IPM – ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট কীভাবে করবেন, জেনে নিন কম খরচে পরিবেশ বান্ধব কৃষি ব্যবস্থাপনা

কৃষিকাজে সাফল্যের চাবিকাঠি হল প্রথাগত ফসল ও সবজি চাষে মরশুম ভিত্তিক পরিচর্যা। এর ফলস্বরূপ ফসলের সমসাময়িক দেখভালের সময় বাঁচে আর শ্রম খরচেও সাশ্রয় হয়। তবে তেমন সুবিধা থাকা সত্তেও পশ্চিমবঙ্গের অধিকাংশ কৃষকের ক্ষেতে আশানুরূপ ফলন ওঠে না। ফসল ক্ষতিগ্রস্ত হলে কৃষকের ক্ষতি।

স্বপ্নম সেন
স্বপ্নম সেন
Integrated Pest Management
Fertilizer Application (Image Credit - Google)

কৃষিকাজে সাফল্যের চাবিকাঠি হল প্রথাগত ফসল ও সবজি চাষে (Climate based crop) মরশুম ভিত্তিক পরিচর্যা। এর ফলস্বরূপ ফসলের সমসাময়িক দেখভালের সময় বাঁচে আর শ্রম খরচেও সাশ্রয় হয়। তবে তেমন সুবিধা থাকা সত্তেও পশ্চিমবঙ্গের অধিকাংশ কৃষকের ক্ষেতে আশানুরূপ ফলন ওঠে না। ফসল ক্ষতিগ্রস্ত হলে কৃষকের ক্ষতি। সকল কৃষকেরই চাওয়া তাদের ফসলের ফলন যেন ভালো হয় এবং তা যেন উচ্চ গুনমানের হয়। তবে তিনি তা বিক্রি করে বেশী অর্থ পাবেন। সুতরাং, দরকার সঠিক পদ্ধতি অবলম্বনের।

পরিচ্ছন্ন চাষবাসের সঙ্গে বীজ শোধন, সুস্থ চারা তৈরি আর প্রাথমিক প্রতিরোধী স্প্রে সুসংহত রোগ পোকা নিয়ন্ত্রণের চাবিকাঠি।

সবজি চাষে করণীয় (Farming Guide) - 

সবজি চাষে নিম্নোক্ত কর্তব্যগুলি পালন করলে রোগ পোকার আক্রমণ অনেকটাই ঠেকানো যাবে তেমনই IPM মেনে পরিবেশ বান্ধব কৃষিকে অবলম্বন করা যাবে।

  • গ্রীষ্ম শুরু হবার সময় জমিকে গভীর চাষ দিয়ে রোদ খাওয়ানো।

  • বর্ষাকালে আবশ্যিক ও অন্যান্য মরশুমে জল নিকাশী সুনিশ্চিত রেখে জমি তৈরি।

  • প্রথম চাষে জৈব সারের সঙ্গে ট্রাইকোডার্মা ও সিউডোমোনাস প্রয়োগ।

  • নিম খোল বা নিম দানা প্রথম চাষে জৈব সারের সঙ্গে ব্যবহার।

  • বীজশোধন, বীজতলা তৈরি ও পারলে লঙ্কা, টমাটোতে বীজতলার চারপাশে ৪০ মেশের মশারি ঘেরা।

মনে রাখার মতো বিষয় - 

  • লঙ্কা, বেগুন ও টমাটো চারা রোয়ার আগে ইমিডাক্লোরপিড (৭০% ডব্লু জি) ১ গ্রাম প্রতি লিটার জলের দ্রবণে শিকড় শোধন আর কপি চারার শিকড় ট্রাইকোডারমা ও সিউডোমোনাসের দ্বারা শোধন।

  • সবজির বৃদ্ধি দশায় দু-তিন বার নিমজাত কৃষি বিষ প্রয়োগ (পোকা না থাকলেও)।

  • বেগুন, কপি, কুমড়ো সবজিতে ল্যাদা প্রতিরোধী ফেরোমোন ফাঁদ লাগানো ও লঙ্কা, টমেটো, অন্যান্য সবজিতে শোষক পোকা নিয়ন্ত্রক হলুদ আঠালো ফাঁদ লাগানোর সঙ্গে জমিতে পাখি বসার জায়গা করে দেওয়া।

  • বেগুন, লঙ্কার প্রথম চাপানের সময় গাছ পিছু কয়েক দানা দানাদার কীটনাশক প্রয়োগ।

  • রোগ/কীট আক্রমণ বেশি হলে কোন একটি রোগ/ কীটনাশক ব্যবহার না করে ঘুরিয়ে ফিরিয়ে ২/৩ টি ওষুধ স্প্রে করা।

আরও পড়ুন - Bamboo Farming – জেনে নিন অর্থকরী ফসল বাঁশ চাষের সহজ পদ্ধতি

সবজির রোগ পোকার সুসংহত নিয়ন্ত্রণে -

(ক) সবজির ক্ষেত্রে চারাতলায় চারা ধ্বসা একটি প্রধান রোগ যে ক্ষেত্রে থায়োফ্যানেট মিথাইল ১.৫ গ্রাম বা মেটালাক্সিল + ম্যানকোজেবের মিশ্র ছত্রাকনাশক ২.৫ গ্রাম প্রতি লিটার জলে স্প্রে করতে হবে।

(খ) বেগুন জাতীয় সবজি তো বটেই,তার সঙ্গে এখন অনেক সবজিরই গোঁড়া পচা রোগে উপরের ছত্রাক নাশকের সঙ্গে কাসুগামাইসিন বা ভ্যালিডামাইসিন ২ মিলি প্রতি লিটার একসাথে গোঁড়া ভিজিয়ে স্প্রে করা দরকার আর নাইট্রোজেন ঘটিত সার কিছুদিন বন্ধ রাখা দরকার।

তথ্য সহায়তা : ড. শুভদীপ নাথ

আরও পড়ুন - Profitable Ridge Gourd – কম খরচে ঝিঙ্গা চাষ করে দ্বিগুণ অর্থ উপার্জন করুন

Published On: 16 September 2021, 04:29 PM English Summary: Learn how to do integrated pest management, low cost environment friendly agriculture management

Like this article?

Hey! I am স্বপ্নম সেন . Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters