হেমন্ত ঋতুর বিদায়বেলা প্রায় আসন্ন।কিছু দিনের মধ্যে আগমন ঘটবে শীতকালের। কুয়াশার চাদরে আচ্ছন্ন রাজধানীসহ সারাদেশ। হেমন্তের প্রভাবে দেশের উত্তরাঞ্চলে শীত জেঁকে বসলেও রাজধানীতে এখনো শীতের তেমন একটা প্রকট দেখা যায়নি।
আবহাওয়া দপ্তরের বার্তা অনুযায়ী, ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে অর্থাৎ পৌষের শুরুতে সারাদেশে জেঁকে বসতে পারে শীত। পাশাপাশি বাড়তে পারে কুয়াশার তীব্রতাও। তাপমাত্রা অনেকটাই হ্রাস পেতে পারে প্রথম সপ্তাহে। তবে ডিসেম্বরের শেষের দিকে হালকা থেকে মাঝারি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদদের মতে, এই সময়ে ঠান্ডা হাওয়া এবং কুয়াশা অনুভূত হলেও পুরোপুরি শীত এখনও শুরু হয়নি। ডিসেম্বর মাসের ৬ অথবা ৭ তারিখ থেকে শীত পড়া শুরু হতে পারে বলে অনুমান করা হচ্ছে। এরপর বাড়বে শীতের তীব্রতা। একই সঙ্গে কুয়াশার তীব্রতাও বাড়বে। তবে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বলেই জানিয়েছেন আবহাওয়াবিদেরা।
স্বপ্নম সেন (swapnam@krishijagran.com)
Share your comments