ইতিমধ্যেই কৃষকদের অ্যাকাউন্টে ঢুকে গেছে ১০তম কিস্তির টাকা। কথামত নতুন বছরের প্রথম দিনই ১২টাই ঢুকল কিস্তির টাকা। প্রায় ২২ হাজার কোটি টাকা হতে পারে। স্বাধীনতার পর এটাই প্রথম প্রকল্প, যার আওতায় প্রথমবার সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে। এর আওতায় দেশের প্রায় ১১ কোটি কৃষককে ১.৬১ লক্ষ কোটি টাকা দেওয়া হচ্ছে। এই প্রকল্পের আওতায় ক্ষুদ্র কৃষকরা উপকৃত হচ্ছেন।
আরও পড়ুনঃ এই প্রজাতির ছাগল পালন করে দেখুন লাভের মুখ! এর রয়েছে প্রতিদিন ১ থেকে ১.৫ কেজি দুধ দেওয়ার ক্ষমতা
তবে শুধু টাকা নয় প্রধানমন্ত্রী প্রত্যেক কৃষকদের জানিয়েছেন নতুন বছরের শুভেচ্ছা। পাশাপাশি দিয়েছেন একটি লিঙ্ক। প্রধানমন্ত্রীর তরফ থেকে যে এসএমএস কৃষকদের কাছে এসেছে তাতে লেখা রয়েছে “শুভ নববর্ষ! পিএম কিষানের অধীনে, ডিসেম্বর 2021 থেকে মার্চ 2022 পর্যন্ত সময়ের জন্য দুই হাজার টাকার একটি কিস্তি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। এটি চাষের প্রয়োজনে সাহায্য করবে। এই লিঙ্কে প্রাকৃতিক চাষের ফিল্মটি অবশ্যই দেখতে হবে...আপনার- নরেন্দ্র মোদী।“
আরও পড়ুনঃ এই উপায়ে কম খরচে সংরক্ষণ করুন পেঁয়াজ! রইল বিস্তারিত
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার বার্তায় যে ভিডিওর লিঙ্ক পাঠিয়েছেন সেখানে প্রাকৃতিক চাষের সুবিধার কথা বলা হয়েছে। ভিডিওতে কৃষকদের বলা হয়েছে কিভাবে জীবামৃত ও ঘঞ্জীবমৃত (সার) তৈরি করতে হয়। সরকার এখন প্রাকৃতিক ও জৈব চাষের ওপর জোর দিচ্ছে যাতে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যয় কম হয়। তাই খুব সহজেই এই ভিডিও বার্তা দেশের বেশিরভাগ কৃষকদের কাছে পৌঁছে যাচ্ছে।
আপনি যদি FTO দেখতে পান তবে চিন্তা করবেন না
পিএম কিষাণ স্কিমের অধীনে টাকা স্থানান্তর তিন দিন হয়ে গেছে। যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 2000 টাকা না আসে এবং স্ট্যাটাসে FTO অর্থাৎ ফান্ড ট্রান্সফার অর্ডার লেখা থাকে, তাহলে বুঝুন টাকা স্থানান্তর করা হয়েছে। দু-একদিনের মধ্যে চলে আসবে।
স্ট্যাটাস চেক করার জন্য এই পন্থা অবলম্বন করুনঃ
- প্রধানমন্ত্রী কিষাণ যোজনার অফিশিয়াল ওয়েবসাইট, https://pmkisan.gov.in-এ যেতে হবে।
- এখানে 'কৃষক কর্নার' বিকল্পে ক্লিক করুন।
- এখন 'বেনিফিশিয়ারি লিস্ট' কে অপশনে ক্লিক করুন।
- এখানে আপনার রাজ্য, জেলা, উপ জেলা, ব্লক এবং গ্রামকে বেছে নেওয়া হয়েছে।
- এর পরে 'রিপোর্ট পান'-এ ক্লিক করুন।
Share your comments