কালবৈশাখী ঝড় আসার আগেই মাঠের পাকা ধান ঘরে তুলতে শুরু করেছে দিনাজপুরের কৃষকরা । মাঠের ধান ঘরে তুলতে এখন কৃষকরা তাই ব্য়স্ত সময় পার করছেন। মাঠের দিকে চোখ রাখলে দেখা যায় কেউ হয়ত শ্রমিক দিয়ে ধান কাটাচ্ছে আবর অনেক জায়গায় দেখা গেছে হারভেস্টার মেশিনের মাধ্যমে দ্রুত ধান কাটা মাড়াইয়ের কাজ করা হচ্ছে।ধান ক্ষেতে এবার রোগবালাই কম। উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। ন্যায্য দাম পেলে কৃষকরা লাভবান হবে। ফলনও হয়েছে আশাতীত।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এ জেলায় পুরোদমে বোরো ধান কাটা মাড়াইয়ের কাজ চলছে। গ্রামের এক কৃষক বলেন , এবার ৮ বিঘা জমিতে জিরাশাইল জাতের ধান চাষ করেছেন। অন্যান্য বছর বোরো ধান জমিতে ফলন কম হলেও এবার প্রতি বিঘা (.৩৩ শতক) জমিতে ২৫/২৬ মন হারে ফলন হয়েছে। কৃষকদের আবাদকৃত ধানের মধ্যে অন্যতম হচ্ছে, মিনিকেট, জিরাশাইল, ব্রি-২৮, ২৯, ৫৮, ৭৪, ৮১, ৮৮, ৮৯ ও বিভিন্ন ব্র্যান্ডের হাইব্রিড জাতের ধান।
আরও পড়ুনঃ কাঁঠালের মুকুল ঝরে পরছে? জেনে নিন রোগ প্রতিরোধ করার উপায়
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, সরু ধান ৯৫০টাকা এবং মোটা ধান ৭শ’ টাকা মন দরে বেচা-কেনা চলছে।
জেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, বিরামপুর উপজেলার পৌর এলাকা ও ৭টি ইউনিয়নে এবার ১৫ হাজার ১শ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হলেও আবাদ হয়েছে ১৫ হাজার ২০০ হেক্টর জমিতে। উপজেলার বোরো ক্ষেতে কোন রোগ বালাই নেই এবং অনুকুল আবহাওয়া থাকলে বিরামপুরে বোরো ধানের বাম্পার ফসল ঘর উঠবে।
আরও পড়ুনঃ আমের খোসা থেকে তৈরি হবে সার, একই গাছে 121 ধরনের আম
Share your comments