‘লং মার্চ’ আশার আলো দেখাচ্ছে বলেই ভাবছেন পশ্চিমবঙ্গের সিপিএম সমর্থকরা।

মহারাষ্ট্র সরকারের কাছ থেকে লিখিত প্রতিশ্রুতি আদায় করতে পেরেছেন কৃষকেরা। জয়ের এই স্বাদ নিয়েই কিষান মার্চে আসা কৃষকেরা ফেরার পথ ধরলেন।

KJ Staff
KJ Staff

মহারাষ্ট্র সরকারের কাছ থেকে লিখিত প্রতিশ্রুতি আদায় করতে পেরেছেন কৃষকেরা। জয়ের এই স্বাদ নিয়েই কিষান মার্চেআসা কৃষকেরা ফেরার পথ ধরলেন। সিপিএমের কৃষক সংগঠন সারা ভারত কিষান সভার ডাকে ৭ মার্চ ৩০ হাজারকৃষক নাসিক থেকে মুম্বাইয়ের পথে রওনা দেন। কৃষক জাগরণ মহারাষ্ট্র তথা সারা ভারতের কাছে এক উদাহরণ স্বরূপহয় ওঠে, যখন ক্ষুধা, ক্ষত, ক্লান্তি, তৃষ্ণা, নিয়েও সঙ্কল্প ও শৃঙ্খলা বদ্ধ একদল শোষিত নিপীড়িত মানুষ জাগিয়ে দেয় মুম্বাইয়েরমতো এক ব্যাস্ত শহরকে। সারা দিতে হয়ছে কংগ্রেস, এনসিপি, শিবসেনার মত দল গুলিকেও। দাবি মেনে নিতে হয়ছেসরকার কে। সারা ভারত কিষান সাধারণ সম্পাদক হান্নান মোল্লা জানান, রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রের কৃষকআন্দোলনের সাফল্যকে এবার সর্বভারতীয় স্তরে নিয়ে যাওয়ার কথা ভাবা হচ্ছে। কৃষক আন্দোলন অক্সিজেন যোগাচ্ছেরাজ্য সিপিএম কে, ‘লং মার্চ’ আশার আলো দেখাচ্ছে বলেই ভাবছেন পশ্চিমবঙ্গের সিপিএম সমর্থকরা।

Published On: 17 March 2018, 04:20 AM English Summary: CPM supporters of West Bengal are thinking that 'Long March' shows the light of hope.

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters