদ্যালয়/ইনস্টিটিউট থেকে যেকোনো বিষয়ে স্নাতক/ডিগ্রী।

বয়স সীমা 

স্পাইস বোর্ড নিয়োগের জন্য সর্বোচ্চ বয়সসীমা 25 বছর। 

SC/ST/OBC/PWD/PH প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী কিছু ছাড় দেওয়া হয়েছে। 

আবেদন ফি 

যেকোনও বিভাগের ( সাধারণ/ওবিসি/ইডব্লিউএস/এসসি/এসটি) প্রার্থীদের জন্য কোনো আবেদন ফি নেই।

বেতন 

ট্রেনি অ্যানালিস্ট (রসায়ন ও মাইক্রোবায়োলজি):  প্রথম বছর 17,000 টাকা প্রতি মাসে এবং দ্বিতীয় বছর 18,000 টাকা।  

ট্রেনি স্যাম্পেল রেসিপ্ট ডেস্ক ( এসআরডি)  দুই বছরের জন্য প্রতি মাসে 17,000 টাকা। 

কীভাবে আবেদন করবেন এবং অনলাইন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন

প্রার্থীদের নির্ধারিত তারিখ ও সময়ে নির্দিষ্ট কেন্দ্রে ওয়াক-ইন টেস্টের জন্য উপস্থিত হতে হবে। ওয়াক-ইন-টেস্টের জন্য উপস্থিত প্রার্থীদের অফিসিয়াল বিজ্ঞপ্তির পরিশিষ্ট-২-এ সংযুক্ত আবেদন ফর্মটি পূরণ করতে হবে এবং অনলাইন লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য তারা যে কেন্দ্রটি বেছে নিয়েছে সেখানে জমা দিতে হবে।  

আবেদনপত্রে প্রার্থীকে তার সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে।  ওয়াক-ইন টেস্টের জন্য অ্যানেক্সার- I-এ উল্লেখিত কেন্দ্রগুলিতে অনলাইনে পরীক্ষা হবে। ওয়াক-ইন পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের পরীক্ষাকেন্দ্রে ইন্টারনেট  সহ একটি স্মার্টফোন আনতে হবে। 

স্পাইসেস বোর্ড অফ ইন্ডিয়া নিয়োগ 2022- গুরুত্বপূর্ণ লিঙ্ক 

Official Notification 

Walk in Interview Centres 

 

আরও পড়ুনঃ KPSC নিয়োগ 2022: স্নাতকদের জন্য বড় সুযোগ; বেতন 75000 টাকা পর্যন্ত

আরও পড়ুনঃ  MSP-তে ধান কেনার জন্য নতুন নিয়ম চালু করল FCI, নতুন খসড়া নিয়ে হৈচৈ, কৃষকদের অসন্তোষের কারণ কী?

Published On: 14 January 2022, 12:35 PM English Summary: Spices Board Recruitment 2022: Walk-in Interview on 18th January Details Inside

Like this article?

Hey! I am Rupali Das. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters