Lotus farming - জেনে নিন পদ্ম ফুল চাষ করার ঘরোয়া সহজ পদ্ধতি

অনেকেই তাদের ছাদ বাগানকে সুন্দর গাছ দিয়ে সাজাতে চান। আপনার বাগানে প্রায় সব গাছ থাকা সত্ত্বেও কিছু যেন একটা মিসিং ! তাই আর দেরি না করে লাগিয়ে ফেলুন জলের পদ্ম ! হ্যাঁ, আপনি খুব অনায়াসে পদ্মের চাষ করতে পারেন আপনার ছাদ বাগানে | সুন্দর শান্ত মনোরম পরিবেশের যেমন সৃষ্টি হবে তেমন বাড়বে আপনার বাগানের সৌন্দর্য | তাই বাড়িতে চলুন চাষ করা যাক পদ্মফুল।

KJ Staff
KJ Staff
Lotus farming
Lotus flower (Image Credit - Google)

অনেকেই তাদের ছাদ বাগানকে সুন্দর গাছ দিয়ে সাজাতে চান। আপনার বাগানে প্রায় সব গাছ থাকা সত্ত্বেও কিছু যেন একটা মিসিং ! তাই আর দেরি না করে লাগিয়ে ফেলুন জলের পদ্ম ! হ্যাঁ, আপনি খুব অনায়াসে পদ্মের চাষ করতে পারেন আপনার ছাদ বাগানে | সুন্দর শান্ত মনোরম পরিবেশের যেমন সৃষ্টি হবে তেমন বাড়বে আপনার বাগানের সৌন্দর্য | তাই বাড়িতে চলুন চাষ করা যাক পদ্মফুল। শুনে অবাক হচ্ছেন পুকুর ছাড়া পদ্ম ফুল চাষ হবে কি করে? কিন্তু কয়েকটি সহজ পদ্ধতি অবলম্বন করলেই আপনি ছাদ বাগানে খুব সুন্দর করে চাষ করতে পারবেন পদ্মফুল (Lotus farming)।

তবে জেনে নিন, পদ্ধতিগুলো বীজ বা চারা সংগ্রহ:

অনেকেই পদ্মের বীজ সংগ্রহ করেন | তবে, গুচ্ছমূল যুক্ত রাইজোম বা টিউবার আছে এমন চারা সংগ্রহ করা প্রয়োজন | এতে, সহজে বংশবিস্তার হয়ে থাকে | আর আপনি যদি বীজ সংগ্রহ করে থাকেন তবে সেটি অল্প ফাটিয়ে নিন কারণ পদ্মের বীজ খোল একটু শক্ত হয় |

টবের আকার:

পদ্ম চাষের জন্য ১৪-১৬ ইঞ্চি টবের প্রয়োজন | বা আপনি ড্রাম ও চৌবাচ্চার ব্যবহার করতে পারেন | মাথায় রাখতে হবে যেন টব বা ড্রামে ফুটো না থাকে | যাতে জল আবদ্ধ থাকতে পারে, বেরিয়ে না যায় |

মাটি (Soil):

দুই পদ্ধতিতে পদ্মের মাটি তৈরী করা যায় | প্রথমত, পুকুরের পাঁক বা নদীর মাটি ব্যবহার করতে পারেন | সরাসরি পুকুরের পাঁক নেওয়া খুবই উত্তম | দ্বিতীয় উপয় হলো, ২ ভাগ বাগানের দোআঁশ মাটি, ১ ভাগ গোবর সার , ১ ভাগ পাতা পচা সার ও ৫০ গ্রাম শুকনো পাতা, আধা চামচ ইউরিয়া, আধা চামচ পটাস এবং আধা চামচ ফসফেট মিশিয়ে মাটি তৈরী করে নিতে হবে | মাটি তৈরির সময় মাথায় রাখতে হবে, পুরো টব ভর্তি করে মাটি দেওয়া যাবেনা | প্রায় ২০-৩০ সেন্টিমিটার নিচে একটা গর্ত রাখতে হয় যেখানে জল থাকবে , তাতে ফলন ভালো হয় |

রোপণ:

মাটির ওপরে টিউবার পুঁতে দিতে হবে এবং পাশ থেকে মাটি দিয়ে চেপে দিতে হবে | এবার চারা বসিয়ে টবে জল ভর্তি করে দিতে হবে | মাথায় রাখতে হবে, যেন কখনোই জল কম না থাকে |

আরও পড়ুন - জেনে নিন চন্দ্রমল্লিকা ফুল চাষের কিছু গুরুত্বপূর্ণ নিয়ম

রোগবালাই ও দমন (Disease Management System):

পদ্ম গাছের পাতায় বাদামি রঙের এক দাগ দেখা যায় | এই দাগ দেখা দিলে, ম্যাংকোজেব -এম -৪৫ ২.৫ লিটার প্রতি জলে গুলে ভালো করে স্প্রে করতে হবে | প্রতি ১৫ দিন অন্তর স্প্রে করতে হবে |এছাড়াও, এই গাছে  শুয়োপোকা বা ল্যাদা পোকার আক্রমণ দেখা যায় | এই পোকা গাছের পাতা কেটে দেয় | এই পোকার হাত থেকে রক্ষা পেতে এন্ডোসালফার প্রতি লিটার জলে গুলে গাছে স্প্রে করতে হবে | এন্ডোসালফার ২মিলি  নিতে হবে পরিমানে | এছাড়াও , সাদা পোকা ও যাব পোকার আক্রমণ হয় | এই পোকাগুলির দমনে ডাইমিথয়েট ২ মিলি প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে |

নিবন্ধ: রায়না ঘোষ

আরও পড়ুন - সুগন্ধি মন মাতানো জুঁই ফুলের চাষ করতে চান? জেনে নিন পদ্ধতি

Published On: 19 May 2021, 04:35 PM English Summary: Learn the easy way to cultivate lotus flowers at home

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters