কৃষিজাগরন ডেস্কঃ সকালে জমিতে চাষ করতে গিয়ে হতবাক হয়ে গেলেন কৃষকরা। গরু বা ছাগল তো হামশোই দেখা যায় চাষের জমিতে। কিন্তু গরু,ছাগলের জায়গায় জমিতে যদি দুটি সিংহী বসে থাকে তাহলে কেমন হবে বলুন তো ? সম্প্রতি এমনই একটি দৃশ্য ধরা পড়েছে গুজরাতে।সকালে চাষের জন্য জমিতে গিয়ে চাষীরা দেখতে পান জমিতে হেলেদুলে হেঁটে বেড়াচ্ছে এক জোড়া সিংহী।প্রথমে কতকটা হকচকিয়ে যান কৃষকরা।
আরও পড়ুনঃ ২০৫ কেজি পেঁয়াজ বিক্রি করে কৃষক পেয়েছেন মাত্র ৮ টাকা
আইএফএএস আধিকারিক সুশান্ত নন্দ স্যোশাল মিডিয়াতে একটি ভিডিয়ো শেয়ার করেছেন।ভিডিয়োতে দেখা যায় একটি সিংহী জমির মাঝখানে আরাম করে শুয়ে আছে।আর অন্য একটি সিংহী জমিতে হেলেদুলে হেঁটে বেড়াচ্ছে। কিন্তু সিংহীদের যেন কোনও ভ্রূক্ষেপই ছিল না। তারা নিজেদের খেয়ালে জমিতে ঘুরে বেড়াচ্ছিল। ফসলের জমি যেন হয়ে উঠেছিল সিংহীদের বিচরণক্ষেত্র। তার পর সিংহী দু’টিকে তাড়িয়েও দেন তাঁরা।
আরও পড়ুনঃ রমরমিয়ে চলছে সারের কালোবাজারি , বিপাকে কৃষকরা
Another day in Gujarat,India. pic.twitter.com/QGeGTswN1X
— Susanta Nanda (@susantananda3) November 27, 2022
স্থানীয়দের মতে, এমন দৃশ্য খুব একটা বিরল নয়। মাঝেমধ্যেই লোকালয়ে ঢুকে পড়ে সিংহীর দল। বিশেষ করে গির অরণ্য লাগোয়া এলাকাগুলিতে। ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই আঁতকে উঠেছেন নেটাজনতা। ভিডিওটিতে দেখা যায় এক ব্যাক্তি হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, সেই দৃশ্য দেখে কেউ কেউ বলেছেন, “সামনে সিংহী দেখেও কী ভাবে ওই কৃষক ভয়ডরহীন ভাবে দাঁড়িয়ে রয়েছেন, তা দেখেই বিস্মিত হচ্ছি।” যদিও পরে সিংহী দু’টিকে জঙ্গলের দিকে তাড়িয়েও দেন তাঁরা।
Share your comments