
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সমগ্র দেশ যখন বিপর্যয়ের কবলে, প্রত্যেকেই যখন আতঙ্কিত কেউ জীবন নিয়ে, কেউ অন্ন সংস্থান নিয়ে, এমতাবস্থায় মহামারীর কবল থেকে দেশের জনসাধারণকে রক্ষা করতে প্রত্যেক গণ্যমান্য ব্যক্তিত্বরাই একজোট হয়ে করোনা মোকাবিলায় সাধ্যমতো চেষ্টা করে চলেছেন। এনাদের মধ্যেই বিখ্যাত এক ব্যক্তিত্ব রতন টাটা (ফর্মার চেয়ারম্যান অফ টাটা সন্স) ঘোষণা করলেন ৫০০ কোটি টাকা অনুদানের।
২৮ শে মার্চ একটি টুইট বার্তায় রতন টাটা জানিয়েছেন, কোভিড-১৯ -এর বিস্তার নিয়ন্ত্রণে ভারতের পাশে এই সময় টাটা ট্রাস্ট এবং গ্রুপ কীভাবে সহায়তা করবে।

তাঁর বক্তব্য অনুযায়ী, মোট পাঁচটি খাতে এই টাকা খরচ করা হবে –
১) স্বাস্থ্যকর্মীদের প্রতিরক্ষামূলক সরঞ্জাম ক্রয়
২) আক্রান্তের শ্বাসযন্ত্র পরীক্ষার সরঞ্জাম ক্রয়
৩) ডাক্তারি পরীক্ষার সরঞ্জাম ক্রয়
৪) চিকিৎসা পরিকাঠামোর উন্নতিতে এবং
৫) এই ভাইরাস সম্পর্কে সচেতনতা বাড়াতে স্বাস্থ্যকর্মী এবং সাধারণ মানুষের প্রশিক্ষণের ব্যবস্থা করতে।
এই ঘোষণার পরে টাটা সন্সের পক্ষ থেকে আরো ১০০০ কোটি টাকা সাহায্যের সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থাৎ তিনি মোট ১৫০০ কোটি টাকা করোনা মোকাবিলা খাতে দিলেন। রতন টাটা-র ঘোষণার পরে, টাটা গ্রুপ-এর চেয়ারম্যান এন চন্দ্রশেখরন কোভিড -১৯ এবং এর সাথে সম্পর্কিত কার্যক্রমের জন্য অতিরিক্ত এক হাজার কোটি টাকা অনুদানের কথা ঘোষণা করেছেন।
দেশের এই সঙ্কটজনক পরিস্থিতিতে টাটা গ্রুপের এই অনুদান নিঃসন্দেহে প্রশংসনীয়।
স্বপ্নম সেন (swapnam@krishijagran.com)
Share your comments