
গোহানাতে চৌধুরী দেবীলাল সরকারী চিনি মিল স্থাপিত হয়েছিলো ২০০১ সালে। বহুকাল যাবৎ এই অঞ্চলের আখ উৎপাদনকারীদের একটি চাহিদা ছিলো এই যে, যেহেতু এই অঞ্চলে আখের উৎপাদনের পরিমাণ অনেক বেশি, তাই এই অঞ্চলে একটি চিনি মিল চালু করা হোক। উৎপাদনকারীদের এই চাহিদা তারা সরকারী অফিসারদের অনেকবার জানানোর পর ২০০১ সালে অবশেষে এই চৌধুরী দেবীলাল সরকারী চিনির কল প্রতিষ্ঠা হয়। এই কলে প্রতিদিন চিনি উৎপাদনের পরিমাণ ২৫০০ টিডিসি, অর্থাৎ প্রতিদিন চিনি উৎপাদনের পরিমাণ এখানে ২৫০০ টন। ২০১২ সালে এই সরকারী চিনি মিল বেসরকারি মালিকানাধীন হিসেবে পরিচালিত হতে থাকে।
এই চিনি মিলে বিগত ১৬ই নভেম্বর থেকে শুরু হয়েছে ৬৫তম কো-অপারেটিভ সপ্তাহ যা কিনা ২০ শে নভেম্বর পর্যন্ত চলবে। এই অনুষ্ঠানের সমস্ত আয়োজন সুসম্পন্ন হয়েছে দেবীলাল মিলের তত্ত্বাবধানে। এই কো-অপারেটিভ মিটিং এর মূল বিষয় হলো,”সামগ্রীক উন্নতি ও সুস্থ পরিচালনা” ।
- প্রদীপ পাল
Share your comments