Airforce recruitment: হাসিমারা এয়ারফোর্স স্টেশনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত

পশ্চিমবঙ্গের হাসিমারা এয়ারফোর্স স্টেশনে গ্রুপ- সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ভারত সরকার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে। কোন কোন পদে নিয়োগ করা হবে | পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকেই প্রার্থীরা আবেদন করতে পারবেন।

রায়না ঘোষ
রায়না ঘোষ
Group-C recruitment
Airforce recruitment (image credit- Google)

পশ্চিমবঙ্গের হাসিমারা এয়ারফোর্স স্টেশনে গ্রুপ- সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ভারত সরকার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে। কোন কোন পদে নিয়োগ করা হবে | পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকেই প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম:

সাফাইওয়ালা।

শূন্যপদ:

১ টি।

শিক্ষাগত যোগ্যতা:

মাধ্যমিক পাশ।

বেতন:

প্রতিমাসে ১৮,০০০ টাকা।

নিয়োগের স্থান:

হেডকোয়ার্টার ১১১ সাব এরিয়া ব্যাংডুবি।

পদের নাম:

মেসেঞ্জার

শূন্যপদ:

মোট ৩ টি।

শিক্ষাগত যোগ্যতা:

মাধ্যমিক পাশ।

বেতন:

প্রতিমাসে ১৮,০০০ টাকা।

নিয়োগের স্থান:

হেডকোয়ার্টার ১১১ সাব এরিয়া ব্যাংডুবি- ২টি এবং স্টেশন হেডকোয়ার্টার গ্যাংটক- ১টি।

আরও পড়ুন -Duare ration project: রেশন নিয়ে রাজ্যের প্রকল্পের বিরোধিতায় অনড় ডিলাররা, ফের জটিলতা

পদের নাম:

স্টেনোগ্রাফার গ্রেড II

শূন্যপদ:

১ টি।

শিক্ষাগত যোগ্যতা:

উচ্চমাধ্যমিক পাশ। সঙ্গে স্টেনোগ্রাফি স্পিড প্রতি মিনিটে ৮০ টি শব্দ হতে হবে।

বেতন:

প্রতিমাসে ২৫,০০০ টাকা।

নিয়োগের স্থান:

হেডকোয়ার্টার ১১১ সাব এরিয়া ব্যাংডুবি।

পদের নাম:

লোয়ার ডিভিশন ক্লার্ক।

শূন্যপদ:

১ টি।

শিক্ষাগত যোগ্যতা:

উচ্চমাধ্যমিক পাশ। সঙ্গে কম্পিউটারে ইংরেজিতে প্রতি মিনিটে ৩৫ টি শব্দ টাইপিং করার গতি থাকতে হবে।

বেতন:

প্রতিমাসে ১৯,৯০০ টাকা।

নিয়োগের স্থান:

স্টেশন হেডকোয়ার্টার হাসিমারা।

বয়সসীমা:

উপরোক্ত প্রতিটি পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সসীমায় ছাড় পাবেন।

আবেদন পদ্ধতি:

অফলাইনের মাধ্যমে প্রার্থীর আবেদন করতে পারবেন। www.ncs.gov.in এবং www.indianarmy.nic.in এই ওয়েবসাইট থেকে প্রার্থীরা আবেদন পত্র ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করে সঙ্গে সমস্ত ডকুমেন্টস সংযুক্ত করে একটি মুখবন্ধ খামে রেজিস্টার পোস্ট অথবা স্পিড পোস্ট -এর মাধ্যমে পাঠাতে হবে। বাই হ্যান্ড আবেদনপত্র গ্রাহ্য করা হবে না। আবেদনপত্র যে মুখবন্ধ খামের মধ্যে ভরে পাঠাবেন সেই খামের ওপরে লিখতে হবে- “APPLICATION FOR THE POST OF……………………………… (UR/OBC) (যে পদে আবেদন করবেন সেই পদের নাম)। আবেদনের শেষ তারিখ ২০ নভেম্বর ২০২১।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা:

Colonel (General Staff), Headquarters 111 Sub Area, Bengdubi Military Station, Post Office- Bengdubi, District- Darjeeling, PIN- 734424

অফিসিয়াল নোটিশ দেখার লিংক:

https://www.exambangla.com/wp-content/assets/2021/11/Indian-Army-Recruitment.pdf

আরও পড়ুন -Student credit card 2021: সুখবর! পুজোর আগেই হাজার হাজার ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে ঢুকবে টাকা

Published On: 03 November 2021, 12:19 AM English Summary: Airforce recruitment: Hasimara Air Force Station staff recruitment notice published

Like this article?

Hey! I am রায়না ঘোষ . Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters