Naboborsho 2023: নববর্ষে সদর দরজায় অবশ্যই লাগান পাতার তোরণ! জেনে নিন এর সুপ্রভাব

সপ্তাহ ঘুরলেই আসতে চলেছে নতুন বছর। যতই চাকচিক্য ভরা নিউ ইয়ার পালিত হোক না কেন নববর্ষ নিয়ে বাঙালির মনে রয়েছে আলাদায় আবেগ।

Rupali Das
Rupali Das
Naboborsho 2023: নববর্ষে সদর দরজায় অবশ্যই লাগান পাতার তোরণ! জেনে নিন এর সুপ্রভাব

সপ্তাহ ঘুরলেই আসতে চলেছে নতুন বছর। যতই চাকচিক্য ভরা নিউ ইয়ার পালিত হোক না কেন নববর্ষ নিয়ে বাঙালির মনে রয়েছে আলাদায় আবেগ। তাই বৈশাখ মাস এলেই বাঙালিদের মনে সাড়া দিয়ে ওঠে “এসো হে বৈশাখ এসো এসো”। নববর্ষ মানেই নতুন নতুন ক্যালেন্ডার, বাড়িতে ফ্রিজ ভর্তি মিষ্টির প্যাকেট আর নতুন জামা। ১৪৩০ কে বরণ করে নিতে প্রস্তুত আপামর বাঙালি।

এই নববর্ষে বাঙালির প্রত্যেক ঘরেই পূজিত হবেন  লক্ষ্মী ও গণেশ। বছরের শুরু থেকে সুখ, সমৃদ্ধি এবং শান্তি বজায় রাখতে এই পুজোর সঙ্গে সঙ্গে বেশ কিছু জিনিসে খেয়াল রাখুন। বাস্তু মতে ঘরের পরিবেশ ঠিক রাখতে আম পাতার তোরণ এর বিশেষ ভুমিকা থাকে। তাই নববর্ষের দিন সদর দরজা অবশ্যই আম পাতার তোরণ দিয়ে সাজান।

আরও পড়ুনঃ  Red Sandalwood: জঙ্গলমহলে এবার লাল চন্দন চাষ! বন দফতরের প্রস্তুতি তুঙ্গে

কথিত আছে আম পাতায় দেবী লক্ষ্মীর বাস। বছরের প্রথম দিন ঘরে লক্ষ্মী প্রবেশ অন্ত্যন্ত জরুরি। তাই সদর দরজায় এর সাহায্যেই ঘরে লক্ষ্মীর প্রবেশ ঘটে। আম পাতার রঙ সবুজ। আর এই প্রকৃতির সবুজ রঙ সকলের মনে অনেকটা পজেটিভ শক্তির সঞ্চার করে। তাই পুরনো সকল নেগেটিভ শক্তিকে ভুলে গিয়ে পজেটিভ শক্তির সঙ্গে নতুন বছর এবং নতুন দিন শুরু করুন।

আরও পড়ুনঃ  Heat Wave Alert শুরু গরমের ইনিংস! বইবে তাপপ্রবাহ, সতর্কতা জারি হাওয়া অফিসের

আম পাতায় হাওয়া লেগে যে হাওয়া ঘরে প্রবেশ করে তাতে সংসারে সমৃদ্ধি আসে। পাশাপাশি এই পাতা হনুমানজির খুব প্রিয়। আর বজরংবলি হলেন সংকট মোচনের দেবতা। তাই আম পাতা সদর দরজায় রাখলে এটি আপনার সংসারে সংকট মোচন করে। তবে এই সমস্ত তথ্য কৃষি জাগরণ যাচাই করেনি।

Published On: 10 April 2023, 01:35 PM English Summary: Naboborsho 2023: Must put leaf arches on the front door in the New Year! Know its benefits

Like this article?

Hey! I am Rupali Das. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters