উত্তরোত্তর জনপ্রিয়তা বাড়ছে ছাদকৃষির (Terrace Gardening), হয়ে উঠছে বিকল্প উপার্জনের পথ

এই ছাদকৃষিকে (Terrace Gardening) কেউ কেউ যেমন বিকল্প উপার্জনের পথ হিসেবে দেখছেন, কেউ আবার মন ভালো রাখতে, পজিটিভ এনার্জি (Positive Energy) বাড়াতে ছাদকৃষির আশ্রয় নিচ্ছেন৷ আর এভাবেই ধীরে ধীরে শহরের ব্যস্ত জনজীবেন নিজের পাকা জায়গা করে নিচ্ছে টেরেস গার্ডেনিং বা ছাদকৃষি৷

KJ Staff
KJ Staff
Terrace Gardening

দিন দিন দেশে বেকারত্বের সংখ্যা স্পষ্ট হচ্ছে৷ লকডাউন (Lockdown) এবং এই প্যানডেমিক পিরিয়ডে (Pandemic Period) সেই সংখ্যা যেন উত্তরোত্তর বেড়েই চলেছে৷ এমতাবস্থায় অনেকেই চাকরির বিকল্পে মন দিয়েছেন৷ কেউ ব্যবসা (Profitable Business), তো কেউ ছোট স্তরে চাষবাসে নিযুক্ত হয়ে আর্থিক পরিস্থিতিকে ঠিক করার চেষ্টা করছেন৷ পুঁজির ওপর নির্ভর করে প্রত্যেকে নিজের কিছু করার চেষ্টা করে চলেছেন৷ আবার লকডাউনে অনেকেই বাড়িতে অস্থির হয়ে উঠছেন, খুঁজছেন নিজের মতো করে কিছু করার৷ এমতাবস্থায় শহরের দিকে একটু নজর দিলে দেখা যাবে, সেখানে টেরেস গার্ডেনিং বা ছাদকৃষি (Terrace Gardening) ক্রমশই জনপ্রিয় হয়ে উঠছে৷

কেউ এই ছাদকৃষিকে যেমন বিকল্প উপার্জনের পথ হিসেবে দেখছেন, কেউ আবার মন ভালো রাখতে, পজিটিভ এনার্জি বাড়াতে ছাদকৃষির আশ্রয় নিচ্ছেন৷ আর এভাবেই ধীরে ধীরে শহরের ব্যস্ত জনজীবেন নিজের পাকা জায়গা করে নিচ্ছে টেরেস গার্ডেনিং বা ছাদকৃষি (Terrace Gardening). একটু সময় দিলেই এই ছাদকৃষি থেকে আপনি প্রচুর ফলন পাবেন, তা সবজিই করুন বা ফুল বা ফলের বাগান৷

Chilli Farming at Terrace

কী এই ছাদকৃষি (Terrace Gardening)?

ঘর বা অফিস বা শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন জায়গায় ছাদের ওপর এই কৃষিকাজ করা হয়ে থাকে৷ টব, বাক্স, ড্রাম, বা মাটির বেড তৈরি করে এই চাষ করা হয়৷ তবে ছোট স্তরে, কম জায়গায় এই চাষ নিজের মতো করে করতে পারবেন যে কেউ৷ একটু অভিজ্ঞ হয়ে উঠলে বা অভিজ্ঞ কোনও ব্যক্তির পরামর্শ মেনে করতে পারলে এর থেকে মুনাফাও হতে পারে প্রচুর৷

তবে সূর্যকিরণে অনেক সময় এই ছাদকৃষিকে (Terrace Gardening) ক্ষতির মুখে পড়তে হয়৷ বিশেষ করে গ্রীষ্মের দাবদাহে ছাদে গাছপালার বা শাকসবজির চাষে একটু বেশি যত্ন নিতে হয়৷ তাই এসময় পর্যাপ্ত পরিমাণে জলের জোগান দিয়ে যেতে হবে৷ যাতে মাটি কোনওভাবেই শুকিয়ে না যায়৷ সেই সঙ্গে এমন সবজি, ফল বা ফুলের চাষ করতে হবে যা এই গরম সহ্য করতে পারবে বা এই সময়ের জন্য উপযুক্ত হবে৷

ছাদকৃষির ইতিবাচক দিক-

অন্যদিকে, ছাদে টবে সবজি চাষের বহু সুবিধা রয়েছে৷ যেমন ঝড়-জলের হাত থেকে সবজিকে রক্ষা করতে পারবেন৷ বাড়ির সরঞ্জাম দিয়েই চাষাবাদে খরচ কম হয়৷ ইচ্ছে মতো সবজি পরিবর্তন করে চাষ করা যায়৷ সংক্রমণের হাত থেকে সহজে সবজিগুলি রক্ষা করা সম্ভবপর হয়৷ অনেক ক্ষেত্রে এটি বাড়ির সৌন্দর্যও বৃদ্ধি করে, সেই সঙ্গে প্রয়োজনে আর বাজারে যেতে হয় না, বাড়ি থেকেই কিছুটা সবজি নিয়ে নিতে পারেন৷

এই টেরেস গার্ডেনিং বা ছাদকৃষির (Terrace Gardening) আরও একটি ইতিবাচক দিক হল, এতে আপনি ক্ষতিকারক রাসায়নিক সার বা কীটনাশককে এড়িয়ে চাষাবাদ করতে পারবেন৷ বাড়ির ছাদে চাষবাসে পরিচর্যার জন্য বাড়িতেই প্রাকৃতিক জিনিস থেকে (Natural Homemade Insecticides) তৈরি করে নিতে পারেন কীটনাশক৷ এই কীটনাশক তৈরি করাও যেমন সহজ তেমনই খুব সহজে আপনি আপনার বাগানকে নিরাপদ করে তুলতে পারবেন৷ উদাহরণ স্বরূপ- নিম তেল, সাবান জল স্প্রে, ইউক্যালিপটাস তেল বা আদা-লঙ্কা গুঁড়োর স্প্রে ব্যবহার করা যেতে পারে৷

এভাবেই বাড়ির ছাদে টমেটো, শসা, কুমড়ো, লাউ, ধনেপাতা, পুদিনাপাতা, তরমুজ, আদা, লঙ্কা, রসুন, লেমনগ্রাস, বেগুন, লালশাক প্রভৃতি বিভিন্ন শাক-সবজি, ফল চাষ করতে পারেন৷ শুধু নিজের প্রয়োজনে ব্যবহারই নয়, সঠিকভাবে করতে পারলে এগুলি বিক্রি করে আপনি বিকল্প উপার্জনের পথও তৈরি করে নিতে পারবেন নিজের জন্য৷ আর এভাবেই শহরে জনপ্রিয় হয়ে উঠছে ছাদকৃষি৷

আরও পড়ুন- বাড়িতে টবেই চাষ করে ফেলুন ঔষধি গুনে সমৃদ্ধ (Medicinal Plants) এই গাছগুলি

টবে লঙ্কার চাষ (Chilli Farming) করুন খুব সহজে, রইল টিপস্

আপনিও শুরু করতে পারেন আর্বান ফার্মিং (Urban Farming), জেনে নিন এর খুঁটিনাটি

Published On: 06 July 2020, 06:56 PM English Summary: To earn more start your own terrace garden

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters