রাজ্যস্তরে মৎস চাষে প্রশিক্ষণ

রাজ্যস্তরে মৎস চাষে প্রশিক্ষণ - বিষয় : মাছ চাষের বিভিন্ন দিক ও পদ্ধতি ( Different disciplines of fisheries) মেয়াদ : ৫ দিন স্থান : (১) ফ্রেশ ওয়াটার ফিশারিস রিসার্চ ট্রেনিং সেন্টার (FFRTC) -ফুলিয়া , কল্যানী, নদীয়া (প্রশিক্ষার্থী লক্ষমাত্রা – ৮০০) (২) মডেল ফিশ ফার্ম (MFF) – বড়সাগরদীঘি, মালদা (প্রশিক্ষার্থী লক্ষমাত্রা

স্বপ্নম সেন
স্বপ্নম সেন

পশ্চিমবঙ্গ সরকারের মৎস দপ্তরের তত্বাবধানে রোজগারমুখি নানা প্রশিক্ষণের খোঁজ খবর

(১) রাজ্যস্তরে মৎস চাষে প্রশিক্ষণ -

বিষয় : মাছ চাষের বিভিন্ন দিক ও পদ্ধতি ( Different disciplines of fisheries)

মেয়াদ : ৫ দিন

স্থান : (১) ফ্রেশ ওয়াটার ফিশারিস রিসার্চ ট্রেনিং সেন্টার (FFRTC) -ফুলিয়া , কল্যানী, নদীয়া (প্রশিক্ষার্থী লক্ষমাত্রা – ৮০০)

       (২) মডেল ফিশ ফার্ম (MFF) – বড়সাগরদীঘি, মালদা (প্রশিক্ষার্থী লক্ষমাত্রা – ৮০০)

       (৩) গভর্নমেন্ট ফিশ টেকনোলজিক্যাল স্টেশন (GFTS) - জুনপুট, পূর্ব মেদিনীপুর (প্রশিক্ষার্থী লক্ষমাত্রা – ৬০০)

নির্বাচন :

(ক) স্থান (১) এর জন্য উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলী, নদীয়া, মুর্শিদাবাদ, পূ: ও পশ্চিম বর্দ্ধমান, বীরভূম।

(খ) স্থান (২)- এর জন্য সমগ্র উত্তর বঙ্গের জেলাগুলি।

(গ) স্থান (৩) –এর জন্য পূ: ও প: মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়া

(ঘ) প্রশিক্ষার্থীদের অবশ্যই জলা থাকতে হবে এবং চাষের সাথে যুক্ত থাকতে হবে।

(ঙ) জেলা স্তরের প্রশিক্ষণ সম্পন্ন হতে হবে।

যোগাযোগ : প্রতিটি জেলার মীন ভবনে সহমৎস অধিকর্তা (ADF) বা জেলা মীনাধিকারিক (প্রশিক্ষণ) ( DFO Training)

সুবিধা :

  1. শংসাপত্র
  2. প্রশিক্ষণভাতা
  3. প্রশিক্ষণ কিটস্ (kits)
  4. ব্যবহারিক প্রশিক্ষণের সুযোগ

(২) জেলাস্তরে মৎস চাষের প্রশিক্ষণ  -

বিষয় : মিষ্টি জলে মাছ চাষ ( Freshwater aquaculture)

মেয়াদ : ৪ দিন,

ব্যবস্থাপনা : মৎসচাষি উন্নয়ন সংস্থা (FFDA)

স্থান : জেলা FFDA Office

প্রশিক্ষার্থী লক্ষ্যমাত্রা

পূ: বর্ধমান

১৬০

প: বর্ধমান

৪০

হুগলী

১২০

হাওড়া

৮০

উঃ ২৪ পরগণা

১৮০

দঃ ২৪ পরগণা

১৮০

পূঃ মেদিনীপুর

১৪০

পঃ মেদিনীপুর

১০০

ঝাড়গ্রাম

৪০

বাঁকুড়া

৮০

পুরুলিয়া

৬০

নদীয়া

১০০

মুর্শিদাবাদ

১৪০

বীরভূম

১০০

মালদা

৮০

উঃ দিনাজপুর

৬০

দঃ দিনাজপুর

৬০

জলপাইগুড়ি

৬০

কোচবিহার

৮০

আলিপুরদুয়ার

৪০

শিলিগুড়ি (দার্জিলিং)

৪০

দার্জিলিং (কালিম্পং)

৬০

মোট

২০০০

নির্বাচন :

  1. প্রশিক্ষার্থীদের অবশ্যই জলা থাকতে হবে এবং চাষের সাথে যুক্ত থাকতে হবে।
  2. মৎসচাষী উন্নয়ন সংস্থা (FFDA)-র অধীনে কোন প্রকল্পে যুক্ত থাকলে অগ্রাধিকার
  3. প্রগতিশীল মাছচাষীরাও সুযোগ পাবেন।

যোগাযোগ : ব্লকের ফিশারী এক্সটেনশন অফিসার (FEO) / ফিশারী ফিল্ড অ্যাসিসট্যান্ট (FFA) কিংবা জেলার FFDA –র চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) বা ট্রেনিং সুপারিন টেন্ডেন্ট(TS)

সুবিধা :

