Utsosri Prokolpo Application Procedure: দেখে নিন উৎসশ্রী প্রকল্পের আবেদনের নিয়ম

উৎসশ্রী প্রকল্প ২০২১ (Utsoshree Scheme in Bengali) হল সরকার পোষিত ও সাহায্যপ্রাপ্ত প্রাথমিক (Primary) / উচ্চ-প্রাথমিক (Upper Primary / মাধ্যমিক (Secondary) / উচ্চ-মাধ্যমিক (Higher Secondary) বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের সাধারণ বদলির (General Transfer) জন্য পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রকল্প।

রায়না ঘোষ
রায়না ঘোষ
Utsosri Prokolpo Scheme
Utsosri prokolpo scheme (image credit- Google)

উৎসশ্রী প্রকল্প ২০২১  হল সরকার পোষিত ও সাহায্যপ্রাপ্ত প্রাথমিক (Primary) / উচ্চ-প্রাথমিক (Upper Primary /  মাধ্যমিক (Secondary) / উচ্চ-মাধ্যমিক (Higher Secondary) বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের সাধারণ বদলির (General Transfer) জন্য পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রকল্প।

এই প্রকল্প বা উৎসশ্রী পোর্টালের মাধ্যমে শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা নিজেরা কিছু শর্ত সাপেক্ষে অনলাইনে বদলির জন্য আবেদন করতে পারবেন। এই আবেদন উৎসশ্রী পোর্টালের মাধ্যমে হবে, যা দেখাশোনা করে বিদ্যালয় শিক্ষা দপ্তর (School Education Department) |

কোন কোন ক্ষেত্রে উৎসশ্রী প্রকল্প –এর মাধ্যমে  বদলির জন্য আবেদন করা যাবে?

১) নিজের বা পরিবারে অন্য সদস্যের (যেমন – পুত্র, কন্যা বা স্ত্রী) কোনো ঘোরতর অসুখ, হৃৎপিন্ডের রোগ, থ্যালাসেমিয়া, অঙ্গ প্রতিস্থাপন ইত্যাদি হলে।

২) ৪০% বা তারও বেশি PH ক্যাটাগরি (Physical Handicapped) অর্থাৎ প্রতিবন্ধী বিভাগে থাকলে |

৩) শিক্ষিকাদের ক্ষেত্রে ১০ বছরের কম বয়সি বাচ্চা বা ডিভোর্স বা স্বামী মারা যাওয়ার কারণে বিদ্যালয়ে যোগ দিতে অসুবিধা |

৪) নিজের জেলাতে বদলিতে ইচ্ছুক ৫৭ বছর বা তারও বেশি বয়স্ক শিক্ষক/শিক্ষিকা/শিক্ষাকর্মী

আরও পড়ুন -Lakshmi Bhandar Application Form: লক্ষীর ভান্ডার ফর্ম পাননি? ডাউনলোড করতে পড়ুন নিবন্ধটি

৫) অন্যান্য উপযুক্ত কারণ |

আবেদন করার যোগ্যতা (Criteria):

১) আবেদনকারির চাকুরি নিশ্চিত হতে হবে।

২) শিক্ষক-শিক্ষিকা বা শিক্ষাকর্মীকে বর্তমান বিদ্যালয়ের বর্তমান পোস্টে অন্ততপক্ষে ৫ বছর চাকরি করতে হবে।

৩) প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে বর্তমান বিদ্যালয়ের সার্কেলের মধ্যে এবং সেকেন্ডারি সেকশানের ক্ষেত্রে বর্তমান বিদ্যালয়ের ২৫ কিলোমিটারের মধ্যে আবেদন করা যাবে না।

৪) শেষ ট্রান্সফারের ৫ বছরের মধ্যে আবেদন করা যাবে না।

৫) বদলির অর্ডার প্রত্যাখ্যান করেছেন শিক্ষক-শিক্ষিকা বা শিক্ষাকর্মীরা অর্ডার প্রত্যাখ্যানের তারিখ থেকে  ৭ বছরের মধ্যে আবেদন করতে পারবে না।

৬) বয়স ৫৯ বছরের কম হতে হবে। বয়স ৫৯ বছরের বেশি হলে আবেদন করা যাবে না।

7) কোনো সাসপেনশান বা ডিসিপ্লিনারি প্রসিডিং বা জুডিশিয়াল প্রসিডিং বা ফিনানশিয়াল ইরেগুলারিটি থাকলেও উৎসশ্রী প্রকল্পে আবেদনের অযোগ্য।

৮) বিদ্যালয়ের প্রধান শিক্ষক/শিক্ষিকা (HM) শুধুমাত্র প্রধান শিক্ষক/শিক্ষিকা (HM) পোস্টের জন্য এবং সহকারি প্রধান শিক্ষক/শিক্ষিকা (AHM) ও টিচার-ইন-চার্জ (TIC) শুধুমাত্র অ্যাসিস্টেন্ট টিচার (AT) পোস্টের জন্য সাধারণ বদলির আবেদন করতে পারবে।

প্রয়োজনীয় নথিপত্র(Important documents):

১) বদলির জন্য আবেদনের কারণের প্রমাণপত্র।

২) অসুস্থতার কারণ সম্বন্ধীয় সার্টিফিকেট 

৩) প্রতিবন্ধী  সার্টিফিকেট

৪) ছেলেমেয়ের জন্ম সার্টিফিকেট (মহিলাদের ক্ষেত্রে যদি প্রযোজ্য হয়)

৫) দূরত্বের সার্টিফিকেট

৬) স্থায়ী ঠিকানা ও কর্মরত বিদ্যালয়ের মধ্যবর্তী দূরত্বের।

৭) স্বামী-স্ত্রীর কর্মস্থলের মধ্যবর্তী দূরত্বের, যদি প্রযোজ্য হয়।

৮) পূর্ববর্তী ট্রান্সফার সার্টিফিকেট, যদি থাকে।

৯) প্রতিটি নথি jpeg / pdf ফর্মাটে এবং সাইজ ২০০ KB এর মধ্যে হতে হবে।

কিভাবে আবেদন করবেন(How to apply)?

পশ্চিমবঙ্গ সরকার উৎসশ্রী অনলাইন পোর্টাল চালু করেছেন। শিক্ষক/শিক্ষিকারা এই পোর্টালটিতে login করে বদলির জন্য আবেদন করতে পারবেন। পোর্টাল টি হলো, https://banglarshiksha.gov.in/utsashree/

আরও পড়ুন - Aparajita flower farming: শিখে নিন বাড়িতেই অপরাজিতা ফুলের চাষ ও পরিচর্যা

Published On: 28 August 2021, 01:12 PM English Summary: Utsosri Prokolpo Application Procedure: Take a look at the application rules for the Utsosri prokolpo

Like this article?

Hey! I am রায়না ঘোষ . Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters