কৃষিজাগরন ডেস্কঃ বাজারে কমলা লেবু আসতে শুরু করেছে। কিন্তু এবার কমলার দাম বেড়ে যাওয়ায় ব্যবসায়ীরা হাহাকার শুরু হয়েছে। বাজারে কমলালেবু বিক্রি হচ্ছে খুব কম দামে। কমলা উৎপাদনের দিক থেকে মহারাষ্ট্র একটি বড় রাজ্য। নাগপুরের কমলা শুধু দেশেই নয়, সারা বিশ্বে বিখ্যাত। নাগপুরের কমলা পৌঁছে যাচ্ছে মহারাষ্ট্রের মণ্ডিতে।অন্যান্য রাজ্য থেকেও কমলা আসছে। একই সঙ্গে বাজারে কমলার দামও আকাশচুম্বী হয়েছে।তবে দাম কমার সুফল পাবেন সাধারণ মানুষ।
কমলার দাম ৩৫ টাকা কেজি পর্যন্ত মহারাষ্ট্রের নাভি মুম্বাইতে একটি APMC বাজার রয়েছে। এখানে কমলা কেনা-বেচা হয় ব্যাপক হারে। নাগরপুর থেকে এখানে পৌঁছাচ্ছে কমলা। একই সঙ্গে রাজস্থান থেকেও কমলা পৌঁছাচ্ছে এই বাজারে।প্রতিদিন প্রায় ৪০ ট্রাক কমলা আসছে। নাগরপুর থেকে কমলার চাহিদা বেশি। এ কারণে ব্যবসায়ীরা এই কমলা বেশি কিনছেন। এপিএমসি বাজারে কমলার দাম কোথাও বিক্রি হচ্ছে ৩৫ টাকা, কোথাও ৪০, কোথাও ৫০ টাকা পর্যন্ত।
আরও পড়ুনঃ ঋণ নিয়ে আধুনিক কৃষিকাজ করে লাখ লাখ আয় করছেন
কমলা উৎপাদনের ক্ষেত্রে মহারাষ্ট্র দেশের মধ্যে একটি বিশেষ স্থান দখল করে আছে। এখানে ১ লাখ ২৭ হাজার হেক্টর জমিতে কমলার চাষ হয়। মহারাষ্ট্রের নাগপুর কমলার জন্য বিখ্যাত। তাই এদেরকে নাগপুরের কমলাও বলা হয়। নাগপুর অরেঞ্জ সিটি নামেও পরিচিত। এই জাতের কমলা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। অন্যদিকে কমলা উৎপাদনের কথা বললে দেশে প্রায় ৪ লাখ ২৮ হাজার হেক্টর জমিতে কমলা চাষ হয়। এ থেকে প্রায় ৫১.০১ লাখ টন কমলা পাওয়া যায়। বিশেষ বিষয় হল দেশের অন্যান্য অঞ্চলে ২০ শতাংশ কমলা হয়, যেখানে ৮০ শতাংশ উৎপাদন হয় শুধুমাত্র মহারাষ্ট্রে।
গণমাধ্যমের খবর অনুযায়ী, বিদর্ভ থেকে প্রতিদিন ২০০ ট্রাক কমলা বাংলাদেশে যেত। কিন্তু এখন তাদের সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র ২০ ট্রাকে। এখন যে ট্রাকগুলো বাকি আছে। ভারতীয় বাজারে এগুলো খাওয়া কঠিন হয়ে পড়ছে। এর পেছনে মূল কারণ বাংলাদেশের আমদানি শুল্ক বৃদ্ধি। আমদানি শুল্ক বৃদ্ধির কারণে বিদেশে বৈধরবী কমলার সরবরাহ ব্যয়বহুল হয়ে পড়েছে। বাংলাদেশ অরেঞ্জে গেলে ব্যবসায়ীরা ভালো মার্জিন পেতেন। এখন সে তেমন নেই।
আরও পড়ুনঃ জারবেরা ফুল চাষ করে ধনী হবেন কৃষকরা
নাগপুরের কমলা বর্তমানে বাজারে বিরাজ করছে। কিন্তু অসাবধানতা শুরু হয়েছে ছোট কমলাদের। বাজারে ছোট কমলার কোনো ক্রেতা নেই। রাখা কমলা পচে যাচ্ছে। ক্রমবর্ধমান পচন দেখে ব্যবসায়ী ও কৃষকরা রাস্তায় ফেলে দিতে শুরু করেছেন।
Share your comments