অস্তিত্ব জানান দিচ্ছে আমফান (Amphan), মোকাবিলায় চালু ২৪ ঘন্টার হেল্পলাইন নম্বর

শক্তি বাড়ছে আমফানের (Cyclone Amphan)৷ রাজ্য প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়েছে কন্ট্রোল রুমের নম্বর৷ উপকূলীয় এলাকা থেকে বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে৷ সরানো হয়েছে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগণার বহু মানুষকে৷

KJ Staff
KJ Staff

শক্তি বাড়িয়ে একটু একটু করে দূরত্ব কমাচ্ছে ঘূর্ণিঝড় আমফান (Amphan). আগেই আবহাওয়াবিদরা পূর্বাভাসে জানিয়েছিলেন যে, মঙ্গলবারই আমফান পশ্চিমবঙ্গে উপকূলীয় (West Bengal) এলাকাগুলিতে প্রভাব বিস্তার করবে। ঝড়ো হাওয়ার গতিবেগ ঘন্টায় ১৫৫-১৬৫ কিলোমিটার থাকবে, যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷

ইতিমধ্যেই আমফানের মোকাবিলায় পশ্চিমবঙ্গে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷ রাজ্যকে সাহায্যের আশ্বাসও দিয়েছে কেন্দ্র৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee) সতর্কতা অবলম্বনের ওপর জোর দেন এবং জানান, দুর্যোগ চলাকালীন বাড়ির বাইরে না বেরোতে৷ সমুদ্রে যেতেও নিষেধ করা হয়েছে৷ তবে আশঙ্কার কারণ নেই, রাজ্য এই বিপর্যয় মোকাবিলার জন্য প্রস্তুত বলেও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী৷

আমফানের জন্য দেওয়া হয়েছে টোল-ফ্রি নম্বর ১০৭০ এবং ২৪ ঘণ্টার কন্ট্রোল রুমের নম্বর- (০৩৩)২২১৪-৩৫২৬, (০৩৩)২২১৪-৩৫২৬১৯৯৫। উল্লেখ্য, উপকূলীয় এলাকা থেকে বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে৷ সরানো হয়েছে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগণার বহু মানুষকে৷

এর পাশাপাশি প্রস্তুত বিদ্যুৎ দফতরও (Electricity Board)৷ চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর (Helpline Number)৷ আমফান মোকাবিলায় বিপদ এড়াতে ভেঙে পড়া গাছ দ্রুত পরিষ্কার করে নিয়ে যাওয়ার জন্য পুরসভায় একটি টিম থাকতে পারে বলে জানা গিয়েছে।

আমফানের সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১৯৫ কিমি৷ তবে গভীর সমুদ্রে ঝড়ের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ২৬৫ কিলোমিটার হতে পারে বলে মনে করা হচ্ছে। জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী বা ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (NDRF) ১৭ টি দল মোতায়েন করেছে বাংলা এবং ওড়িশায়৷ প্রতিটি দলে রয়েছে ৪৫ জন৷ এর আগে গত বছর নভেম্বর মাসে ঘূর্ণিঝড় বুলবুলের (Bulbul) তাণ্ডব দেখেছিল রাজ্য। সে সময়ও যথেষ্ট সতর্কতার সঙ্গেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল৷ তবে তার কিছু প্রভাব পড়ে রাজ্যে৷ গত বছরই ফণী (Fani) নামে আরও একটি ঘূর্ণিঝড়ের আগমন ঘটেছিল, তবে তার প্রভাব বেশি পড়েছিল ওডিশায় (Odisha). আর চলতি বছরে আমফানের প্রভাবে প্রবল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে৷ এবার আমফান মোকাবিলার ক্ষেত্রেও কড়া ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে৷

২৪ ঘণ্টার জন্য খোলা এই নম্বরগুলি (Control Room Numbers)-

কন্ট্রোল রুমের টোল ফ্রি নম্বর ১০৭০

কন্ট্রোল রুমের নম্বর ০৩৩-২২১৪-৩৫২৬

কন্ট্রোল রুমের নম্বর ০৩৩-২২১৪-১৯৯৫

বর্ষা চ্যাটার্জি

Published On: 19 May 2020, 06:19 PM English Summary: Cyclone Amphan likely to hit West Bengal, here is the control room numbers

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters