ভারত ইলেকট্রনিক্স লিমিটেডে প্রজেক্ট ইঞ্জিনিয়ার এবং প্রোজেক্ট অফিসার পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে | বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে যে ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের হায়দরাবাদ ইউনিটে প্রজেক্ট ইঞ্জিনিয়ার এবং প্রজেক্ট অফিসার পদের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে। নিয়োগ হবে মূলত চুক্তি ভিত্তিতে। আবেদনপত্র জমা দিতে হবে অনলাইনে।
পদের নাম(Designation):
প্রজেক্ট ইঞ্জিনিয়ার- I (ইলেক্ট্রনিক্স)
প্রজেক্ট ইঞ্জিনিয়ার- I (মেকানিক্যাল)
প্রজেক্ট ইঞ্জিনিয়ার- I (কম্পিউটার সায়েন্স)
প্রজেক্ট অফিসার- I (হিউম্যান রিসোর্স)
শূন্যপদ(Vacancy):
মোট পদের সংখ্যা ৪৯টি |
প্রজেক্ট ইঞ্জিনিয়ার- I (ইলেক্ট্রনিক্স) :- ৩৬টি
প্রজেক্ট ইঞ্জিনিয়ার- I (মেকানিক্যাল) :- ৮টি
প্রজেক্ট ইঞ্জিনিয়ার- I (কম্পিউটার সায়েন্স) :- ৪টি
প্রজেক্ট অফিসার- I (হিউম্যান রিসোর্স) :- ১টি
আরও পড়ুন:গ্রাম রোজগার সহায়ক পদে কর্মী নিয়োগ, দেখুন বিস্তারিত তথ্য
বয়স(Age):
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী প্রজেক্ট ইঞ্জিনিয়ার এবং প্রজেক্ট অফিসার পদের জন্য প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা হতে পারে ২৮ বছর।
শিক্ষাগত যোগ্যতা(Educational qualification):
প্রজেক্ট ইঞ্জিনিয়ার- I (ইলেকট্রনিক্স) পদের জন্য প্রার্থীদের BE/B.Tech/B.Sc ডিগ্রি এবং ইলেকট্রনিক্স/ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ ইলেকট্রনিক্স অ্যান্ড টেকনোলজি অথাবা টেলিকমিউনিকেশনে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে।
প্রজেক্ট ইঞ্জিনিয়ার- I (মেকানিক্যাল) পদের জন্য প্রার্থীদের BE/B.Tech/B.Sc ডিগ্রি এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হতে হবে।
প্রজেক্ট ইঞ্জিনিয়ার- I (কম্পিউটার সায়েন্স) পদের জন্য প্রার্থীদের BE/B.Tech/B.Sc ডিগ্রি এবং কম্পিউটার সায়েন্সে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে।
প্রজেক্ট অফিসার- I (হিউম্যান রিসোর্স) পদে আবেদনকারী প্রার্থীদের MBA / MSW / MHRM / MA এবং হিউম্যান রিসোর্সে বিশেষজ্ঞ হতে হবে।
আবেদন ফি(Fees):
প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন জন্য প্রার্থীদের ফি বাবদ ৫০০ টাকা দিতে হবে। তবে PWD, SC, এবং ST প্রার্থীদের আবেদনের জন্য কোনও ফি লাগবে না।
আবেদন পদ্ধতি(Application procedure):
প্রার্থীদের ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, তার পর CAREERS ট্যাব অপশন খুলে RECRUITMENT-এ ক্লিক করতে হবে। এর পরেই প্রার্থীরা সরাসরি একটি লিঙ্ক পাবেন, https://register.cbtexams.in/BEL/HyderabadUnit/ এই লিঙ্কে গিয়ে আবেদন করতে পারবেন।
অফিসিয়াল ওয়েবসাইটের লিংক :- https://www.bel-india.in/
আরও পড়ুন -শেড নেট পদ্ধতিতে পান চাষে বিঘা প্রতি ব্যাপক আয়ের সুযোগ
Share your comments