দেশের শ্রমিক ও কৃষক, অর্থাৎ আর্থিক ক্ষেত্রে পিছিয়ে পড়া শ্রেণির জন্য সরকারের রয়েছে বিভিন্ন প্রকল্প। তাদের সুবিধার্থে মোদী সরকারের (Modi Government) অটল পেনশন যোজনা (Atal Pension Yojana) এক উল্লেখযোগ্য প্রকল্প৷
ছয় বছর ধরে জনগণের সুবিধার্থে কাজ করছে এই যোজনা৷ এর মাধ্যমে প্রতি মাসে কিছু টাকা জমা করা হয়, যা অবসরের পর পেনশন হিসেবে পাওয়া যায়৷ এই পেনশন এক হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত হয়৷
এতে ১৮-৪০ বছর বয়স পর্যন্ত যে কোনও ভারতীয় নাগরিক (Indian Citizen) আবেদন জানাতে পারবেন৷ কোনও ব্যাঙ্কে গিয়ে এই যোজনার জন্য আবেদন জানানো যেতে পারে৷ সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে।
এতে কয়েকটি পরিবর্তনের কথা বলা হয়েছে সম্প্রতি, চলুন সেগুলি জেনে নেওয়া যাক (New Rules Of This Scheme) -
এই পেনশনে (Pension Scheme) আপগ্রেড বা ডাউনগ্রেডের সুবিধা বারবার দেওয়া হবে না৷ অর্থাৎ, বছরে একবার মাত্র আপনার টাকা আপগ্রেড বা ডাউনগ্রেড করার সুযোগ পাবেন৷ এই যোজনায় যারা সাবস্ক্রাইব করেছেন তারা PRAN কার্ডের কপি eNPS পোর্টাল থেকে পেতে পারেন৷ অটল পেনশন যোজনা (Atal Pension Yojana) ট্রান্সাকশন ওয়েবসাইটে সাবস্ক্রাইব সম্পর্ক তথ্য পাওয়া যাবে৷ এছাড়া, https://npscra.nsdl.co.in/ এই সাইটে গিয়ে অটল পেনশন যোজনা সাবস্ক্রাইবার APY সেকশনের ভিত্তিতে ePRAN ডাউনলোড করতে পারবেন৷ অ্যাকাউন্ট হোল্ডার-এর মৃত্যু হলে তার স্বামী বা স্ত্রী সেই অ্যাকাউন্টকে সক্রিয় রাখতে পারেন৷
উল্লেখ্য, ২০১৫ সালের ৯ মে এই যোজনার সূচণা হয়েছিল৷ এতে ৬০ বছর বয়সের পর ১ হাজার থেকে ৫ হাজার টাকা পেনশনের ব্যবস্থা রয়েছে৷ পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির মাধ্যমে এটি পরিচালিত হয়৷ এই যোজনায় এতোদিনে প্রায় ২.২৩কোটি পুরুষ-মহিলা এর সঙ্গে যুক্ত হয়েছেন৷ গত বছর যুক্ত হয়েছিলেন ৭০লক্ষ মানুষ৷ এর বিশেষত্ব হল ১৮-৪০ বছর বয়স পর্যন্ত এই যোজনায় যুক্ত হওয়ার সুযোগ থাকে৷ যারা ইনকাম ট্যাক্স-এর আওতার বাইরে তাদের এই যোজনায় লাভ হয়৷
এই যোজনার (Atal Pension Yojana) সুবিধা পেতে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আধার কার্ড এবং অ্যাক্টিভ মোবাইল নম্বর থাকতে হবে৷ মাসিক, ত্রৈমাসিক, ষাণ্মাসিক, এই তিনটি ভাগের সুবিধা রয়েছে৷ নির্দিষ্ট সময়ে প্রকল্পের টাকা জমা দিতে হবে৷
অনলাইনে আবেদন (Online Application) -
অনলাইনেও আবেদনের সুযোগ রয়েছে৷ উদাহরণস্বরূপ বলা যেতে পারে, কারও কাছে এসবিআই-এর নেট ব্যাঙ্কিং-এর সুবিধা থাকলে তাকে প্রথমে এসবিআই-এ লগ ইন করতে হবে, এরপর ই-সার্ভিস লিঙ্কে ক্লিক করতে হবে৷ এরপর এপিওয়াই-এর অপশন দেখতে পেলে সেখানে ক্লিক করতে হবে৷ এরপর প্রয়োজনীয় তথ্য সেখানে আপনাকে দিতে হবে৷ এরপর বয়স অনুযায়ী আপনার মান্থলি কন্ট্রিবিউশন স্থির করা হবে৷ বিবাহিত হলে, সাবস্ক্রাইবারের নমিনি হবেন তাঁর স্ত্রী বা স্বামী৷ অবিবাহিত হলে নমিনির পরিচয় উল্লেখ করে দিতে হবে৷
৬০ বছর বয়সে পৌঁছানোর আগে কি পাবেন (Before reaching the age of 60)-
৬০ বছর বয়স হওয়ার আগে এপিওয়াই স্কিমের গ্রাহকের অকাল প্রস্থান বা টার্মিনাল ডিসিস ব্যতীত প্রস্থান অনুমতিপ্রাপ্ত ছিল না। তবে নতুন নিয়ম অনুযায়ী, এখন স্বেচ্ছায় এপিওয়াই স্কিমটি প্রস্থান করতে পারবেন। এর জন্য আপনাকে ব্যাঙ্ক থেকে অ্যাকাউন্ট বন্ধের ফর্মটি নিয়ে বা অনলাইনে ডাউনলোড করে তা পূরণ করতে হবে এবং জমা দিতে হবে। এই প্রকল্পে অ্যাকাউন্ট রক্ষণাবেক্ষণের ফি প্রকৃত সুদ থেকে কেটে নেওয়ার পরে অবশিষ্ট অর্থ বিনিয়োগকারীর অ্যাকাউন্টে জমা করা হবে। এছাড়াও, যদি সরকার কোনও সহযোগিতা করে থাকে তবে বিনিয়োগের উপর অর্জিত সুদের সাথে তা ক্রেডিট হবে না।
৬০ বছর বয়সে পৌঁছানোর আগে মৃত্যু (Beneficiarie's Death before the age of 60) -
যদি বিনিয়োগকারীর ৬০ বছর বয়সে পৌঁছানোর আগে মৃত্যু হয়, তবে স্বামী / স্ত্রী অ্যাকাউন্ট চালিয়ে যেতে পারবেন এবং অ্যাকাউন্টটি পরিচালনাকারীর নামেই থাকবে এবং সুবিধাভোগীর ৬০ বছর বয়স না হওয়া পর্যন্ত অবদান রাখতে হবে। স্ত্রী বা গ্রাহক উভয়ই মারা গেলে পেনশনের অর্থ নমিনি- কে দেওয়া হবে।
আরও পড়ুন - Agriculture Govt. Schemes: জেনে নিন কৃষকদের সরকারি প্রকল্পের আবেদন পদ্ধতি
Share your comments