বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ নথির মধ্যে অন্যতম হল আধার কার্ড(AdharCard)। রান্নাঘর থেকে শুরু করে পড়াশোনা, চাকরি প্রায় সব ক্ষেত্রেই আধার কার্ডের প্রয়োজনীয়তা রয়েছে। এছাড়াও আধার কার্ড না থাকলে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকেন দেশের সাধারণ নাগরিক।
সম্প্রতি আধার কার্ড সংক্রান্ত একটি বড় আপডেট সামনে এল। UIDAI-এর তরফ থেকে জানানো হয়েছে একটি বিশেষ আপডেট। UIDAI- জানিয়েছে আপডেট করতে হবে আধার কার্ড। যদি আধার কার্ড ১০ বছরের পুরনো হয় সেক্ষেত্রে আপডেট করতে হবে আধার কার্ড। যদি আধার কার্ড আপডেট না করা হয় তাহলে সেই আধার কার্ড বঞ্চিত ধরে নেওয়া হবে। পুরনো কার্ড আপডেট না হলে সেই কার্ড বৈধ বলে বিবেচিত হবে না।
আরও পড়ুন ঃ লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট আপডেট! সুবিধা মিলবে আরও বেশি মহিলাদের
১০ বছরের পুরনো আধার কার্ড আপডেট করার জন্য দেওয়া হয়েছে ডেড লাইন। আগামী ১৪ই জুনের মধ্যেই আপডেট করতে হবে আধার কার্ড। ১৪ই জুনের মধ্যেই যদি আপডেট করেন সেক্ষেত্রে বিনামূল্যে আপডেট করা হবে। কিন্তু এরপরে করলে সেক্ষেত্রে ৫০ টাকা চার্জ দিতে হবে।
আরও পড়ুনঃ দাম সস্তা! এসির মতই চিল ঠাণ্ডা করবে ঘর, এটি কিনলেই সমস্যার সমাধান
আধার কার্ড আপডেট আপনি ঘরে বসেই করতে পারবেন। এর জন্য প্রথমে আপনাকে UIDAI অফিসিয়াল ওয়েব সাইটে যেতে হবে। তারপর দিতে হবে আধার নম্বর। এরপর আপনার মোবাইল নম্বরে ওটিপি আসবে। সেটি দিয়ে লগইন করতে হবে। এবার আসবে ডকুমেন্ট আপডেটের অপশন। সেখানে ভোটার আইডি কার্ড এবং অন্য আইডি কার্ড এর ফটো কপি আপলোড করতে হবে।
কিছুদিন আগেই প্যান কার্ড নিয়ে তুমুল আলোড়ন শুরু হয় গোটা দেশে। প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার জন্য সাধারণ মানুষদের দিতে হয়েছে চড়া ফাইনও। তাই আধার কার্ডের আপডেটের কাজ আজই করে ফেলুন।
Share your comments