লকডাউনে কৃষকদের সুবিধার্থে সরকারের ‘কিষাণ রথ’ অ্যাপ, জেনে নিন খুঁটিনাটি

করোনা ভাইরাসের মারাত্মক প্রভাব সর্বত্র, বাদ নেই কৃষিক্ষেত্রও৷ সমাজের অন্যতম প্রধান ভিত্তি হল কৃষি এবং কৃষক৷ আর এই ভিত্তি যাতে ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য দেশব্যাপী এই লকডাউনের পরিস্থিতিতে কৃষিমন্ত্রকের পক্ষ থেকে একটি নতুন অ্যাপ্লিকেশন প্রচলন করা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে – ‘কিষাণ রথ’, যে অ্যাপের সাহায্যে ভারতীয় কৃষকদের, পণ্য পরিবহণের কাজ অব্যাহত থাকবে৷ কিন্তু কী এই কিষাণ রথ অ্যাপ, এটি ব্যবহারই বা কীভাবে করবেন তা জেনে নেওয়া প্রয়োজন৷

KJ Staff
KJ Staff

করোনা ভাইরাসের মারাত্মক প্রভাব সর্বত্র, বাদ নেই কৃষিক্ষেত্রও৷ সমাজের অন্যতম প্রধান ভিত্তি হল কৃষি এবং কৃষক৷ আর এই ভিত্তি যাতে ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য দেশব্যাপী এই লকডাউনের পরিস্থিতিতে কৃষিমন্ত্রকের পক্ষ থেকে একটি নতুন অ্যাপ্লিকেশন প্রচলন করা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে – ‘কিষাণ রথ’, যে অ্যাপের সাহায্যে ভারতীয় কৃষকদের, পণ্য পরিবহণের কাজ অব্যাহত থাকবে৷ কিন্তু কী এই কিষাণ রথ অ্যাপ, এটি ব্যবহারই বা কীভাবে করবেন তা জেনে নেওয়া প্রয়োজন৷ নিম্নে রইল বিস্তারিত তথ্য -

 কী এই কিষাণ রথ অ্যাপ? 

এই ‘কিষাণ রথ’ মোবাইল অ্যাপের এর সাহায্যে পরিবহণের ক্ষেত্রে ৫ লক্ষ ট্রাক এবং ২০,০০০ ট্রাক্টরের পরিবহণ সংক্রান্ত সুযোগ পাওয়া যাবে অনলাইনে৷ কৃষিজ দ্রব্য এবং পণ্য পরিবহণের ক্ষেত্রে কৃষক এবং ব্যবসায়ীরা খুব সহজেই ব্যবহার করতে পারবেন এটি৷  

এই নতুন মোবাইল অ্যাপের সাহায্যে বিভিন্ন ধরণের পরিবহণ সংক্রান্ত সুবিধা পাওয়া যাবে৷ প্রাথমিক ক্ষেত্রে কৃষক বা ব্যবসায়ীরা তাদের পণ্য স্থানীয় এলাকা থেকে আড়ত, মজুতঘরে পৌঁছে দিতে পারবেন এই অ্যাপের মাধ্যমে৷ দ্বিতীয়ত, এই কিষাণ অ্যাপের সাহায্যেই পুনরায় এই সব স্থান থেকে কৃষিজ পণ্য ছড়িয়ে পড়বে অন্যত্র৷ রেফ্রিজেটরের সুবিধাও রয়েছে পণ্য পরিবহণের ক্ষেত্রে৷ হিন্দি ভাষার ব্যবহার এই অ্যাপে রাখা হয়েছে, যাতে সহজে তা কৃষক এবং ব্যবসায়ীদের বুঝতে সুবিধা হয়৷ 

কীভাবে ডাউনলোড করবেন কিষাণ রথ অ্যাপ? 

ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার (এনআইসি)-এর তত্ত্বাবধানে এই অ্যাপ তৈরি হয়েছে৷ সকল অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এই অ্যাপ ডাউনলোড করতে পারবেন৷ কয়েকটি ধাপে এই অ্যাপ ডাউনলোড করা যাবে, সেগুলি হল- 

১) আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে গুগল প্লে স্টোর খুলতে হবে 

২) কিষাণ রথ অ্যাপ খুঁজে সেই লিঙ্কে ক্লিক করতে হবে 

৩) এরপর ইনস্টল বাটনে ক্লিক করতে হবে এবং তারপরেই অ্যাপটির ইনস্টল সম্পূর্ণ হয়ে যাবে 

একবার অ্যাপটি ডাউনলোড হওয়ার পরেই কৃষক এবং ব্যবসায়ীরা নিজেদের সুবিধামতো তা ব্যবহার করতে পারবেন৷    

 কৃষি মন্ত্রকের বক্তব্য- 

কৃষি মন্ত্রকের মতে, পাঁচটি অনলাইন ট্রাক বুকিং সংস্থা ৫.৭  লক্ষেরও বেশি ট্রাকের সুবিধা এই অ্যাপে যুক্ত করেছে৷ এই নয়া পদ্ধতি কৃষক, পরিবহণ ব্যবসায়ী থেকে সরকার, সকলের পক্ষেই সুবিধাজনক হবে বলে মনে করা হচ্ছে৷ দেশের সব রাজ্যের কৃষকদের কাজে সুবিধার্থে এই অ্যাপ লঞ্চ করা হয়েছে বলে জানানো হয়৷ 

এই অ্যাপ লঞ্চ অনুষ্ঠানে কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর জানান, কৃষিক্ষেত্রে থেকে বাজারে কৃষিজ পণ্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কৃষক থেকে শুরু করে আরও অনেকেরই সাহায্যে আসবে এই কিষাণ রথ অ্যাপ৷  

প্রসঙ্গত, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিহত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশব্যাপী লকডাউন-এর ঘোষণা করেন৷ বর্তমান পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক ক্ষেত্র একটি বৃহৎ ক্ষতির সম্মুখীন হওয়ার আশঙ্কায়৷ আর শুরুতেই এর সরাসরি প্রভাব পড়েছে দেশের কৃষকদের ওপর৷  

একদিকে লকডাউন পরিস্থিতি, অন্যদিকে দেশে অপরিমিত বৃষ্টিপাত, এই দুইয়ের ফলে ক্রমশ কোনঠাসা হচ্ছে কৃষকেরা৷ গম, সরষে, বিভিন্ন ধরণের ডাল উৎপাদনের ক্ষেত্রে খামখেয়ালি আবহাওয়ার কারণে ইতিমধ্যেই সমস্যার সম্মুখীন কৃষকেরা৷ ফলত পিছিয়ে আসছেন তারাও৷ অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় শস্যচাষে কৃষকই পর্যাপ্ত সংখ্যায় পাওয়া যাচ্ছে না বলে জানা যাচ্ছে৷ পশ্চিমবঙ্গের কৃষি উপদেষ্টা প্রদীপ কুমার মজুমদার জানান, করোনা ভাইরাসের কারণে বিহার এবং ঝাড়খন্ড থেকে আগত বেশিরভাগ কৃষক নিজেদের রাজ্যে ফিরে গিয়েছেন৷ শুধু পণ্য উৎপাদনই নয় তা  বিক্রি সমস্যা নিয়েও রীতিমতো ভীত তারা৷  

করোনা ভাইরাসের মোকাবিলায় যে লকডাউন চলছে, তার ফলে কৃষিজ পণ্য পরিবহণে একটা সঙ্কটের সৃষ্টি হয়েছে৷ বিভিন্ন কোল্ড স্টোরেজ, মজুতঘরে কাজের জন্য শ্রমিকের অভাবও দেখা দিয়েছে৷ সেই সঙ্গে রাস্তায় বের হওয়া নিয়ে যে গাইডলাইন রয়েছে, তার জন্যও কৃষক, শ্রমিক সংখ্যায় টান পড়েছে৷ আর দেশের ভিত্তি প্রস্তর যাতে না পায়, তার জন্য সরকারের এই কিষাণ রথ অ্যাপ যথেষ্ট সাহায্য করবে বলে মনে করা হচ্ছে৷ কৃষিজ পণ্য পরিবহণে যাতে কৃষকদের সমস্যা না হয়, যাতে পরিবহণের অভাবে শস্য নষ্ট না হয়, সেই দিকেই লক্ষ্য রাখবে এই অ্যাপ৷  সকলের ব্যবহারের সুবিধার্থে সরলভাবে তৈরি হওয়া এই কিষাণ রথ অ্যাপ নিয়ে আশাবাদী অনেকেই৷ 

Published On: 23 April 2020, 08:09 PM English Summary: Central launches Kisan Rath App to help farmers during coronavirus lockdown

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters