'সিল্পোলিন'-এর পলিভার্মিবেডে তৈরী করুন লাভজনক কেঁচোসার

চাষি বেশী পাইকারী দামের সময় বা রোগপোকা আক্রমনে আরো বেশী রাসায়নিক সার ও আরো দামী কীট/ রোগনাশক প্রয়োগ করলেও তার খরচের মূল্য ফসলে ফেরত পাচ্ছেন না। কারন  -

KJ Staff
KJ Staff

বর্তমানে যেকোন চাষে চাষিদের এক প্রধান সমস্যা অতিরিক্ত রাসায়নিক সার প্রয়োগ করেও আশানুরূপ ফলন না পাওয়া ও খরচ করেও গাছের বাড়বৃদ্ধি আর রোগ প্রতিরোধ ক্ষমতার সঠিক বিকাশ না পাওয়া। চাষি বেশী পাইকারী দামের সময় বা রোগপোকা আক্রমনে আরো বেশী রাসায়নিক সার ও আরো দামী কীট/ রোগনাশক প্রয়োগ করলেও তার খরচের মূল্য ফসলে ফেরত পাচ্ছেন না। কারন  -

(১) আগের তুলনায় মাটির উর্বরতা কমেছে অনেকগুন,

(২) আগে ঘরে ঘরে গবাদি পশুর উপস্থিতির ফলে মাটিতে জৈব সার পড়ত চাষের আগে। আজ তা আর নেই।

(৩) আমাদের ছোটবেলায় পড়া “চাষির বন্ধু কেঁচো” মাটিতে সংখ্যায় নগন্য। মাটির ভৌত ও রাসায়নিক ক্রিয়া ঠিক রাখতে নানা উপকারী ব্যাকটেরিয়াও কেঁচোর সাথে বিলুপ্তপ্রায়। কারন, (ক) অতিরিক্ত রাসায়নিক সার, কীট/ রোগনাশকের যথেচ্ছাচার আর, (খ) জৈব সারের প্রয়োগ না হওয়া। আসলে জৈবসার এখন চাষিদের সুপারিশ করলেও তারা ভালো গোবরসার বা নানা কম্পোস্ট সঠিক গুনমানে পান না। বাজার চলতি নানা ব্র্যান্ডের বেশী দামের জন্য, জৈবসার কিনে আর চাষিদের দেওয়া হয় না। এমত অবস্থায় জমিকে আবার তার হৃত গন গৌরব ফিরিয়ে দিতে একমাত্র উপায় সর্বোৎকৃষ্ট জৈব সার – “কেঁচোসার” বা “ভার্মিকম্পোস্ট”।

সুবিখ্যাত “সুপ্রীম” কোম্পানী “সিল্পোলিন” ব্র্যান্ডের পোর্টেবল পলি-ভার্মিবেড চাষে দেখিয়েছে নতুন দিশা। কারন –

(১) যেখানে সুবিধা সেখানে অস্থায়ী ভাবে উৎপাদনে লাগানো চলে।

(২) সহজে কেঁচোসার তৈরী করা যায় ও চাষি পরিবারের মহিলা বা মহিলা গোষ্ঠির জন্য বিশেষ ভাবে উপযোগী।

(৩) প্রযোজনে এই পর্টেবল-পলিবেড অন্য জায়গায় নতুন করে স্থানান্তর করা যায়।

(৪) প্রথাগত ইঁট সিমেন্টের বেডের খরচের তুলনায় অনেক সাশ্রয়কারী ও ভাঁজ করে সহজে একটি ব্যাগেই অনেক পলিবেড পরিবহন করা চলে।

(৫) কেঁচোসার তৈরীতে কোন অসুবিধার সৃষ্টি হয় না বরং প্রথাগত সিমেন্ট বেডের তুলনায় মাটি থেকে কিছু উঠে থাকার জন্য কেঁচোর সুরক্ষার জন্যও উপযোগী।

(৬) এই সিল্পোলিন পোর্টেবল পলিভার্মিবেড-এ ভর্মিওয়াশ আলাদাভাবে সংগ্রহেরও ব্যবস্থা সমন্বিত আছে।

সিল্পোলিন পলিভার্মিবেড অন্যান্য ভার্মিবেড অপেক্ষা কেন বেশী উন্নত –

  • এটি আই.এস. ১৪৬১১ : ১৯৯৮ প্রযুক্তি মান্যতা মেনে তৈরী।
  • এটি মাল্টিলেয়ার্ড ও ক্রসল্যামিনেটেড।
  • ১০০% জল নিরোধক।
  • ইউ.ভি. রশ্মি স্টেবিলাইজড ফলে রোদে জলে অন্য পলিকভারের মত নষ্ট হয় না।
  • ছেঁড়া /ফাটা বা কোন ধারালো কৃষি উপকরণে কেটে যাওয়া নিরোধক।
  • অন্যান্য কোম্পানীর তুলনায় অনেক বেশী (৫টি) সুবিধাজনক সাইজে উপলব্ধ। ১২*৪*২ / ৮*৪*২ / ৬*৪*২ / ১০*৩*২ / ৪*৪*২ (প্রতিটি ফুটে)।
  • পলিভার্মিবেডগুলি ২৫০ জি.এস.এম পলিশীটে তৈরি যা বর্তমানে বাজারে সবচেয়ে ভালো ও টেকসই।
  • সর্বোপরি সিল্পোলিন পোর্টেবল পলিভার্মিবেড সুইস প্রযুক্তিতে তৈরি যা অন্য যেকোন ব্র্যান্ডের থেকে অনেক ধাপ ও গুনমানে অনেকটা এগিয়ে।

তাই চাষিভাই বোনেরা ও কৃষকগোষ্ঠি/ ক্লাব আর যে সব সংস্থা চাইছেন মাটির স্বাস্থ্যের সঙ্গে ভালো ফসলের নিশ্চয়তা কেঁচোসারের মাধ্যমে – তারা ব্যবহার করুন সুপ্রীমের ‘সিল্পোলিন’ পোর্টেবল পলিভার্মিবেড।

- রুনা নাথ

Published On: 15 November 2018, 01:44 PM English Summary: bangla silpaulin vermibed

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters