
দিন দিন বেড়েই চলেছে দূষণ। ক্রমবর্ধমান দূষণ আর রোজের কর্মব্যস্ততার মধ্যে ভুলভাল খাওয়া দাওয়া - যার ফলে ত্বকের নানান সমস্যা তো লেগেই রয়েছে। স্কিনে র্যাশ, ব্রণ, গাঢ় দাগ এবং ব্ল্যাকহেডের সমস্যা তো বেশ সাধারণ।
স্কিনে সমস্যা সাধারণ হলেও এই সমস্যাগুলি থেকে রেহাই পেতে সবাই চায়। আর এর জন্য ৮ থেকে ৯ ঘন্টার ভাল ঘুম, প্রচুর জল পান করা এবং আপনার দৈনন্দিন জীবনে সুস্থ খাবার খাওয়া- এসবই হচ্ছে মূল পন্থা। কিন্তু এটুকুই যথেষ্ট নয়।
কখনও কখনও কিছু অন্য সমাধানের পথও তৈরি রাখতেই হয়। স্যান্ডালউড বা চন্দনকাঠ এমনই এক আয়ুর্বেদিক প্রাকৃতিক উপাদান যা আপনার ত্বকের যত্ন নেয়। সাধারণত পাউডার হিসাবেই পাওয়া যায় এই সুগন্ধী উপাদানটি। চন্দন কাঠের তেল চামড়ার বিভিন্ন রোগের চিকিৎসার জন্য দারুণ কাজে দেয়।
জেনে নিন চন্দনের নানান উপকার (Sandalwood Skin Care) :
-
ট্যান কমাতে সাহায্য করে
-
সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে ত্বককে বাঁচাতে চন্দন তেল খুবই উপকারী।
প্রদাহ কমায় -
ব্রণ বা প্রদাহজনিত বৈশিষ্ট্য বা সূর্যের তাপে সৃষ্ট কোনও ধরনের প্রদাহ কমাতে সাহায্য করে। চন্দন কাঠের তেল পোকামাকড়ের কামড় বা অন্য কোনো ত্বকের সমস্যা থেকে বাঁচতে ব্যবহার করা যেতে পারে।
ত্বকের অ্যালার্জি কমায় -
চন্দন কাঠ স্কিন প্রোটিনের মাত্রা বাড়ায় যার ফলে ত্বকের যে কোনও অ্যালার্জি থেকেও রক্ষা করে। এটি আপনার ত্বকের নরম টিস্যুতে সংকোচনের সৃষ্টি করে এবং আপনার ত্বকের ছিদ্রকে শক্ত করে তোলে। এ কারণেই অনেকেই ফেসপ্যাকগুলিতে বা টোনারগুলিতে চন্দন কাঠ ব্যবহার করেন।
অ্যান্টিসেপটিক হিসাবে ব্যবহৃত -
স্যান্ডালউডে আছে অ্যান্টিসেপটিক উপাদান, যা ব্রণ দাগ ইত্যাদি কমায়। ধুলো এবং ময়লা থেকে আপনার ত্বকে যে ব্যাকটেরিয়া বৃদ্ধি পায়, মুখে দুধের সাথে চন্দন গুঁড়ো মিশিয়ে প্রয়োগ করলে সত্যিই উপকার পেতে পারেন।
স্যান্ডালউড ফেস প্যাক বাড়িতেই বানান -
ব্রণ এবং ব্ল্যাকহেড অপসারণের জন্য -
এক টেবিল চামচ চন্দন তেলে এক চিমটি হলুদ এবং কর্পূর মেশান। এই প্যাক সারা মুখে লাগান। ব্রণ, দাগ এবং ব্ল্যাকহেডস থেকে মুক্তি পেতে সারারাত রেখে দিন মুখে। এছাড়া, ১ টেবিল চামচ চন্দনগুঁড়ো, ১ চা চামচ নারকেল তেল এবং সামান্য লেবুর রস মিশিয়ে মুখে প্রয়োগ করতে পারেন, আধ ঘন্টা পর হালকা গরম জলে ধুয়ে নেবেন।
ত্বক নরম করার জন্য -
আপনার মুখে চন্দন কাঠের তেল দিয়ে আলতো করে ম্যাসাজ করুন। সারারাত রেখে দিয়ে সকালে হালকা গরম জলে ধুয়ে নিন।
রোদে পোড়া চামড়ার জন্য -
এক টেবিল চামচ শশার রস, এক টেবিল চামচ দই, এক চা চামচ মধু, আর সামান্য লেবুর রসে এক টেবিল চামচ চন্দনগুঁড়ো মিশিয়ে ফেস মাস্ক হিসেবে লাগান। প্রায় ১৫ মিনিট রেখে দিন। সূর্যের ট্যান কমাতে সাহায্য করতে এটি।
কালো ছোপ অপসারণ -
১ টেবিল চামচ চন্দন গুঁড়োর সাথে নারকেল তেল মেশান এবং আপনার সারা মুখে এটি ম্যাসাজ করুন। সারা রাত রেখে দিন। নিয়মিত ব্যবহারের সাথে সাথেই গাঢ় দাগগুলো কমে যাবে।
আরও পড়ুন - Hair Care - জেনে নিন এই বর্ষায় চুলের স্বাস্থ্য রক্ষায় কিভাবে কলার প্যাক ব্যবহার করবেন
তৈলাক্ত ত্বকের জন্য -
কয়েক ফোঁটা গোলাপ জলে চন্দনগুঁড়ো মিশিয়ে সারা মুখে লাগান। আধঘণ্টা রেখে ঠাণ্ডা জলে ধুয়ে নিন। চন্দনগুড়ো আপনার সৌন্দর্য এবং সুন্দর, পরিষ্কার ত্বকের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য উপাদান।
আরও পড়ুন - Monsoon Veg and Fruits: বর্ষায় রোগ-প্রতিরোধ বাড়াতে খান এই কয়েকটি সবজি ও ফল
Share your comments