আপনার কি জনধন অ্যাকাউন্টের (Pradhan Mantri Jan-Dhan yojana) সঙ্গে আধার লিংক আছে? না থাকলে হতে পারে লক্ষ লক্ষ টাকার লোকসান | জনধন অ্যাকাউন্টের (Jan Dhan Bank Account) সঙ্গে (Link Aadhar with Jan Dhan) আধার লিঙ্ক না করা থাকলে সমস্যায় পড়তে হবে গ্রাহকদের ৷ কেন্দ্রের তরফে জানানো হয়েছে, আধার লিঙ্ক করানো না থাকলে সমস্ত সুবিধা আটকে দেওয়া হবে ৷ জনধন অ্যাকাউন্ট একটি জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট ৷ এছাড়া এই অ্যাকাউন্টে ওভারড্রাফ্ট ও রুপে কার্ড-সহ একাধিক সুবিধা পাওয়া যায় ৷
সরকারের তরফে শুরু করা এই অ্যাকাউন্টে গ্রাহকদের একাধিক সুবিধা দেওয়া হয়ে থাকে ৷ জনধন অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক না (Aadhaar card with PMJDY) থাকলে কী কী সমস্যায় পড়তে হতে পারে , দেখে নিন একনজরে |
কি সমস্যা হচ্ছে?
লিঙ্ক না হওয়ায় ১.৩০ লক্ষ টাকার লোকসান হবে- এই অ্যাকাউন্টের গ্রাহকদের রুপে কার্ড দেওয়া হয়ে থাকে ৷ এই কার্ডে ১ লক্ষ টাকা অ্যাক্সিডেন্ট ইনস্যুরেন্স পাওয়া যায় ৷ আধারের সঙ্গে অ্যাকাউন্ট লিঙ্ক না করানো থাকলে এই সুবিধা মিলবে না ৷ এর জেরে ১ লক্ষ টাকা লোকসান হবে আপনার ৷ এছাড়া এই অ্যাকাউন্টে আপনি ৩০,০০০ টাকার অ্যাক্সিডেন্টাল ডেথ ইনস্যুরেন্স কভার পাওয়া যায় ৷ তবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক থাকলে তবেই এই সুবিধা মিলবে ৷
আরও পড়ুন -Periwinkle Flower Farming: জুলাই মাসে রোপণ করুন নয়নতারা ফুল
কীভাবে জনধন অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করবেন(How to link aadhaar with account)?
১. ব্যাঙ্কে গিয়ে(Bank):
ব্যাঙ্কে গিয়ে অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করতে পারবেন| ব্যাঙ্কে গিয়ে আপনাকে আধার কার্ডের ফটো কপি ও পাসবুক নিয়ে যেতে হবে |
২. SMS এর মাধ্যমে:
একাধিক ব্যাঙ্ক মেসেজের মাধ্যমে অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করতে পারবেন | SBI এর গ্রাহকরা নিজের রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে মেসেজ বক্সে গিয়ে UID<SPACE>আধার নম্বর<SPACE>অ্যাকাউন্ট নম্বর লিখে 567676 নম্বরে মেসেজ পাঠিয়ে লিঙ্ক করতে পারবেন
৩. এটিএম-এর মাধ্যমে (ATM):
নিকটবর্তী এটিএম থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করতে পারবেন ৷ তবে খেয়াল রাখতে হবে যে আধার কার্ডে বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আলাদা মোবাইল নম্বর থাকলে লিঙ্ক করা সম্ভব হবে না ৷
প্ৰয়োজনে, আপনি আপনার নিকটবর্তী ব্যাঙ্ক-এ যোগাযোগ করতে পারেন | যেখানে আপনার জনধন একাউন্ট রয়েছে |
কি কি নথি বা ডকুমেন্ট লাগবে(Important Documents):
আপনার জনধন অ্যাকাউন্টের সঙ্গে আধার লিংক করাতে কয়েকটি ডকুমেন্টস লাগবে,
১) আধার কার্ড / আধার নাম্বার
২) এটিএম কার্ড
৩) ব্যাঙ্ক পাসবই
৪) মোবাইল নাম্বার (যে নাম্বারটি আপনার আধার কার্ড-এ আছে)
আরও পড়ুন -Cardamom Cultivation: জেনে নিন এলাচ চাষের দুর্দান্ত কৌশল
Share your comments