MFOI 2024 Road Show

এই ঘাসেই (Gini Grass in Monsoon) বৃদ্ধি পাবে পশুদের দুগ্ধ উৎপাদন, বর্ষায় চাষ করুন গিনি ঘাস

গিনি ঘাসের (Gini Grass) চাষে বিশেষ পরিশ্রম করতে হয় না৷ এটি সহজে বাড়তে থাকে৷ প্রায় সব ধরণের মাটিতেই এর চাষ সম্ভব৷

KJ Staff
KJ Staff

পশুখাদ্যের জন্য সারা বছরই আপনাকে অনেক সমস্যায় পড়তে হয়৷ এই খাবারের জোগান দেওয়া সবসময় সহজ হয় না৷ বিশেষ করে সারা বছরের জন্য সবুজ চারার উৎপাদন একটি কঠিন বিষয় হয়ে দেখা দেয়৷ এমতাবস্থায় গিনি ঘাসের চাষ হতে পারে লাভজনক৷ বর্ষায় (Monsoon 2020) এই চারা রোপন পশুপালকদের জন্য হিতকর হতে পারে৷ এবং এর চাহিদাও প্রচুর৷

গিনি ঘাসে (Gini Grass) বৃদ্ধি পায় পশুদের দুগ্ধ উৎপাদনের ক্ষমতা- গিনি ঘাসের চাষে বিশেষ পরিশ্রম করতে হয় না৷ এটি সহজে বাড়তে থাকে৷ প্রায় সব ধরণের মাটিতেই এর চাষ সম্ভব৷ আর এর পুষ্টিগুনও প্রচুর, যার কারণে পশুদের দুধ উৎপাদনের ক্ষমতা অনেকগুন বৃদ্ধি পায় এই গিনি ঘাস খেলে৷ ছায়া ঘেরা স্থানেও এর চাষ সম্ভব৷

নার্সারি তৈরি- গিনি ঘাসের (Gini Grass) শিকড় রোপন করে এর চাষাবাদ হয়ে থাকে৷ একটি লাইন থেকে অন্য লাইনের দূরত্ব এবং গাছগুলির মধ্যে সমান দূরত্ব রাখতে হয়৷ আর এতে গোবর -এর কম্পোস্ট সার মিশিয়ে দেওয়া যেতে পারে৷

রোপনের সময়- বছরের যে কোনও গিনি ঘাস চাষ করতে পারেন, কিন্তু শীতকাল এর জন্য একেবারে উপযুক্ত নয়, অন্যদিকে বর্ষাকালে এই ঘাসের চাষ সবথেকে ভালো হয়৷ 

সেচ- এর শিকড় রোপনের পরে পরেই প্রথমবারের জন্য সেচ করে নিতে হয়৷ বৃষ্টি না হলে দ্বিতীয় সপ্তাহতেই সেচ করতে হবে আপনাকে৷ আর সেই সঙ্গে লক্ষ্য রাখতে হবে যেন কোনওমতেই আগাছা না জন্মায়৷ আগাছা দেখামাত্রই তা তুলে ফেলার ব্যবস্থা করতে হবে৷

ফসল কাটা- এই গিনি ঘাসের (Gini Grass) শিকড় রোপনের ২-৩ মাস পরে এটি কাটার জন্য উপযুক্ত হয়ে যায়৷ ৩০-৪৫ দিন অন্তর অন্তর এই গিনি ঘাস সংগ্রহ করা যেতে পারে৷ এই ঘাস পাঁচ ফুট হওয়ার পর ১৫ সেন্টিমিটার ওপর থেকে এটি কাটতে হবে৷

আরও পড়ুন- বাড়িতে টবেই চাষ করে ফেলুন ঔষধি গুনে সমৃদ্ধ (Medicinal Plants) এই গাছগুলি

 

Published On: 17 June 2020, 06:48 PM English Summary: Grow gini grass in this monsoon to enchance the milk production

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters