তুলো, ধান, আদা, শাক- সবজি, কলা, তুলো, মরশুমি ফুল ও অন্যান্য চাষে মাটির নিমাটোড দূর করতে ক্রপেক্সের জৈব উপাদানে প্রস্তুত ‘নিমেক্স’ অব্যার্থ উপাদান। এটি ২৫০ – ৩০০ মিলি প্রতি একর জমির মাটিতে মিশিয়ে দিতে হয়। এর ফলে মাটিতে বসবাসকারি নিমাটোড ও ক্ষতিকর ছত্রাকগুলি সমূলে বিনষ্ট হয়। এর ফলে গাছের বার-বৃদ্ধি ভালো হয় ও ফসল সুরক্ষিত থাকে।
- রুনা নাথ (runa@krishijagran.com)
English Summary: Cropex nemax
আপনার সমর্থন প্রদর্শন করুন
প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।