সুখবর, ১০ বছরের উর্দ্ধে ছোটরাও খুলতে পারবেন জন ধন অ্যাকাউন্ট, জেনে নিন কীভাবে

১০ বছরের বেশি বয়সের ছেলে-মেয়েরা এবার জন ধন অ্যাকাউন্ট খুলতে পারবে, তবে তা দেখাশোনার দায়িত্ব থাকবে তাদের অভিভাবকের হাতেই৷ এটিএম-এর সুবিধাও পাবে তারা৷

KJ Staff
KJ Staff
pmjdy

বর্তমান পরিস্থিতির মোকাবিলায় জনসাধারণের পাশে দাঁড়াতে একগুচ্ছ উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার৷ করোনা ভাইরাসের মোকাবিলায় গত ২৪ মার্চ ২১ দিনের দেশব্যাপী ২১ দিনের লকডাউন ঘোষণা করা হয়৷ এরপর তা ফের ৩মে পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়৷ সঙ্গে কড়া নিয়ম৷ মারণ ভাইরাসের সঙ্গে লড়তে বারবার সামাজিক দূরত্ব বজায় রাখার কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ আর এসবের পাশাপাশি দেশে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষের জন্য একাধিক উদ্যোগের কথা জানান, যার মধ্যে অন্যতম প্রধানমন্ত্রী জন ধন যোজনা৷

এই জন ধন যোজনায় এতদিন অনেকেই সুবিধা পেয়েছেন৷ আর এবার এই তালিকায় ঢুকে পড়ল ছোটরাও৷ এই অ্যাকাউন্টের মাধ্যমে আরও দ্রুত মানুষের কাছে আর্থিক সাহায্য পৌঁছে দেওয়া সম্ভবপর হবে বলে আশা করা হচ্ছে৷ প্রধানমন্ত্রী জন ধন যোজনার ভিত্তিতে এবার ১০ বছরের উর্দ্ধে বয়স, এমন সব নাবালক-নাবালিকারাই অ্যাকাউন্ট খুলতে পারবে৷ তবে নিয়ম অনুযায়ী অভিভাবকরাই সেই অ্যাকাউন্ট পরিচালনা করবেন৷

কীভাবে?

কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী জন ধন যোজনা-এর ভিত্তিতে দরিদ্র ব্যক্তিরা শূণ্য ব্যালান্সে অ্যাকাউন্ট খোলার সুবিধা পেয়েছেন৷ এই অ্যাকাউন্টের মাধ্যমে গ্যাসের ভর্তুকি, বেধবা পেনশন, কিষাণ সম্মান নিধি প্রভৃতি যোজনার ভিত্তিতে আর্থিক সাহায্য পৌঁছে যায় তাদের কাছে৷ কোনও ব্যাঙ্কের শাখায় বা পোস্ট অফিস পেমেন্ট ব্যাঙ্ক আউটলেটে এই অ্যাকাউন্ট খোলা যায়৷ আর এবার এই অ্যাকাউন্ট খুলতে পারবে ১০ বছরের উর্দ্ধের ছোটরাও৷ তবে তার জন্য রয়েছে কিছু নিয়মাবলী৷

একটি পরিবারের একটি অ্যাকাউন্টে কেবলমাত্র ১০,০০০ টাকার ওভার ড্রাফট-এর সুবিধা পাওয়া যায়৷ সরকারি আধিকারিক দ্বারা অনুমোদিত সঠিক পরিচয়পত্র সহ ডকুমেন্ট থাকলে এই অ্যাকাউন্ট খোলা যাবে৷ নিয়ম অনুযায়ী, ছোটদের এই অ্যাকাউন্ট অভিভাবকেরাই পরিচালনা করবেন৷ এর পাশাপাশি রয়েছে এটিএম-এর সুবিধাও৷ এছাড়া ১৮ বছর বয়স হয়ে গেলে, একটি পরিচয়পত্র প্রমাণস্বরূপ জমা করলে ওই অ্যাকাউন্টটি সম্পূর্ণরূপে ছেলেটি বা মেয়েটির নামে হয়ে যাবে৷ তখন সে নিজেই তা পরিচালনা করতে পারবে৷

কী কী জমা করতে হবে?

প্রধানমন্ত্রী জন ধন যোজনায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে গেলে কিছু ডকুমেন্টস জমা করতে হবে৷ সেগুলি হল- নিজেদের বাসস্থানের প্রমাণপত্র জমা করতে হবে অভিভাবকদের৷ সেই সঙ্গে আধার, পাসপোর্ট বা রেশন কার্ডও প্রমাণ সহ দেখাতে হবে৷ প্রধানমন্ত্রী জন ধন যোজনার ভিত্তিতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য এর ওয়েবসাইট অথবা কোনও ব্যাঙ্কের ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করা যেতে পারে৷ ব্যাঙ্কের বিভিন্ন শাখাতেও এর ফর্ম পাওয়া যায়৷

ওয়েবসাইটের লিঙ্ক- https://pmjdy.gov.in/

Name- Barsha Chatterjee

Mail Id- barshachatterjee.news@gmail.com

Published On: 28 April 2020, 06:17 PM English Summary: Children above 10 Years also Allowed to Open Jan Dhan account in Pradhan Mantri Jan Dhan Yojana

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters