
ক্রপেক্সের অ্যাকন জৈব প্রযুক্তিতে তৈরী যার মধ্যে আছে লবঙ্গের তেল থেকে প্রাপ্ত ইউজিনল । জৈব পদ্ধতিতে ফসল উৎপাদনে ও জৈব উপায়ে রোগপোকা দমনের জন্য এটি উৎকৃষ্ট। একটি পরিবেশ বান্ধব, অ-ক্ষতিকর জৈব জৈব-কীটনাশক যা জৈব পদ্ধতিতে চাষবাসের ক্ষেত্রে বিশেষ উপযোগী। এটি ১ – ২ মিলি প্রতি লিটার জলে গুলে স্প্রে করা হয়।
এটি নিম্নলিখিত ফসলের ক্ষেত্রে জৈব উপায়ে কীটদমনে অ্যাকন সফলতার সঙ্গে ব্যবহার করা হয় –
ফসল |
রোগ-পোকা |
(১) লঙ্কা |
মাকড় ও থ্রিপস্ |
(২) আঙ্গুর |
মিলি বাগ / ছাতরা পোকা, মাকড় ও থ্রিপস্ |
(৩) মরসুমি ফুল |
সাদা মাছি, মাকড় ও থ্রিপস্ |
(৪) বেগুন, বাধাকপি ও ওকরা |
সাদা মাছি, মাকড় ও থ্রিপস্ |
(৫) টমাটো |
মিলি বাগ / ছাতরা পোকা |
(৬) শশা |
সাদা মাছি |
(৭) চা গাছ |
সাদা মাছি ও মাকড় |
- রুনা নাথ
Share your comments