বঙ্গোপসাগরের সেন্টমার্টিন দ্বীপ চ্যানেলে এক জালে প্রায় ১২০টি (১৫ মণ) লাল কোরাল মাছ ধরা পড়েছে। একেকটি মাছের ওজন সাড়ে ৪-৬ কেজি পর্যন্ত।
মিডিয়া রিপোর্ট অনুযায়ি, বৃহস্পতিবার (২১ এপ্রিল) সন্ধ্যার দিকে ট্রলারটি শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়া ফিশারিজ ঘাটে পৌঁছালে স্থানীয় উৎসুক জনতা মাছগুলো দেখতে ভিড় জমান। জানা গেছে মাছগুলো ৩ লাখ টাকায় বিক্রি হয়েছে।
আরও পড়ুনঃ মিল্ক ফিশের চাহিদা বাজারে তুঙ্গে,সহজ উপায়ে জেনে নিন এর চাষ পদ্ধতি
মিডিয়া রিপোর্ট অনুযায়ি, ট্রলারটি গত বুধবার (২১ এপ্রিল) দুপুরের দিকে শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়া ফিশারিজ ঘাট থেকে বঙ্গোপসাগরের উদ্দেশে ছেড়ে যায়। মোহাম্মদ আলী সহ নয় জন কর্মচারী ছিলেন ঐ ট্রলারটিতে।
ট্রলারটি নোঙর করে জেলেরা জাল ফেলেন। দুপুরে জাল টানা শুরু করেন তারা। প্রায় দেড় ঘণ্টা ধরে জাল টেনে উঠিয়ে তারা ১২০টি লাল কোরাল পান। পরে মাছগুলো ঘাটে নিয়ে যাওয়া হয়। সেখানে মাছগুলি ২০ হাজার টাকা মণ দরে ৩ লাখ টাকায় বিক্রি করা হয়।
আরও পড়ুনঃ রইল ভারতের প্রধান ভেড়া এবং ছাগলের জাত, পালনে মিলবে লাভ
স্থানীয় সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী, কোরালগুলো স্থানীয় মাছ ব্যবসায়ী মোহাম্মদ লালু তিন লাখ টাকায় কিনে নেন ।তবে স্থানীয় বাজারে এর দাম প্রতি কেজি ৫০০-৬০০ টাকা হয়ে থাকে ।
একসঙ্গে এতগুলো বড় মাছ পেয়ে আনন্দিত ফিশিং ট্রলারের মোহাম্মদ আলী মাঝি বলেন, ৫ জন কর্মী জাল তুলতে গিয়ে তা অনেক ভারী বুঝতে পারেন। পরে ট্রলারে থাকা ৯ কর্মীর সবাই মিলে জাল টেনে তোলেন। এরপর হিসাব করে দেখা যায়, ১২০টি লাল কোরাল এবং আরও ২৫-৩০ কেজি অন্য প্রজাতির মাছ ধরা পড়েছে। প্রতিটি লাল কোরাল মাছের ওজন সাড়ে চার থেকে ছয় কেজি। অন্যান্য় মাছগুলি ট্রলারের মালিক ও কর্মচারীরা ভাগ করে নিলেও লাল কোরালগুলো বিক্রি করা হয়।
Share your comments