“গাধার দুধে তৈরি সাবান মহিলাদের সৌন্দর্য বাড়ায়” বিজেপি নেত্রী

পুরুষ-মহিলা নির্বিশেষে ত্বক সুন্দর রাখতে সকলেই চায়। সম্প্রতি ত্বক সুন্দর রাখা নিয়ে পরামর্শ দিলেন এক বিজেপি নেত্রী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী।

Rupali Das
Rupali Das
“গাধার দুধে তৈরি সাবান মহিলাদের সৌন্দর্য বাড়ায়” বিজেপি নেত্রী

পুরুষ-মহিলা নির্বিশেষে ত্বক সুন্দর রাখতে সকলেই চায়। সম্প্রতি ত্বক সুন্দর রাখা নিয়ে পরামর্শ দিলেন এক বিজেপি নেত্রী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। গাধার দুধ দিয়ে তৈরি সাবান মহিলাদের ত্বক সুন্দর রাখতে সাহায্য করে। এমনই মন্তব্য করলেন মানেকা গান্ধী (Maneka Gandhi। তাঁর এই মন্তব্যের পরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও।

এক জনৈক সাংবাদিক সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করেন। ভিডিওতে মানেকা গান্ধী বলছেন “ একজন রানী ছিলেন ক্লিওপেট্রা। তিনি স্নান করতেন গাধার দুধ দিয়ে। আর এখনও গাধার দুধের তৈরি সাবান দিল্লিতে বিক্রি হয়। তার দামও প্রায় ৫০০র কাছাকাছি। পাশাপাশি এই সাবানের চাহিদাও রয়েছে । আমরাও ছাগল এবং গাধার দুধকে কাজে লাগিয়ে সাবান তৈরি করতে পারি।“

আরও পড়ুনঃ  নন্দীগ্রাম-১ ব্লক মৎস্য বিভাগের অভিনব উদ্যোগ –মৎস্যজীবিদের ডিজিটাল সংযুক্তি

উত্তরপ্রদেশের বলদিরাইতে সভা করতে গিয়ে বিজেপি নেত্রী জানান বর্তমানে গাধার বিলুপ্তি ঘটছে। গাধা আর সেইভাবে দেখাও যায়না। উন্নত প্রযুক্তির সঙ্গে সঙ্গে গাধার ব্যবহার ক্রমশ কমছে। তাই গাধার ব্যবহার বাড়াতে হবে। সেক্ষেত্রে গাধার দুধকে কাজে লাগিয়ে সাবান তৈরি করায় যায়।

আরও পড়ুনঃ  সহায়ক মুল্যে আলু কেনা হবে? মিটবে কৃষকদের দাবি? কি বলছে কৃষি দফতর

প্রসঙ্গত, এই সভায় তিনি গোবরকেও কাজে লাগানোর পরামর্শ দেন। তিনি জানান অন্ত্যোষ্টি ক্রিয়ার জন্য  ১৫ থেকে ২০ হাজার টাকার কাঠ লাগে। যা একটি মধ্যবিত্ত পরিবারের পক্ষে যথেষ্ট ব্যয়বহুল। তাই এই কাঠের পরিবর্তে ঘুটে ব্যবহার করা যেতেই পারে। তুলনামূলক ভাবে ঘুটের দাম কম। তাছাড়াও ঘুটে বিক্রি করার একটি প্ল্যাটফর্মও তৈরি হবে।

Published On: 04 April 2023, 03:26 PM English Summary: "Donkey milk soap enhances women's beauty" BJP leader

Like this article?

Hey! I am Rupali Das. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters