
বর্তমানে একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে আমাদের দেশ। এই সঙ্কটের মধ্যেও নিজেদের কাজ করে যাচ্ছেন কৃষকেরা। তাঁদের নিঃশব্দ প্রচেষ্টা আমাদের দেশে একটি গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। সমগ্র দেশের জন্য খাদ্যসামগ্রী উৎপাদন করছেন আমাদের কৃষকভাইরা। দেশের নাগরিক হিসাবে আমরা তাঁদের কাছে কৃতজ্ঞ।
এই পরিস্থিতিতে হাত মিলিয়েছে কৃষিজাগরণ ও Helo এবং তারা শুরু করেছে একটি ক্যাম্পেন, যার নাম #ProudToBeFarmer। ১লা মে থেকে ১৩ ই মে পর্যন্ত চলবে এই ক্যাম্পেন, যার মাধ্যমে আপনি কৃষকভাইদের কৃতজ্ঞতা জানাতে পারেন। কৃতজ্ঞতা জানাতে আপনি ডাউনলোড করতে পারেন ছবি, ভিডিও বা আপনার কোন বার্তা। সঙ্গে দিন #ProudToBeFarmer – এই ট্যাগ। যাঁরা কৃতজ্ঞতা জানাবেন, তাঁদের মধ্যে যিনি সব থেকে ভালো ছবি, ভিডিও বা টেক্সট আপলোড করবেন, তাঁর জন্য রয়েছে একটি দুর্দান্ত পুরস্কার।
বিস্তারিত জানতে ডাউনলোড করুন Helo অ্যাপ এবং জয়েন করুন #ProudToBeFarmer এবং #HeloAgriStar –এ।
https://play.google.com/store/apps/details?id=app.buzz.share&hl=en
স্বপ্নম সেন (swapnam@krishijagran.com)
Share your comments