(১) শংসাপত্র , (২) প্রশিক্ষণ ভাতা , (৩) প্রশিক্ষণ কিট (kits)

(৩) জেলা স্তরের প্রশিক্ষণ

বিষয় : নিবিড় মাছচাষে পরিকল্পিত খাদ্যের ব্যবহার (Application of formulated feed in intensive fish farming)

মেয়াদ : ৪ দিন

ব্যবস্থাপনা : সহ মৎস অধিকর্তা------

জেলা

প্রশিক্ষার্থী লক্ষ্যমাত্রা

পূ: বর্ধমান

৪৪০

প: বর্ধমান

১০০

হুগলী

৩০০

হাওড়া

২৪০

উঃ ২৪ পরগণা

৪২০

দঃ ২৪ পরগণা

৪৮০

পূঃ মেদিনীপুর

৪২০

পঃ মেদিনীপুর

৩৮০

ঝাড়গ্রাম

১০০

বাঁকুড়া

৪২০

পুরুলিয়া

৩৬০

নদীয়া

৩০০

মুর্শিদাবাদ

৪৫০

বীরভূম

৩৬০

মালদা

২৪০

উঃ দিনাজপুর

১৫০

দঃ দিনাজপুর

১৫০

জলপাইগুড়ি

১২০

কোচবিহার

২৪০

আলিপুরদুয়ার

১২০

কালিম্পং

৫০

শিলিগুড়ি (দার্জিলিং)

৬০

দার্জিলিং (GTA)

১০০

মোট

৬০০০

নির্বাচন :

  1. ব্লকের বিডিও / এফ ই ও বা পঞ্চায়েত সমিতির সভাপতির মাধ্যমে
  2. জেলার সম্পন্ন বা প্রকৃত মাছচাষী হতে হবে।

সুবিধা :

(১) শংসাপত্র , (২) প্রশিক্ষণ ভাতা , (৩) প্রশিক্ষণ কিট (kits)

যোগাযোগ :

  1. ব্লকের FEO / FFA
  2. জেলার ADF / DFO (Trg.)

(৪) ব্লক স্তরের প্রশিক্ষণ

বিষয় : অন্তর্দেশীয় মাছচাষ

মেয়াদ : ৪ দিন

ব্যবস্থাপনা : ব্লকের মৎসচাষ সম্প্রসারণ আধিকারিক (FEO)

জেলা

প্রশিক্ষার্থী লক্ষ্যমাত্রা

পূ: বর্ধমান

৯০০

প: বর্ধমান

২০০

হুগলী

৭০০

হাওড়া

৫০০

উঃ ২৪ পরগণা

৯০০

দঃ ২৪ পরগণা

১০০০

পূঃ মেদিনীপুর

৯০০

পঃ মেদিনীপুর

৯০০

ঝাড়গ্রাম

২০০

বাঁকুড়া

৫০০

পুরুলিয়া

৩৫০

নদীয়া

৫৫০

মুর্শিদাবাদ

৭০০

বীরভূম

৫০০

মালদা

৩৫০

উঃ দিনাজপুর

২০০

দঃ দিনাজপুর

২০০

জলপাইগুড়ি

২০০

কোচবিহার

৩০০

আলিপুরদুয়ার

১৫০

কালিম্পং

১০০

দার্জিলিং

১০০

দার্জিলিং (GTA)

১০০

মোট

১০৫০০

নির্বাচন : জেলাস্তরের মতো

সুবিধা : ঐ

যোগাযোগ : ব্লকের FEO / FFA

(৫) গ্রাম পঞ্চায়েত স্তরের প্রশিক্ষণ

বিষয় : সংশ্লিষ্ট এলাকার মৎসচাষের সমস্যা ও সম্ভাবনা অনুযায়ী

মেয়াদ : ৪ দিন,

ব্যাবস্থাপনা : ব্লকের FEO

জেলা

প্রশিক্ষার্থী লক্ষ্যমাত্রা

 

পূ: বর্ধমান

৯০০

 

প: বর্ধমান

৩০০

 

হুগলী

৭০০

 

হাওড়া

৬০০

 

উঃ ২৪ পরগণা

১০০০

 

দঃ ২৪ পরগণা

১১০০

 

পূঃ মেদিনীপুর

৯০০

 

পঃ মেদিনীপুর

১০০০

 

ঝাড়গ্রাম

৩০০

 

বাঁকুড়া

৮০০

 

পুরুলিয়া

৬০০

 

নদীয়া

৭০০

 

মুর্শিদাবাদ

৯০০

 

বীরভূম

৭০০

 

মালদা

৬০০

 

উঃ দিনাজপুর

২৫০

 

দঃ দিনাজপুর

২৫০

 

জলপাইগুড়ি

৩০০

 

কোচবিহার

৫০০

 

আলিপুরদুয়ার

২০০

 

কালিম্পং

১০০

 

দার্জিলিং

১৫০

 

দার্জিলিং (GTA)

১৫০

 

মোট

১৩০০০

 

নির্বাচন : জেলা স্তরের মতো

সুবিধা : ঐ

যোগাযোগ : ব্লকের FFO / FFA

- রুনা নাথ (runa@krishijagran.com)

Published On: 10 April 2018, 02:24 PM English Summary: state level training on fish farming2

Like this article?

Hey! I am স্বপ্নম সেন . Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters