নদিয়ার কল্যাণীতে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে জৈব পদ্ধতিতে সুগন্ধি ধানের চাষ

KJ Staff
KJ Staff

নদিয়ার কল্যাণীতে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, বিসিকেভির উদ্যোগে জৈব পদ্ধতিতে সুগন্ধি ধানের চাষ নিয়ে বুধবার এক কর্মশালার আয়োজন করা হয়। এর সূচনা করে রাজ্যের কৃষি বিপনন বিভাগের যুগ্ম সচিব অশোক দাস। তিনি বলেন, সারা রাজ্যে বর্তমানে এক লক্ষ হেক্টর জমিতে সুগন্ধি ধানের চাষ করা হয়। অন্যদিকে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সুগন্ধি ধান প্রকল্পের সঙ্গে যুক্ত আধিকারিক অধ্যাপক মৃত্যুঞ্জয় ঘোষ জানান, জৈব পদ্ধতিতে গোবিন্দভোগ, রাধাতিলক সহ আট ধরনের সুগন্ধী ধান কৃষি বিশ্ববিদ্যালয়ের খামারে চাষ করা হয়। তার বীজও কৃষকদের দেওয়া হয়।  তিনি বলেন, এপর্যন্ত উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ মিলিয়ে মোট ৪৬টি কৃষক সমিতি সুফল বাংলায় নাম লিখিয়েছে। এদিনের কর্মশালায় রাজ্যের ১৩টি জেলা থেকে শতাধিক কৃষক যোগ দেন।এদিন সকল বক্তাই সুগন্ধী ধান চাষ নিয়ে কৃষকদের উৎসাহিত করেন। এবং এই চাষে আরো বেশি করে মনোনিবেশ করার পরামর্শ দেন।   

Mr. Debabrata Ganguli
KJ associate nadia
 

Published On: 20 September 2018, 07:01 AM English Summary: BCKV rice seminar

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters