Kisan Credit Card – বাড়ি বসেই পেয়ে যান কিষান ক্রেডিট কার্ড, এখনই করুন আবেদন

কিষান ক্রেডিট কার্ড (Kisan Credit Card) স্কিমের লক্ষ্য কৃষকদের প্রয়োজনের ভিত্তিতে সময়মতো লোণ সহায়তা প্রদান করা। চাষী এবং কৃষকরা কিষাণ ক্রেডিট কার্ড স্কিমের মাধ্যমে তাদের কৃষিজাতীয় চাহিদা মেটাতে সাশ্রয়ী হারে লোণ নিতে পারবেন। এতে কৃষকদের আবেদনের পদ্ধতিটিও খুবই সহজ। কেসিসি স্কিমটির সুবিধা মৎস্য ও পশুপালন খাতেও রয়েছে।

স্বপ্নম সেন
স্বপ্নম সেন
Govt scheme - Kisan Credit Card
Kisan Credit Card (Image Credit - Google)

কিষান ক্রেডিট কার্ড (Kisan Credit Card) স্কিমের লক্ষ্য কৃষকদের প্রয়োজনের ভিত্তিতে সময়মতো লোণ সহায়তা প্রদান করা। চাষী এবং কৃষকরা কিষাণ ক্রেডিট কার্ড স্কিমের মাধ্যমে তাদের কৃষিজাতীয় চাহিদা মেটাতে সাশ্রয়ী হারে লোণ নিতে পারবেন। এতে কৃষকদের আবেদনের পদ্ধতিটিও খুবই সহজ। কেসিসি স্কিমটির সুবিধা মৎস্য ও পশুপালন খাতেও রয়েছে।

সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে যে ব্যাংকগুলি কেবলমাত্র ৩ টি নথি গ্রহণ করবে কেসিসি-র জন্য এবং কেবল তার ভিত্তিতে লোণ প্রদান করবে। কেসিসি তৈরি করতে আধার কার্ড, প্যান এবং ছবি নেওয়া হবে। এছাড়াও, একটি হলফনামা দিতে হবে যাতে উল্লেখ করা হয়েছে যে আপনি অন্য কোনও ব্যাংক থেকে লোণ নেন নি। বর্তমানে সক্রিয় কেসিসি অ্যাকাউন্ট রয়েছে প্রায় ৬.৬৭ কোটি।

কোন ব্যাংকগুলি কেসিসি প্রদান করে (Which Bank Issue KCC)?

  • কো-অপারেটিভ ব্যাংক রিজিওনাল রুরাল ব্যাংক,

  • ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া,

  • স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া,

  • ব্যাংক অফ ইন্ডিয়া এবং

  • ইন্ডাস্ট্রিয়াল ডেভলপমেন্ট ব্যাংক।

কিভাবে ফর্ম ডাউনলোড করবেন?

কেসিসি ফর্মটি ডাউনলোড করতে, অফিসিয়াল ওয়েবসাইট https://pmkisan.gov.in/ -এ লগ ইন করুন। ওয়েবসাইটে লগ ইন করার পর ফার্মারস্ কর্নার থেকে ডাউনলোড কিষাণ ক্রেডিট কার্ড (Download KCC Form) এর বিকল্প চয়ন করুন। এখান থেকে ফর্মটি মুদ্রণ করুন এবং এটি পূরণ করুন। এরপর নিকটস্থ ব্যাঙ্কে গিয়ে তা জমা দিন। সরকার কার্ডের মেয়াদ পাঁচ বছর পর্যন্ত ধার্য করে।

৭ শতাংশ সুদের হারে লোণ (Interest Rate) -

কেসিসি থেকে কৃষকদের তিন লক্ষ টাকা পর্যন্ত লোণ দেওয়া হয়। লোণের সুদের হার ৯ শতাংশ হলেও কেসিসিতে সরকার দুই শতাংশ ভর্তুকি দেয়। এইভাবে, কৃষক কেসিসিতে ৭ শতাংশ হারে লোণ পেয়ে থাকেন।

এক্ষেত্রে কৃষকরা সময়ের আগে লোণ পরিশোধ করে দিলে তারা সুদের উপর আরও তিন শতাংশ পর্যন্ত ছাড় পাবে। অর্থাত্ মোট সুদের পরিমাণ ৪ শতাংশ হবে।

সরকার দ্বারা কেসিসি-তে প্রযোজ্য সুবিধা (Benefit of KCC) -

কৃষকদের স্বল্প সুদে লোণ প্রদানের জন্য কিষাণ ক্রেডিট কার্ড যোজনা প্রচলন করা হয়েছিল। তবে এখনও প্রায় ৪২ শতাংশ কৃষক এই প্রকল্পে যোগদান করেননি। সম্প্রতি, কেন্দ্রীয় সরকার বেশ কিছু সুবিধা এতে যোগ করেছে।

কিষাণ ক্রেডিট কার্ড প্রকল্পটি এখন গবাদি পশুপালন যারা করেন, সেই সকল কৃষক এবং মৎস্যপালন করেন এমন কৃষকদেরও বিনামূল্যে লোণ সরবরাহ করবে। এই কিষাণ ক্রেডিট কার্ড যোজনার আওতায় দেশের প্রায় ১৪ কোটি কৃষককে ইনসিওরেন্স গ্যারান্টি লোণ দেওয়া হবে। এক্ষেত্রে কৃষকরা সময়ের আগে লোণ পরিশোধ করে দিলে তারা সুদের উপর আরও তিন শতাংশ পর্যন্ত ছাড় পাবে। অর্থাত্ মোট সুদের পরিমাণ ৪ শতাংশ হবে।

আরও পড়ুন - PM KISAN 9th Installment - আগস্টের শুরুতেই কৃষকদের অ্যাকাউন্টে এল পিএম কিষানের নবম কিস্তি

কিষাণ ক্রেডিট কার্ড প্রকল্পটি এখন গবাদি পশুপালন যারা করেন, সেই সকল কৃষক এবং মৎস্যপালন করেন এমন কৃষকদেরও বিনামূল্যে লোণ সরবরাহ করবে। এই কিষাণ ক্রেডিট কার্ড যোজনার আওতায় দেশের প্রায় ১৪ কোটি কৃষককে ইনসিওরেন্স গ্যারান্টি লোণ দেওয়া হবে।

এক্ষেত্রে কৃষকরা সময়ের আগে লোণ পরিশোধ করে দিলে তারা সুদের উপর আরও তিন শতাংশ পর্যন্ত ছাড় পাবে। অর্থাত্ মোট সুদের পরিমাণ ৪ শতাংশ হবে।

আরও পড়ুন - Ration Aadhar Link - এখন আপনি বাড়ি বসেই রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করুতে পারবেন, এখনই আবেদন করতে ক্লিক করুন

Published On: 04 August 2021, 07:48 PM English Summary: KCC Now farmers can Get Kisan Credit Card at home, apply now

Like this article?

Hey! I am স্বপ্নম সেন . Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters