বর্তমানে আরহাওয়ার অনিয়মিতি সবজির চারা তৈরি এক সমস্যা করে তুলেছে। তাই আধুনিক প্রযুক্তি অবলম্বনে প্লাস্টিক এর ট্রে যাতে ছোটো গর্ত করা থাকবে আর নিচে জলনিকাশীর একটি ছিদ্র করা এরকম ব্যবস্হায় সুন্দর সবজির চারা প্রথাগত ব্যবস্হার চেয়ে কদিন আগেই হবে। তবে এই ট্রেতে মাটির বদলে কোকোপিট মিডিয়াম ব্যবহার করতে হবে। অল্প জলে যেকোনো উপযুক্ত স্থানে ট্রে রেখে আবহাওয়ার প্রতিকূলতা এড়িয়ে হবে সুস্থ, সবল,নিরোগ চারা।
রুনা নাথ কৃষি জাগরণ।
English Summary: Plastics for agricultural mechanization - Planting of trunk or pottage tray
আপনার সমর্থন প্রদর্শন করুন
প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।