পশুখাদ্যের জন্য সারা বছরই আপনাকে অনেক সমস্যায় পড়তে হয়৷ এই খাবারের জোগান দেওয়া সবসময় সহজ হয় না৷ বিশেষ করে সারা বছরের জন্য সবুজ চারার উৎপাদন একটি কঠিন বিষয় হয়ে দেখা দেয়৷ এমতাবস্থায় গিনি ঘাসের চাষ হতে পারে লাভজনক৷ বর্ষায় (Monsoon 2020) এই চারা রোপন পশুপালকদের জন্য হিতকর হতে পারে৷ এবং এর চাহিদাও প্রচুর৷
গিনি ঘাসে (Gini Grass) বৃদ্ধি পায় পশুদের দুগ্ধ উৎপাদনের ক্ষমতা- গিনি ঘাসের চাষে বিশেষ পরিশ্রম করতে হয় না৷ এটি সহজে বাড়তে থাকে৷ প্রায় সব ধরণের মাটিতেই এর চাষ সম্ভব৷ আর এর পুষ্টিগুনও প্রচুর, যার কারণে পশুদের দুধ উৎপাদনের ক্ষমতা অনেকগুন বৃদ্ধি পায় এই গিনি ঘাস খেলে৷ ছায়া ঘেরা স্থানেও এর চাষ সম্ভব৷
নার্সারি তৈরি- গিনি ঘাসের (Gini Grass) শিকড় রোপন করে এর চাষাবাদ হয়ে থাকে৷ একটি লাইন থেকে অন্য লাইনের দূরত্ব এবং গাছগুলির মধ্যে সমান দূরত্ব রাখতে হয়৷ আর এতে গোবর -এর কম্পোস্ট সার মিশিয়ে দেওয়া যেতে পারে৷
রোপনের সময়- বছরের যে কোনও গিনি ঘাস চাষ করতে পারেন, কিন্তু শীতকাল এর জন্য একেবারে উপযুক্ত নয়, অন্যদিকে বর্ষাকালে এই ঘাসের চাষ সবথেকে ভালো হয়৷
সেচ- এর শিকড় রোপনের পরে পরেই প্রথমবারের জন্য সেচ করে নিতে হয়৷ বৃষ্টি না হলে দ্বিতীয় সপ্তাহতেই সেচ করতে হবে আপনাকে৷ আর সেই সঙ্গে লক্ষ্য রাখতে হবে যেন কোনওমতেই আগাছা না জন্মায়৷ আগাছা দেখামাত্রই তা তুলে ফেলার ব্যবস্থা করতে হবে৷
ফসল কাটা- এই গিনি ঘাসের (Gini Grass) শিকড় রোপনের ২-৩ মাস পরে এটি কাটার জন্য উপযুক্ত হয়ে যায়৷ ৩০-৪৫ দিন অন্তর অন্তর এই গিনি ঘাস সংগ্রহ করা যেতে পারে৷ এই ঘাস পাঁচ ফুট হওয়ার পর ১৫ সেন্টিমিটার ওপর থেকে এটি কাটতে হবে৷
আরও পড়ুন- বাড়িতে টবেই চাষ করে ফেলুন ঔষধি গুনে সমৃদ্ধ (Medicinal Plants) এই গাছগুলি
Share your comments