PMJDY Account: জনধন অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক না থাকলে হবে লোকসান

আপনার কি জনধন অ্যাকাউন্টের (Pradhan Mantri Jan-Dhan yojana) সঙ্গে আধার লিংক আছে? না থাকলে হতে পারে লক্ষ লক্ষ টাকার লোকসান | জনধন অ্যাকাউন্টের (Jan Dhan Bank Account) সঙ্গে (Link Aadhar with Jan Dhan) আধার লিঙ্ক না করা থাকলে সমস্যায় পড়তে হবে গ্রাহকদের ৷

রায়না ঘোষ
রায়না ঘোষ
Aadhaar link with PM Jan-dhan account
Aadhaar link with jan-dhan account (image credit- Google)

আপনার কি জনধন অ্যাকাউন্টের (Pradhan Mantri Jan-Dhan yojana) সঙ্গে আধার লিংক আছে? না থাকলে হতে পারে লক্ষ লক্ষ টাকার লোকসান | জনধন অ্যাকাউন্টের (Jan Dhan Bank Account) সঙ্গে (Link Aadhar with Jan Dhan) আধার লিঙ্ক না করা থাকলে সমস্যায় পড়তে হবে গ্রাহকদের ৷ কেন্দ্রের তরফে জানানো হয়েছে, আধার লিঙ্ক করানো না থাকলে সমস্ত সুবিধা আটকে দেওয়া হবে ৷ জনধন অ্যাকাউন্ট একটি জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট ৷ এছাড়া এই অ্যাকাউন্টে ওভারড্রাফ্ট ও রুপে কার্ড-সহ একাধিক সুবিধা পাওয়া যায় ৷

সরকারের তরফে শুরু করা এই অ্যাকাউন্টে গ্রাহকদের একাধিক সুবিধা দেওয়া হয়ে থাকে ৷ জনধন অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক না (Aadhaar card with PMJDY) থাকলে কী কী সমস্যায় পড়তে হতে পারে , দেখে নিন একনজরে |

কি সমস্যা হচ্ছে?

লিঙ্ক না হওয়ায় ১.৩০ লক্ষ টাকার লোকসান হবে- এই অ্যাকাউন্টের গ্রাহকদের রুপে কার্ড দেওয়া হয়ে থাকে ৷ এই কার্ডে ১ লক্ষ টাকা অ্যাক্সিডেন্ট ইনস্যুরেন্স পাওয়া যায় ৷ আধারের সঙ্গে অ্যাকাউন্ট লিঙ্ক না করানো থাকলে এই সুবিধা মিলবে না ৷ এর জেরে ১ লক্ষ টাকা লোকসান হবে আপনার ৷ এছাড়া এই অ্যাকাউন্টে আপনি ৩০,০০০ টাকার অ্যাক্সিডেন্টাল ডেথ ইনস্যুরেন্স কভার পাওয়া যায় ৷ তবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক থাকলে তবেই এই সুবিধা মিলবে ৷

আরও পড়ুন -Periwinkle Flower Farming: জুলাই মাসে রোপণ করুন নয়নতারা ফুল

কীভাবে জনধন অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করবেন(How to link aadhaar with account)?

১. ব্যাঙ্কে গিয়ে(Bank):

 ব্যাঙ্কে গিয়ে অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করতে পারবেন| ব্যাঙ্কে গিয়ে আপনাকে আধার কার্ডের ফটো কপি ও পাসবুক নিয়ে যেতে হবে |

২. SMS এর মাধ্যমে:

একাধিক ব্যাঙ্ক মেসেজের মাধ্যমে অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করতে পারবেন | SBI এর গ্রাহকরা নিজের রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে মেসেজ বক্সে গিয়ে UID<SPACE>আধার নম্বর<SPACE>অ্যাকাউন্ট নম্বর লিখে 567676 নম্বরে মেসেজ পাঠিয়ে লিঙ্ক করতে পারবেন

৩. এটিএম-এর মাধ্যমে (ATM):

নিকটবর্তী এটিএম থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করতে পারবেন ৷ তবে খেয়াল রাখতে হবে যে আধার কার্ডে বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আলাদা মোবাইল নম্বর থাকলে লিঙ্ক করা সম্ভব হবে না ৷

প্ৰয়োজনে, আপনি আপনার নিকটবর্তী ব্যাঙ্ক-এ যোগাযোগ করতে পারেন | যেখানে আপনার জনধন একাউন্ট রয়েছে |

কি কি নথি বা ডকুমেন্ট লাগবে(Important Documents):

আপনার জনধন অ্যাকাউন্টের সঙ্গে আধার লিংক করাতে কয়েকটি ডকুমেন্টস লাগবে,

১) আধার কার্ড / আধার নাম্বার

২) এটিএম কার্ড

৩) ব্যাঙ্ক পাসবই

৪) মোবাইল নাম্বার (যে নাম্বারটি আপনার আধার কার্ড-এ আছে)

আরও পড়ুন -Cardamom Cultivation: জেনে নিন এলাচ চাষের দুর্দান্ত কৌশল

Published On: 17 July 2021, 04:32 PM English Summary: PMJDY Account: If there is no Aadhaar link with Jan-dhan account, there will be loss

Like this article?

Hey! I am রায়না ঘোষ . Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters